Ajker Patrika

মোস্তাফিজরা আদৌ আইপিএলে দল পাবেন এবার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১২: ৪৩
২০২৪ আইপিএলে চেন্নাইয়ের হয়ে  ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান।  ছবি: চেন্নাইয়ের ফেসবুক পেজ
২০২৪ আইপিএলে চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ছবি: চেন্নাইয়ের ফেসবুক পেজ

আইপিএলের মেগা নিলাম বলে কথা। তিন বছর পরপর হওয়া এই নিলাম এক দিনে শেষ হয়ে যাওয়ার কথা তো নয়। অর্থের ঝনঝনানিতে পূর্ণ এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মেগা নিলামকে ঘিরে খেলোয়াড়, মালিকপক্ষ সবারই আগ্রহ থাকে অনেক বেশি।

সৌদি আরবের জেদ্দায় গতকাল বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হয়েছিল ২০২৫ আইপিএলের মেগা নিলাম। টিভিতে কিংবা ক্রিকবাজ-ক্রিকইনফোসহ ভারতীয় গণমাধ্যমে যাঁরা নজর রেখেছেন, তাঁরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রথম দিন কী পরিমাণ টাকার বৃষ্টি হয়েছে। পূর্বের সব রেকর্ড ভেঙে আইপিএল ইতিহাসের দামি খেলোয়াড় বনে গেলেন ঋষভ পন্ত। ২৭ কোটি রুপিতে তাঁকে কিনেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এছাড়া বিদেশিদের মধ্যে জস বাটলার, ফিল সল্টসহ টি-টোয়েন্টির ‘হটকেক’দের চড়া দামে কিনেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে নিলামের প্রথম দিন বাংলাদেশের কোনো ক্রিকেটারকে কেনেনি ফ্র্যাঞ্চাইজিগুলো।

প্রথম দিন ডাক পাননি দেখে এবারের আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের খেলার সম্ভাবনা যে একেবারে শেষ, তাও নয়। কারণ, আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় সৌদির জেদ্দায় শুরু হবে মেগা নিলামের দ্বিতীয় পর্ব। এখন প্রশ্ন হলো, মোস্তাফিজুর রহমান-সাকিব আল হাসানদের ২০২৫ আইপিএলে দল পাবার সম্ভাবনা কতটুকু? প্রথমেই আসা যাক মোস্তাফিজের কথায়। চেন্নাই সুপার কিংসে গতবার যতটুকু সময় খেলেছেন, সর্বোচ্চ উইকেটশিকারীর ‘পার্পল ক্যাপ’ পাওয়ার লড়াইয়ে আপ্রাণ চেষ্টা করেছিলেন। এছাড়া বাংলাদেশের বাঁহাতি পেসার আইপিএল ছেড়ে আসার পরও তাঁকে নিয়ে চেন্নাই সামাজিক মাধ্যমে অসংখ্যবার পোস্ট দিয়েছে।

মোস্তাফিজের আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্স থেকে শুরু করে জন্মদিন পর্যন্ত ফেসবুকে ‘ফিজ বন্দনা’ ২০২৪ থেকে নিয়মিত করে আসছে চেন্নাই। বাংলাদেশের ১২ ক্রিকেটারের মধ্যে এবারের আইপিএলে তাঁর ভিত্তিমূল্য সর্বোচ্চ ২ কোটি। ফ্র্যাঞ্চাইজিটি তাঁকে ধরে না রাখলেও এই দলে এবার সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের ধীর গতির উইকেটে তাঁর কাটার অনেক কার্যকরী হতে পারে। ২০১৬ থেকে শুরু করে গত ৮ বছরে আইপিএলে তিনি খেলেছেন ৫৭ ম্যাচ। চেন্নাইয়ের পাশাপাশি দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ানস, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস-এই পাঁচ ফ্র্যাঞ্চাইজিতে খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের বাঁহাতি পেসারের। এসব ছাড়াও ভারতের ঘরোয়া ক্রিকেটে বাঁহাতি পেসার কম থাকার কারণে মোস্তাফিজের মতো বিদেশি বাঁহাতিদের কদর একটু বেশিই থাকে আইপিএলে। এমনকি বিপিএল, আইপিএলের পাশাপাশি তাঁর লঙ্কা প্রিমিয়ার লিগেও (এলপিএল) খেলার অভিজ্ঞতা রয়েছে।

আইপিএল ইতিহাসে বাংলাদেশের ক্রিকেটারদের সবচেয়ে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা সাকিব আল হাসানের। ২০১১ থেকে ২০২১ পর্যন্ত ৭১ ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৬৩ উইকেট। কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন তিনি। তবে সবশেষ ২০২১ আইপিএলে তিনি যে কলকাতার হয়ে খেলেছেন, তাতে আশানুরূপ পারফর্ম করতে পারেননি। ২০২৩ আইপিএলে কলকাতা বাংলাদেশের তারকা ক্রিকেটারকে নিলেও শেষ মুহূর্তে জেসন রয় খেলেছেন তাঁর (সাকিব) বিকল্প হিসেবে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও সাকিবের আগের সেই ধার তেমন নেই। আইপিএল বাদে যুক্তরাষ্ট্র, কানাডা, আবুধাবি টি-টেন-বিদেশের এসব ফ্র্যাঞ্চাইজি লিগেও তিনি ধারাবাহিক পারফর্ম করতে ব্যর্থ। কদিন আগে চেন্নাই তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে রবীন্দ্র জাদেজার পাশে সাকিবের ছায়া দেখিয়ে পোস্ট করার পর বাংলাদেশের ভক্ত-সমর্থকদের আশা একটু বেড়েছে ঠিকই। তবে সেই সম্ভাবনা অনেকটাই কম। যেখানে ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টোর মতো ক্রিকেটাররা এখনো মেগা নিলামে অবিক্রিত।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সদ্য অবসর নেওয়া সাকিব আল হাসান সবশেষ আইপিএলে খেলেছেন ২০২১ সালে।  ছবি: ফাইল ছবি
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সদ্য অবসর নেওয়া সাকিব আল হাসান সবশেষ আইপিএলে খেলেছেন ২০২১ সালে। ছবি: ফাইল ছবি

শরীফুল ইসলাম, তাসকিন আহমেদদের আগে কয়েকবার নেওয়ার চেষ্টা করেছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আইপিএল খেলার অনাপত্তিপত্র পাননি তাঁরা। নাহিদ রানা, তানজিম হাসান সাকিবের মতো পেসাররা গতির ঝলকে আন্তর্জাতিক ক্রিকেটে নামডাক কুড়োলেও আইপিএলে এমন গতিময় পেসার আছেন ভুঁড়ি-ভুঁড়ি। মায়াংক যাদব ২০২৪ আইপিএলে ১৫০ কিলোমিটারেরও বেশি গতিতে বোলিং করে কাঁপিয়ে দিয়েছিলেন। সেবার তিনি খেলেছিলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে। রিশাদ হোসেনের পাঞ্জাব কিংসে ডাক পাওয়ার হালকা সম্ভাবনা আছে। কারণ, ২০২৫ আইপিএলে পাঞ্জাবের কোচ রিকি পন্টিং। তাঁরই (পন্টিং) বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনস কিনেছে রিশাদকে।

লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজেরও আইপিএলে দল পাবার সম্ভাবনা ক্ষীণ। যেখানে লিটন ২০২৩ আইপিএলে কলকাতার হয়ে ১ ম্যাচ খেলেই একাদশ থেকে বাদ পড়েছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সেভাবে জ্বলে উঠতে পারছেন না তিনি। অন্যদিকে বিদেশি তারকা ব্যাটারদের ক্ষেত্রে প্রথম দিনে নিলাম শেষে চোখ বুলানো হলে দেখা যাবে, ২ কোটি রুপির ভিত্তিমূল্যের লিয়াম লিভিংস্টোনকে ৮.৭৫ কোটিতে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লক্ষ্ণৌ সাড়ে ৭ কোটি রুপিতে কিনেছে ডেভিড মিলারকে।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এতক্ষণের আলোচনার মধ্যে বাকি ছিলেন হাসান মাহমুদ ও শেখ মেহেদী হাসান। তাঁদের দল পাবার সম্ভাবনাও খুব একটা নেই। তাছাড়া বাংলাদেশি ক্রিকেটারদের কলকাতা নাইট রাইডার্সে দল পাওয়ার কিঞ্চিৎ সম্ভাবনা রয়েছে। কারণ, বাংলাদেশিদের নিলে ব্র্যান্ডিংটা আরও ভালো করতে পারবে কলকাতা। এমনকি বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ দুই এলাকাতেই বাংলা ভাষাভাষি লোকের সংখ্যা বেশি। মেগা নিলাম শেষ হওয়ার আগেই ২০২৫ আইপিএলের দিনক্ষণ জানা গেছে। আগামী বছরের ১৪ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত চলবে ১৮তম আইপিএল। এখন পর্যন্ত সবচেয়ে বেশি পাঁচবার করে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মোন্থা’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, আঘাত হানবে কোথায়

দুশ্চিন্তা, হতাশা দূর হবে হাদিসে বর্ণিত এই চার দোয়ায়

হঠাৎ পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার

গায়ে থুতু পড়া নিয়ে ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, অগ্নিসংযোগ

নির্বাচনে যেতে চায় জাপার একাংশ, কৌশল তুলে ধরবে জাতির সামনে

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ, বাদ জাকের

ক্রীড়া ডেস্ক    
টস জিতে ব্যাটিং নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ছবি: বিসিবি
টস জিতে ব্যাটিং নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ছবি: বিসিবি

আফগানিস্তানের বিপক্ষে এ মাসের শুরুতে টি-টোয়েন্টি সিরিজে লিটন দাসের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন জাকের আলী অনিক। কিন্তু ঠিক তার পরের টি-টোয়েন্টিতেই একাদশে জায়গা পাননি জাকের। তাঁকে ছাড়া আজ চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ।

মিরপুরে ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ এখন চট্টগ্রামে খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আজ প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক শাই হোপ। একাদশে আছেন তিন স্পিনার খারি পিয়ের, আকিল হোসেন ও রস্টন চেজ। যাঁদের মধ্যে চেজ স্পিন বোলিং অলরাউন্ডার। পেস বোলিং আক্রমণে দুই অলরাউন্ডার শারফেন রাদারফোর্ড ও রোমারিও শেফার্ডের সঙ্গে আছেন জেইডেন সিলস। হোপ একই সঙ্গে অধিনায়ক ও উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন।

হোপের মতো লিটনও একই সঙ্গে অধিনায়ক ও উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন। দুই স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস আক্রমণে আছেন মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ। লেগস্পিনার রিশাদের সঙ্গে স্পিন বোলিং লাইনআপে আছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। শামীম হোসেন পাটোয়ারী ও সাইফ হাসানও খন্ডকালীন স্পিনার হিসেবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

এবারের টি-টোয়েন্টি সিরিজ ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রতিশোধের সিরিজ। গতবার উইন্ডিজ নিজেদের মাঠে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশের কাছে। সেবার বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। এবার তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন অধিনায়ক হয়েই।

বাংলাদেশ দল

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ

ওয়েস্ট ইন্ডিজ দল

শাই হোপ (অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, রস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, রভম্যান পাওয়েল, শারফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, খ্যারি পিয়ের, জেইডেন সিলস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মোন্থা’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, আঘাত হানবে কোথায়

দুশ্চিন্তা, হতাশা দূর হবে হাদিসে বর্ণিত এই চার দোয়ায়

হঠাৎ পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার

গায়ে থুতু পড়া নিয়ে ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, অগ্নিসংযোগ

নির্বাচনে যেতে চায় জাপার একাংশ, কৌশল তুলে ধরবে জাতির সামনে

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ভারত সিরিজ দিয়ে পাঁচ মাসের অপেক্ষা ফুরোচ্ছে বাভুমার

ক্রীড়া ডেস্ক    
টেম্বা বাভুমার নেতৃত্বেই জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। পাঁচ মাস পর টেস্টে ফিরছেন তিনি। ছবি: এএফপি
টেম্বা বাভুমার নেতৃত্বেই জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। পাঁচ মাস পর টেস্টে ফিরছেন তিনি। ছবি: এএফপি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে একেবারে বিচ্ছিন্ন নন টেম্বা বাভুমা। সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনি খেলেছেন অধিনায়ক হিসেবেই। কিন্তু টেস্ট সবশেষ খেলেছেন লর্ডসে এ বছরের জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। অবশেষে ভারত সিরিজ দিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফিরছেন এই তারকা ক্রিকেটার।

