Ajker Patrika

চট্টগ্রাম-৪ আসনের এমপিসহ ৪ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম-৪ আসনের এমপিসহ ৪ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

যাচাই–বাচাই শেষে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের বর্তমান সংসদ সদস্যসহ চারজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। অপর দিকে পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

আজ রোববার চট্টগ্রাম-৪ এর রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার (চট্টগ্রাম) তোফায়েল ইসলাম এ ঘোষণা দেন। 

যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন বর্তমান সংসদ সদস্য দিদারুল আলম, স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী লায়ন মোহাম্মদ ইমরান এবং বিএনএফের প্রার্থী মোহাম্মদ আক্তার হোসেন। 

মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন আওয়ামী লীগের প্রার্থী এস. এম আল মামুন, জাতীয় পার্টির দিদারুল কবির, ইসলামিক ফ্রন্টের মো. মোজাম্মেল হোসেন, তৃণমূল বিএনপির খোকন চৌধুরী এবং বাংলাদেশ কংগ্রেসের শহীদুল ইসলাম চৌধুরী। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে. এম রফিকুল ইসলাম বলেন, ‘বর্তমান এমপি দিদারুল আলম আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছিলেন। কিন্তু তিনি দলীয় পদের কোন কাগজপত্র জমা দেননি। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিনের এক পার্সেন্ট জনসমর্থনের তালিকা অসম্পূর্ণ ছিল, লায়ন মোহাম্মদ ইমরানের এক পার্সেন্টও জনসমর্থনের তালিকাও ভুল ছিল। এ ছাড়া বিএনএফের প্রার্থী ট্যাক্স রিটার্ন জমা করতে পারেননি। 

মনোনয়ন যাচাই–বাছাইকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. শামীম আলম, সহকারী রিটার্নিং অফিসার চট্টগ্রাম-৪ সহকারী রিটার্নিং কর্মকর্তা কে. এম রফিকুল ইসলাম ও সহকারী রিটার্নিং চট্টগ্রাম ৯-১০ এর কর্মকর্তা জাকিয়া হোসনাইন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত