Ajker Patrika

খেলোয়াড়েরা কি জঙ্গলে খেলবে, প্রশ্ন সালাউদ্দিনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জুলাই ২০২৩, ২০: ১৫
খেলোয়াড়েরা কি জঙ্গলে খেলবে, প্রশ্ন সালাউদ্দিনের

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে কিছুদিন ধরেই সম্পর্কটা ভালো যাচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের। গত মার্চে নারী ফুটবল দলের অলিম্পিক বাছাইপর্বের অর্থ সংস্থান নিয়ে সরকারের সঙ্গে বেশ শীতল একটা সম্পর্ক বাফুফে সভাপতির। আজ তাই সুযোগ পেয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে ইঙ্গিতে এক হাত নিয়েছেন সালাউদ্দিন। 

সাফে সেমিফাইনালে খেলায় বাংলাদেশ ফুটবল দলকে ৫০ লাখ টাকা বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সালাউদ্দিন। আজ ফেডারেশন ভবনে ফুটবলারদের হাতে সেই বোনাসের টাকা তুলে দিয়েছেন বাফুফে সভাপতি। অর্থ তুলে দিতে গিয়ে একটা ক্ষোভও ঝেড়েছেন সালাউদ্দিন এবং সেটি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) দিকে ইঙ্গিত করেই। 

আগামী অক্টোবরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রাক-বাছাইপর্ব খেলবে বাংলাদেশ দল। ম্যাকাও, মঙ্গোলিয়া, ভুটান, লাওস, ব্রুনাই দারুস সালাম, পূর্ব তিমুর, পাকিস্তান, গুয়াম ও শ্রীলঙ্কা-এই দলগুলোর মধ্যে একটি দলের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে প্রাক বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রাক বাছাইপর্বে হেরে গেলে কপালে দুঃখ আছে বাংলাদেশ দলের। ২০১৬ সালের মতো আন্তর্জাতিক ফুটবলে নির্বাসনে চলে যেতে পারে বাংলাদেশ ফুটবল দলকে। সেই বিষয়টি ফুটবলারদের মনে করিয়ে দিতে গিয়ে মাঠের বিষয়টিও টেনে আনলেন সালাউদ্দিন। 

২০২১ সালের সেপ্টেম্বরে শুরু হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। পরিকল্পনায় ছিল এক বছরের মধ্যেই শেষ হবে সেই সংস্কার। কিন্তু প্রায় দুই বছরেও সংস্কার শেষ না হওয়ায় বাংলাদেশের আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম কেবল সিলেটেই আছে। অক্টোবরে প্রাক বাছাইয়ের হোম ম্যাচ খেলতে হলে সে মাঠেই নামতে হবে জামালদের। 

তাই সময়মতো মাঠ বুঝে না পাওয়ায় সিলেট স্টেডিয়ামকে ‘জঙ্গল’ ইঙ্গিত করে বেশ উঁচু স্বরেই কথা বলেছেন সালাউদ্দিন। এনএসসিকে খোঁচা মেরে তিনি বলেছেন, ‘আমরা চার-পাঁচ বছর যাবৎ বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলতে পারি না। ফলে সকলে আমাদের খেলা দেখতে পারে না। আমি আশা করি আগামী কয়েক মাসের মধ্যে স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হবে। আমি নিজেও শুনিনি একটা স্টেডিয়াম ঠিক করতে তিন চার বছরের মতো সময় লাগে। খেলোয়াড়রা খেলবে কোথায়? জঙ্গলে? সামনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে। খেলোয়াড়রা খেলবে কোথায়?’ 

মাঠের দুশ্চিন্তায় তিনি পাগল হয়ে যান, এমন মন্তব্য করে সালাউদ্দিন বলেছেন, ‘মাঠের কথা যেটা বলছেন, আমার সবচেয়ে বড় সমস্যা এটাই আমি মাঠের জন্য পাগল হয়ে যাই। কিন্তু মাঠের দায়িত্ব আমাদের হাতে নাই। এই মাঠে ফুটবল হয় না। এই মাঠে ভালো ফুটবল সম্ভব না। আমি চেষ্টা করছি মাঠগুলো আমাদের নিয়ন্ত্রণে নেয়ার। ফুটবলের জন্য মাঠ খুবই গুরুত্বপূর্ণ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত