Ajker Patrika

আচরণবিধি লঙ্ঘন বাড়ছে

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১২: ০৪
আচরণবিধি লঙ্ঘন বাড়ছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। এ-সংক্রান্ত ৩১টি অভিযোগ জমা পড়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে। গত ২৯ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ৯ দিনে বিরোধী প্রার্থীদের বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রার্থীরা। তবে এসবের তদন্ত হয়নি বলেও অভিযোগ রয়েছে তাঁদের।

ফলে ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, আচরণবিধি লঙ্ঘন ততই বাড়ছে। এতে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিচ্ছে বলে জানান ভোটারেরা।

এ বিষয়ে সীতাকুণ্ডের ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান বলছেন, ভুক্তভোগী প্রার্থীদের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগগুলো থানায় পাঠানো হয়েছে। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটও আচরণবিধির বিষয়টি দেখছেন।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা রকর চাকমা বরাবর অভিযোগ করেছেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য প্রার্থী মোহাম্মদ আজম। তিনি বলেন, নির্বাচনী প্রচারে বাধা, ভোটারদের ভয়ভীতি দেখানোর পাশাপাশি পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলেছেন তাঁর প্রতিপক্ষ প্রার্থীর লোকজন। প্রতিপক্ষ প্রার্থী কোনো প্রতিষ্ঠানের শিক্ষক না। তবে তাঁর পোস্টারে মাস্টার উপাধি লিখেছেন।

তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল করিম। তিনি বলেন, ‘এলাকাবাসী তাঁকে মাস্টার নামে ডাকেন। তাই তিনি মাস্টার শব্দটি ব্যবহার করেছেন।’

সোনাইছড়ি ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মোহাম্মদ ইয়াকুব বলেন, প্রতিপক্ষ প্রার্থীর লোকজন তাঁর পোস্টার ছেঁড়ার পাশাপাশি বেশ কয়েকটি ব্যানার পুড়িয়ে দিয়েছেন। হয়রানি থেকে রেহাই পেতে গত ২৯ অক্টোবর রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ করেছি। তবে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বাড়বকুণ্ড ইউপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী জহিরুল ইসলাম বলেন, প্রতিপক্ষের কর্মী-সমর্থকেরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তিনি ও তাঁর কর্মী-সমর্থককে হয়রানি করছেন। ভোটারদের ভয়ভীতি ও কেন্দ্র দখলের হুমকি দিচ্ছেন। তিনি গত সোমবার দুপুরে উপজেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে জানান।

হাতিলোটা এলাকার মোহাম্মদ রফিক ও জামাল উদ্দিনসহ একাধিক ভোটার বলেন, তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীদের কর্মী-সমর্থকের মধ্যে খারাপ আচরণ পরিলক্ষিত হচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে তাঁদের মনে শঙ্কা তৈরি হয়েছে।

নির্বাচনে দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম বলেন, এখনো কোনো সুনির্দিষ্ট অভিযোগ রিটার্নিং কর্মকর্তা তাঁর কাছে পাঠাননি। নির্বাচনী এলাকায় গিয়ে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি নজরে পড়লে ব্যবস্থা নিচ্ছেন তিনি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ৩১টি অভিযোগ পাঠানো হয়েছে। তাঁরা অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নিচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

যাচ্ছিলেন বিয়ের দিন-তারিখ ঠিক করতে, গণপিটুনিতে প্রাণ হারালেন জামাই-শ্বশুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত