ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল ও গফরগাঁও উপজেলার দুটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ভোটকেন্দ্রগুলোর কয়েকটি কক্ষ পুড়ে গেছে। তবে ভোট গ্রহণে কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছে প্রশাসন। আজ শনিবার পৃথক এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, ‘গফরগাঁও উপজেলার পরশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ ভোর ৪টার দিকে আগুন দেওয়া হয়। এই অগ্নিকাণ্ডে জড়িত স্কুলটির দপ্তরি কাম নৈশপ্রহরীর দায়িত্বে থাকা আরিফুল ইসলাম (২৪)। আরিফ তাঁর বন্ধু সাব্বির আহমেদকে ডেকে এনে স্কুলে আগুন দেওয়ার সুযোগ করে দেন। এ জন্য ঢাকা থেকে আসা বিএনপির এক নেতা দুই হাজার টাকায় দেন আরিফকে। পুলিশ আরিফ ও সাব্বিরকে গ্রেপ্তার করলে আগুন দেওয়ার কথা তাঁরা স্বীকার করেন। আগুনে স্কুলটির চারটি কক্ষ পুড়ে যায়।’
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘ভোর ৪টার দিকে গফরগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে পরশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টের পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তেমন ক্ষতি হয়নি, কেন্দ্রে ভোট গ্রহণ করার মতো পরিস্থিতি আছে।’
অপর দিকে নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ সকাল সাড়ে ৯টার দিকে আগুন দেওয়া হয়। এতে ভোটকেন্দ্রের ৩টি কক্ষ পুড়ে যায়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মতিউর রহমান উজ্জল (৪৫), মো. সোহেল (৪০) ও আবদুল কাইয়ুম মজনু (৫০)। তাঁরা আলাবক্সপুর গ্রামের বাসিন্দা ও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন নান্দাইল থানার ওসি আব্দুল মজিদ।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ‘কারা আগুন দিয়েছে, তারা চিহ্নিত হয়েছে। ওই সব কেন্দ্রে ভোট গ্রহণে সমস্যা হবে না।’
জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, ‘দুটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শান্তিপূর্ণ নির্বাচনে যারা বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।’
ময়মনসিংহের নান্দাইল ও গফরগাঁও উপজেলার দুটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ভোটকেন্দ্রগুলোর কয়েকটি কক্ষ পুড়ে গেছে। তবে ভোট গ্রহণে কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছে প্রশাসন। আজ শনিবার পৃথক এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, ‘গফরগাঁও উপজেলার পরশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ ভোর ৪টার দিকে আগুন দেওয়া হয়। এই অগ্নিকাণ্ডে জড়িত স্কুলটির দপ্তরি কাম নৈশপ্রহরীর দায়িত্বে থাকা আরিফুল ইসলাম (২৪)। আরিফ তাঁর বন্ধু সাব্বির আহমেদকে ডেকে এনে স্কুলে আগুন দেওয়ার সুযোগ করে দেন। এ জন্য ঢাকা থেকে আসা বিএনপির এক নেতা দুই হাজার টাকায় দেন আরিফকে। পুলিশ আরিফ ও সাব্বিরকে গ্রেপ্তার করলে আগুন দেওয়ার কথা তাঁরা স্বীকার করেন। আগুনে স্কুলটির চারটি কক্ষ পুড়ে যায়।’
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘ভোর ৪টার দিকে গফরগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে পরশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টের পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তেমন ক্ষতি হয়নি, কেন্দ্রে ভোট গ্রহণ করার মতো পরিস্থিতি আছে।’
অপর দিকে নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ সকাল সাড়ে ৯টার দিকে আগুন দেওয়া হয়। এতে ভোটকেন্দ্রের ৩টি কক্ষ পুড়ে যায়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মতিউর রহমান উজ্জল (৪৫), মো. সোহেল (৪০) ও আবদুল কাইয়ুম মজনু (৫০)। তাঁরা আলাবক্সপুর গ্রামের বাসিন্দা ও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন নান্দাইল থানার ওসি আব্দুল মজিদ।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ‘কারা আগুন দিয়েছে, তারা চিহ্নিত হয়েছে। ওই সব কেন্দ্রে ভোট গ্রহণে সমস্যা হবে না।’
জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, ‘দুটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শান্তিপূর্ণ নির্বাচনে যারা বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।’
রিয়েল এস্টেট কোম্পানির নামে জমি ও ফ্ল্যাটে বিনিয়োগে মুনাফা দেওয়ার কথা বলে, কখনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। এ জন্য রাজধানী ঢাকা, সাভার, ময়মনসিংহ ও রংপুরে খোলা হয়েছিল কার্যালয়। বিনিয়োগকারীদের অভিযোগ, এখন তাদের আর পাওয়া যাচ্ছে না। চক্রটি হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা
৫ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে সরকারি অর্থ বরাদ্দের টাকায় মুক্তেশ্বরী নদী খুঁড়ে বালু তুলে মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্নার তত্ত্বাবধানেই চলছে এ কাজ। তবে অভিযোগ অস্বীকার করে ইউএনও বলেছেন, নদী থেকে নয়, বালু কিনে এনে মাঠ ভরাট করা
৫ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। বিভিন্ন আকার ও ডিজাইনের নৌকা সাজানো সেখানে। এটি আসলে নৌকার হাট। নির্দিষ্ট জায়গা ছাড়িয়ে হাটসংলগ্ন ডি এন পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠেও বেচাকেনা হচ্ছে।
৫ ঘণ্টা আগে‘ওর বাবার চোখের সামনেই বিমানটা ভাইঙ্গা পড়ছে। নিচতলায় তখন শুধু আগুন। দোতলায় ধোঁয়া। দরজা বন্ধ। আর্মির সাথে মিল্লা দোতলার পিছনের গ্রিল ভাইঙ্গা উনি মেয়েটারে বাইর করছেন।’ বলছিলেন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী সামিয়া আহমেদের মা শিউলি আক্তার।
৫ ঘণ্টা আগে