ক্রীড়া উপদেষ্টার পরামর্শে সাকিবকে আসতে মানা করা হয়েছে
তাঁর ভক্ত-সমর্থকেরা চেয়েছেন, দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে খেলে অবসরের ইচ্ছে পূরণ হোক সাকিব আল হাসানের। তবে তাঁর বিরোধীরা চান না, তিনি দেশে আসুন। সে দাবিতে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট দল থেকে সাকিবের প্রত্যাহার চেয়ে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) স্মারকলিপিও দিয়েছেন তাঁরা।