Ajker Patrika

হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৮: ৩৯
হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হওয়া বৃদ্ধ সুলতান আহাম্মদের হত্যাকারীকে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটস্থ খাদেমপাড়া এলাকা এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুল আলম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর, সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, মাদামবিবিরহাট শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মো. দিদারুল আলম, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রাতের আঁধারে কোনো চোর চুরির উদ্দেশ্যে নৃশংসভাবে ছুরিকাঘাত করে এভাবে মানুষকে খুন করতে পারে না। এ খুনের পেছনে নিশ্চয়ই বড় ধরনের রহস্য লুকায়িত আছে। বক্তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, অবিলম্বে দুর্বৃত্তকে চিহ্নিত করে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন।

স্থানীয় বাসিন্দারা জানান, গত রোববার ভোরে নামাজ পড়তে ঘর থেকে বের হন সুলতান আহাম্মদ। এ সময় তিনি ঘরের সামনে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে তাঁকে ঝাপটে ধরে চোর চোর বলে চিৎকার করেন। নিজেকে ছাড়িয়ে নিতে ওই লোক সুলতানকে ছুরিকাঘাত করেন। পরে তাঁর ছেলে মোস্তফা ও ভাতিজা ইকবাল এগিয়ে এলে তাঁদেরও ছুরিকাঘাত করেন তিনি। পরে পালিয়ে যান। পরিবারের সদস্যরা তিনজনকে উদ্ধার চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ সুলতান আহাম্মদকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

যাচ্ছিলেন বিয়ের দিন-তারিখ ঠিক করতে, গণপিটুনিতে প্রাণ হারালেন জামাই-শ্বশুর

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত