Ajker Patrika

সরকারের নিরপেক্ষতা নানা দিক থেকে প্রশ্নবিদ্ধ হয়েছে: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি: সংগৃহীত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি: সংগৃহীত

বর্তমান অন্তর্বর্তী সরকারের ভূমিকা নানা দিক থেকে প্রশ্নবিদ্ধ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, ‘ইতিমধ্যে সরকার অনাকাঙ্ক্ষিতভাবে অনেকগুলো বিতর্কের জন্ম দিয়েছে। সরকারের নিরপেক্ষতা নানা দিক থেকে প্রশ্নবিদ্ধ হয়েছে। চরিত্রের দিক থেকে তারা দলনিরপেক্ষ অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো দল, কোনো মতাদর্শকে মদদ জোগানোটা সরকারের কাজ নয়। আমরা বলেছি, আগামী নির্বাচনকে যদি অবাধ ও নিরপেক্ষ করতে হয়, বিশ্বাসযোগ্য করতে হয়, সরকারকে কেন্দ্র করে যেসব বিতর্ক আছে, সেসব থেকে অবশ্যই সরকারকে বেরিয়ে আসতে হবে।’

লন্ডন থেকে ফিরে সরকারপ্রধানের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করা উচিত ছিল উল্লেখ করে সাইফুল হক বলেন, ‘বিচার, সংস্কার ও নির্বাচনের ব্যাপারে উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে একটা আস্থা-বিশ্বাসের সম্পর্ক তৈরি করা। সেই কাজটা বাস্তবে সরকার করতে ব্যর্থ হয়েছে। যত দিন যাচ্ছে, দেশে অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি তৈরি হচ্ছে।’

সাইফুল হক আরও বলেন, এই সরকার বাংলাদেশের ইতিহাসে জননন্দিত রাজনৈতিক দলগুলোর সবচেয়ে সমর্থিত সরকার হলেও মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকার সবচেয়ে দুর্বল সরকার। যে কারণে দেশে একটা আধা নৈরাজ্যিক অবস্থা ইতিমধ্যেই তৈরি হয়েছে।

মাইলস্টোনের ঘটনায় হতাহতের ব্যাপারে জনমনে যে সন্দেহ তৈরি হয়েছে, তা দূর করতে অবিলম্বে সরকারকে নিহত ও আহত ব্যক্তিদের পরিপূর্ণ তালিকা প্রকাশের আহ্বান জানান তিনি। তিনি বলেন, এটা নিয়ে যাতে কোনো প্রশ্ন ও বিভ্রান্তির জায়গা না থাকে।

তিনি আরও বলেন, ‘সরকারের মধ্যে অনেকগুলো সরকার কাজ করছে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা মাত্র একটা সরকার দেখতে চাই। এই পরিস্থিতি যদি চলতে থাকে, তাহলে ভবিষ্যতে আরও অস্থিতিশীল অবস্থা, আরও নৈরাজ্যিক পরিস্থিতি, আরও নানা ধরনের নাশকতার আশঙ্কা আমরা করেছি। নির্বাচন যত এগিয়ে আসবে, তত বেশি আমরা পরিস্থিতিকে আরও বেসামাল হওয়ার ব্যাপারে আমাদের আশঙ্কাটা ব্যক্ত করেছি।’ এ সময় তিনি দেশের জাতীয় নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন।

নির্বাচনের বিষয়ে তিনি বলেন, নির্বাচনের ব্যাপারে সরকারের যে অঙ্গীকার, নির্বাচনটা অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের এনগেজমেন্টটা আরও বাড়ানো দরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত