Ajker Patrika

একই স্থানে দুই চেয়ারম্যান প্রার্থীর সমাবেশ, প্রশাসনের ১৪৪ ধারা জারি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
একই স্থানে দুই চেয়ারম্যান প্রার্থীর সমাবেশ, প্রশাসনের ১৪৪ ধারা জারি

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি সমাবেশ বন্ধে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। একই স্থানে সমাবেশে আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন এ আদেশ জারি করেন। 

আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, সোমবার বিকেলে বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশের আয়োজন করেন আ. লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী (স্বতন্ত্র) আরিফুল আলম চৌধুরী রাজু। একই সময়ে একই বিদ্যালয় মাঠের পাশে সমাবেশের আয়োজন করেন নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। 

আ. লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) আরিফুল আলম চৌধুরী জানান, বিদ্যালয় মাঠে সমাবেশ করার জন্য তিনি তিন দিন আগে থানা ও উপজেলা প্রশাসনের অনুমতি নেন। প্রতিপক্ষ সভাকে পণ্ড করতে তাঁর সমাবেশস্থলের পাশে সমাবেশের আয়োজন করেন। 

নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শওকত আলী জাহাঙ্গীর জানান, বাঁশবাড়িয়া স্কুল মাঠের পাশে থাকা তাঁর একটি নির্বাচনী ক্যাম্প রোববার রাতে বিদ্রোহী প্রার্থীর কর্মী ও সমর্থকেরা পুড়িয়ে দেয়। এর প্রতিবাদে তিনি সেখানে সমাবেশ ডাকেন। তবে প্রশাসনের বাঁধায় তিনি সেখানে সমাবেশ করতে পারছেন না। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন জানান, একই স্থানে দুই চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি সমাবেশ হলে যে কোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে। এলাকার শান্তি শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সেখানে তিনি সমাবেশ বন্ধে ১৪৪ ধারা জারি করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

যাচ্ছিলেন বিয়ের দিন-তারিখ ঠিক করতে, গণপিটুনিতে প্রাণ হারালেন জামাই-শ্বশুর

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত