Ajker Patrika

নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা রাজনৈতিক স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: সাকি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ২৩: ৩৩
জোনায়েদ সাকি। ছবি: সংগৃহীত
জোনায়েদ সাকি। ছবি: সংগৃহীত

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, আগামী ৫ আগস্ট বা এর পরবর্তী দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে বলে জনগণ আশা করে। তিনি মনে করেন, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা রাজনৈতিক স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে সরকার ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি।

আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘সরকারের উচিত অবিলম্বে নির্বাচনের তারিখ বিষয়ে সুস্পষ্ট ঘোষণায় যাওয়া। অন্তত ৫ আগস্ট অথবা তার পরবর্তী দ্রুততম সময়ে সরকার এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন বলে আমরা আশা করি। আমরা মনে করি, এটা রাজনৈতিক স্থিতিশীলতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের উচিত হবে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। নির্বাচনের পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

জোনায়েদ সাকি আরও বলেন, ‘নির্বাচনের পরিবেশ নিয়ে যদি আমরা আস্থায় না থাকতে পারি, তাহলে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণকারীদের মধ্যে বিরোধ সৃষ্টি হবে এবং সেটাই আমাদের পরিস্থিতিতে অনেক খারাপের দিকে নিয়ে যাবে। কাজেই নির্বাচনের পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড করতে হবে।’

সাকি বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতি যথাসম্ভব ন্যায্য আচরণ করতে হবে এবং সেই ন্যায্য আচরণের মধ্য দিয়ে সরকার যাতে কোনো পক্ষ নয়, এইটা দৃশ্যমান হয়, সেই জায়গাটা পরিষ্কার করা দরকার। সরকারকে একটা নিরপেক্ষ জায়গা মেনে চলতে হবে, যাতে সকলের মধ্যে একটা স্বস্তির জায়গা থাকে। নির্বাচনেই আসলে কার্যত নির্ধারিত হয়ে যাবে জনগণ কাকে কীভাবে কোন জায়গায় নির্ধারণ করছে।

গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের বিষয়ে সাকি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘অত্যন্ত দুঃখজনক যে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা এবং আহতদের জীবনের দায়িত্ব গ্রহণ করা এই সরকারের প্রাথমিক দায়িত্ব ছিল। কিন্তু আজকে এক বছর পূর্তি হতে যাচ্ছে। আমরা এটা নিশ্চিত নই যে ৫ আগস্ট আমরা এই শহীদদের রাষ্ট্রীয় মর্যাদার ব্যাপারটিকে ঘোষণা হিসেবে জানাতে পারব কি না কিংবা তাঁদের সেই মর্যাদা দেওয়া হবে কি না। এখনো শহীদদের তালিকা পূর্ণাঙ্গ হয়েছে কি না। এ বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি।’

সাকি আরও বলেন, ‘আহতরা এখনো ক্ষুব্ধ এবং তাদের নানান ক্ষোভ আমরা শুনছি। আহতদের জীবনের দায়িত্ব গ্রহণ করা, তাদের পরিবার, তাদের জীবন কীভাবে চলবে? সেই দায়দায়িত্ব গ্রহণ করার প্রশ্নটি এখনো দেখা যাচ্ছে না। এসব বিষয় মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে। এমন একটা অস্থিরতা তৈরি করছে, যেটার কারণে মনে হচ্ছে, আমাদের রাজনীতির আকাশে আবার মেঘ আসছে। নির্বাচন আদৌ হবে কি না, এই ধরনের আশঙ্কা সৃষ্টি হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত