ম্যাজিস্ট্রেট দেখে দৌড়ে পালালেন পেঁয়াজ বিক্রেতারা
বাজারে পেঁয়াজের সংকট দেখিয়ে ২০০ টাকা কেজি বিক্রি করছিলেন বিক্রেতারা। ঠিক ওই সময় হাজির হন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। টের পেয়ে বেশ কিছু বিক্রেতা দৌড়ে পালিয়ে যান। তবে এতেও শেষ রক্ষা হয়নি, বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে ১১ জনকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়।