জীবনের নিরাপত্তার সব দায় কি জনগণের
একটা ঘটনা ঘটে, আর কিছু সাধারণের প্রাণ যায়। সরকার বাহাদুর তদন্ত কমিটি করে দেন। সেই তদন্ত চলে অনন্তকাল। মুখে মুখে বলে দেন, এটা বিরোধীরা করেছে। তারপর কি আর ঘটনার কূলকিনারা পাওয়ার আশা করা যায়? সেই ঘটনা ভুলতে না ভুলতে ঘটে যায় আরও ঘটনা; আরও মানুষ মরে। সরকার বাহাদুরও বড় বড় কথা বলেন, কিন্তু কাজ হয় না।