Ajker Patrika

এই নির্বাচন সরকারকে নির্বাসনে পাঠাবে: মান্না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ২২: ১৩
এই নির্বাচন সরকারকে নির্বাসনে পাঠাবে: মান্না

৭ জানুয়ারির নির্বাচন বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না। আজ শনিবার এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। 

ভিডিও বার্তায় মান্না বলেন, ‘এই নির্বাচন সরকারের জন্য কোনো সুখবর বয়ে আনবে না। এই নির্বাচনে সরকার কিছু অর্জন করবে না। এই নির্বাচন সরকারকে নির্বাসনে পাঠাবে। এ জন্য সবাইকে বলছি—নিশ্চিতভাবে কেউ ভোট দিতে যাবেন না। ৭ তারিখ পার হয়ে গেলে যে সরকার পার পেয়ে যাবে, এ রকম অবস্থা দেখছি না।’ 
 
জনগণকে সরকারবিরোধী আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে মান্না আরও বলেন, ‘আমরা আন্দোলন ছাড়ছি না, জনগণের দাবি ছাড়ছি না। আমরা হরতাল দিয়েছি। ৭ তারিখ পার হওয়ার পরেও এই কর্মসূচি থামবে না। কর্মসূচি চলতেই থাকবে। আপনারা সরকারকে ঘৃণার সঙ্গে “না” বলেন। আমাদের কর্মসূচির সঙ্গে যোগ দেন। আমরা জিতব আজ অথবা কাল।’ 
 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মান্না বলেন, ‘সম্ভবত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ঘৃণ্য এবং নিকৃষ্টতম একটা নির্বাচনের নাটক অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে। সবাই জানে, তথাকথিত এই নির্বাচন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকবার ক্ষমতায় থাকার ইচ্ছাপূরণের হাতিয়ার। এ জন্য এমন কোনো অপকর্ম নেই যে তিনি করেননি। এমন কোনো অপকৌশল নেই, যা তিনি গ্রহণ করেননি। যত রকম মিথ্যাচার ও প্রতারণা করা যায়, তার সবই করেছেন। বিরোধী দল বিরোধিতা করেছে, মানুষ ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছে। সরকার চাপ প্রয়োগ করছে। কিন্তু মানুষ এই সরকারকে সমর্থন করবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত