আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
'লেটস গো ইন্ডিয়া' আবার কখনো 'বন্দে মাতরম', শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে নিজেদের দর্শকদের কাছ থেকে সারা ম্যাচেই সমর্থন পেলেন ভারতীয় ফুটবলাররা। তাই ম্যাচটা যখন টাইব্রেকারে গেল, কুয়েতের চেয়ে একটু বেশিই চাপে ছিল ভারত দল। সেই চাপ উতরে সাফের নবম শিরোপা গেল সুনীল ছেত্রীদের কাছেই।