নাজিম আল শমষের, বেঙ্গালুরু থেকে
কুয়েতি ফরোয়ার্ড শাবাইব আল খালদির শট যখন ফিস্ট করে ফিরিয়েছিলেন আনিসুর রহমান জিকো, ম্যাচের বয়স ৯৯ মিনিট। আল খালদির শট আটকে দেওয়াটাই তখন পর্যন্ত বাংলাদেশ-কুয়েত সেমিফাইনালের সেরা সেভ। শট ঠেকিয়ে আকাশে মুঠি ছুড়ে চিৎকার দিয়েছিলেন জিকো। যেন বোঝাতে চেয়েছিলেন, বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলেই তিনি থামবেন।
শেষ পর্যন্ত পারেননি। সাত মিনিট পর তপু বর্মনের পায়ের নিচ দিয়ে কোনাকুনি শটে বল জালে প্রবেশ করিয়ে বাংলাদেশ দলকে হতাশার সাগরে ভাসান কুয়েত ডিফেন্ডার আবদুল্লাহ আল ব্লাউসি। পোস্টের নিচে তখন জিকো শোকে পাথর। সারা ম্যাচে অসাধারণ খেলেও দলকে ফাইনালে তুলতে না পারার যন্ত্রণায় দেশে ফেরার আগের দিন হোটেল থেকেই বেরই হননি তিনি। এক দিনের ছুটি পেয়ে জাতীয় দলের সতীর্থরা যখন ব্যস্ত ছিলেন কেনাকাটা-ঘোরাঘুরিতে, জিকো তখন জিমে গিয়ে শরীর ঘামিয়ে নিজের কষ্ট ভোলার চেষ্টা করেছেন। সেই কষ্ট নিয়েই গতকাল দলের সঙ্গে দেশে ফিরে গেছেন জিকো।
তার আগের দিন কুয়েত ম্যাচ নিয়ে বেঙ্গালুরুতে কথা হচ্ছিল জিকোর সঙ্গে। জিম শেষে জিকোর শরীর তখন ক্লান্ত, চোখ খানিকটা লাল। বোঝা গেল, হারের যন্ত্রণায় তেমন ঘুমাতে পারেননি। ভাঙা হৃদয় নিয়ে তাঁর প্রথম কথাটাই ছিল কুয়েত ম্যাচ ঘিরে, ‘আমার শুরু থেকেই বিশ্বাস ছিল যে আমরা গোল খাব না, ম্যাচটা টাইব্রেকে যাবে। ৯৯ মিনিটে যখন আমি সেভ করলাম, তখনই আমার বিশ্বাস ঢুকে গেল, ম্যাচটা টাইব্রেকারে যাবে, সেখানে আমি শতভাগ দেব। কিন্তু হলো না, আমরা আবারও শেষ সময়ে গোল খেয়ে বসলাম।’
দুঃখ চাপা দিয়ে দলকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জিকোর। চাওয়া বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ, ‘আমরা সেমিফাইনালে যেভাবে ১২০ মিনিট খেলেছি, জয়টা আমাদের খুবই দরকার ছিল। যে গোলগুলো মিস হয়েছে, সেগুলো না হলে আমাদের জয় আসতই। আগে আমরা যেভাবে খেলেছি, সেখান থেকে বের হয়ে আসতে হলে আমাদের আরও আত্মবিশ্বাস নিয়ে খেলতে হবে। অনেক বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে।’
কুয়েত ম্যাচের শেষ সময়ে আক্রমণের জন্য কুয়েতের বক্স পর্যন্ত চলে গিয়েছিলেন জিকো। পুরো সাফে বাংলাদেশ দলের আক্রমণের শুরুটাও কিন্তু তাঁর পা থেকে। বাংলাদেশের এই পাল্টে যাওয়ার কৃতিত্বটা স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাকেই দিলেন জিকো। বললেন ভবিষ্যতে আরও ভালো দল হয়ে ওঠার কথা, ‘কাবরেরা অনেক সাহসী, যেকোনো প্রতিপক্ষের বিপক্ষেই লড়তে চান। শৃঙ্খলাকে খুব বেশি গুরুত্ব দেন। স্ট্রাইকার না খেলিয়ে উনি যে ঝুঁকিটা নিয়েছেন, সেটা অন্য কোনো কোচ নেবেন না। আমাদের অধিকাংশ ফুটবলারই তরুণ। যেভাবে আমরা শেষ কয়েকটি ম্যাচ খেলেছি, সেভাবে যদি খেলে যেতে পারি, একতাবদ্ধ থাকতে পারি, তাহলে আমরা অনেক দূর যাব।’
কুয়েতি ফরোয়ার্ড শাবাইব আল খালদির শট যখন ফিস্ট করে ফিরিয়েছিলেন আনিসুর রহমান জিকো, ম্যাচের বয়স ৯৯ মিনিট। আল খালদির শট আটকে দেওয়াটাই তখন পর্যন্ত বাংলাদেশ-কুয়েত সেমিফাইনালের সেরা সেভ। শট ঠেকিয়ে আকাশে মুঠি ছুড়ে চিৎকার দিয়েছিলেন জিকো। যেন বোঝাতে চেয়েছিলেন, বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলেই তিনি থামবেন।
শেষ পর্যন্ত পারেননি। সাত মিনিট পর তপু বর্মনের পায়ের নিচ দিয়ে কোনাকুনি শটে বল জালে প্রবেশ করিয়ে বাংলাদেশ দলকে হতাশার সাগরে ভাসান কুয়েত ডিফেন্ডার আবদুল্লাহ আল ব্লাউসি। পোস্টের নিচে তখন জিকো শোকে পাথর। সারা ম্যাচে অসাধারণ খেলেও দলকে ফাইনালে তুলতে না পারার যন্ত্রণায় দেশে ফেরার আগের দিন হোটেল থেকেই বেরই হননি তিনি। এক দিনের ছুটি পেয়ে জাতীয় দলের সতীর্থরা যখন ব্যস্ত ছিলেন কেনাকাটা-ঘোরাঘুরিতে, জিকো তখন জিমে গিয়ে শরীর ঘামিয়ে নিজের কষ্ট ভোলার চেষ্টা করেছেন। সেই কষ্ট নিয়েই গতকাল দলের সঙ্গে দেশে ফিরে গেছেন জিকো।
তার আগের দিন কুয়েত ম্যাচ নিয়ে বেঙ্গালুরুতে কথা হচ্ছিল জিকোর সঙ্গে। জিম শেষে জিকোর শরীর তখন ক্লান্ত, চোখ খানিকটা লাল। বোঝা গেল, হারের যন্ত্রণায় তেমন ঘুমাতে পারেননি। ভাঙা হৃদয় নিয়ে তাঁর প্রথম কথাটাই ছিল কুয়েত ম্যাচ ঘিরে, ‘আমার শুরু থেকেই বিশ্বাস ছিল যে আমরা গোল খাব না, ম্যাচটা টাইব্রেকে যাবে। ৯৯ মিনিটে যখন আমি সেভ করলাম, তখনই আমার বিশ্বাস ঢুকে গেল, ম্যাচটা টাইব্রেকারে যাবে, সেখানে আমি শতভাগ দেব। কিন্তু হলো না, আমরা আবারও শেষ সময়ে গোল খেয়ে বসলাম।’
দুঃখ চাপা দিয়ে দলকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জিকোর। চাওয়া বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ, ‘আমরা সেমিফাইনালে যেভাবে ১২০ মিনিট খেলেছি, জয়টা আমাদের খুবই দরকার ছিল। যে গোলগুলো মিস হয়েছে, সেগুলো না হলে আমাদের জয় আসতই। আগে আমরা যেভাবে খেলেছি, সেখান থেকে বের হয়ে আসতে হলে আমাদের আরও আত্মবিশ্বাস নিয়ে খেলতে হবে। অনেক বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে।’
কুয়েত ম্যাচের শেষ সময়ে আক্রমণের জন্য কুয়েতের বক্স পর্যন্ত চলে গিয়েছিলেন জিকো। পুরো সাফে বাংলাদেশ দলের আক্রমণের শুরুটাও কিন্তু তাঁর পা থেকে। বাংলাদেশের এই পাল্টে যাওয়ার কৃতিত্বটা স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাকেই দিলেন জিকো। বললেন ভবিষ্যতে আরও ভালো দল হয়ে ওঠার কথা, ‘কাবরেরা অনেক সাহসী, যেকোনো প্রতিপক্ষের বিপক্ষেই লড়তে চান। শৃঙ্খলাকে খুব বেশি গুরুত্ব দেন। স্ট্রাইকার না খেলিয়ে উনি যে ঝুঁকিটা নিয়েছেন, সেটা অন্য কোনো কোচ নেবেন না। আমাদের অধিকাংশ ফুটবলারই তরুণ। যেভাবে আমরা শেষ কয়েকটি ম্যাচ খেলেছি, সেভাবে যদি খেলে যেতে পারি, একতাবদ্ধ থাকতে পারি, তাহলে আমরা অনেক দূর যাব।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