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএ)। এই সিরিজ দিয়ে বাভুমা টেস্টে ফিরছেন অধিনায়ক হয়েই। বাভুমার নেতৃত্বাধীন দলে ব্যাটিং লাইনআপে থাকছেন এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, ত্রিস্তান স্টাবস, কাইল ভেরেইন, ডেওয়াল্ড ব্রেভিসরা। যাঁদের মধ্যে রিকেলটন ও ভেরেইন উইকেটরক্ষক ব্যাটার। স্পিন আক্রমণে আছেন কেশব মহারাজ, সাইমন হারমার, সেনুরান মুথুসামিদের সঙ্গে থাকছেন জু্বাইর হামজা। সবশেষ হামজা টেস্ট খেলেছেন ২০২৪-এর ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিলটনে।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে পেস আক্রমণে আছেন কাগিসো রাবাদা, করবিন বশ ও মার্কো ইয়ানসেন। যাঁদের মধ্যে বশ ও ইয়ানসেন পেস বোলিং অলরাউন্ডার। সবশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে হারমার প্রোটিয়াদের মধ্যে সর্বোচ্চ ১৩ উইকেট পেয়েছিলেন। এই সিরিজে মুথুসামি, মহারাজ ও রাবাদা পেয়েছিলেন ১১, ৯ ও ৪ উইকেট। এই চার তারকা ক্রিকেটার যখন ভারত সিরিজের দলে আছেন, বোঝাই যাচ্ছে প্রোটিয়াদের দল কতটা শক্তিশালী।

বাভুমার নেতৃত্বেই এ বছরের জুনে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা সেবার অস্ট্রেলিয়ার দেওয়া ২৮২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল ৫ উইকেটে। চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা এরপর চারটি টেস্ট খেলেছে তিন ভিন্ন অধিনায়কের অধীনে। জিম্বাবুয়ে সিরিজে প্রোটিয়াদের অধিনায়ক ছিলেন মহারাজ ও উইয়ান মুল্ডার। সবশেষ পাকিস্তান সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দিয়েছেন মার্করাম। পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।

ভারত-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর। কলকাতায় হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ২২ নভেম্বর শুরু হবে গুয়াহাটিতে। টেস্ট সিরিজ শেষে সাদা বলের সিরিজ খেলবে ভারত-দক্ষিণ আফ্রিকা। তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল

টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইন, ডেওয়াল্ড ব্রেভিস, জুবায়ের হামজা, টনি ডি জর্জি, করবিন বশ, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, সেনুরান মুথুসামি, কাগিসো রাবাদা, সায়মন হারমার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মোন্থা’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, আঘাত হানবে কোথায়

দুশ্চিন্তা, হতাশা দূর হবে হাদিসে বর্ণিত এই চার দোয়ায়

হঠাৎ পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার

গায়ে থুতু পড়া নিয়ে ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, অগ্নিসংযোগ

নির্বাচনে যেতে চায় জাপার একাংশ, কৌশল তুলে ধরবে জাতির সামনে

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

কেন রিয়াল ছাড়ার ‘হুমকি’ দিলেন ভিনিসিয়ুস

ক্রীড়া ডেস্ক    
৭২ মিনিটে ভিনিসিয়ুসকে তুলে নেন জাবি আলোনসো। ছবি: এক্স
৭২ মিনিটে ভিনিসিয়ুসকে তুলে নেন জাবি আলোনসো। ছবি: এক্স

টানা চারটি এল ক্লাসিকো হারার পর অবশেষে স্বস্তি ফিরেছে রিয়াল মাদ্রিদ শিবিরে। লা লিগার সবচেয়ে জমজমাট দ্বৈরথে বার্সেলোনাকে ২–১ গোলে হারিয়েছে তারা। মাঠের খেলায় স্বস্তি ফিরলেও ভিনিসিয়ুস জুনিয়র ইস্যুতে চিন্তা ভর করেছে লস ব্লাঙ্কোসদের। একটি ঘটনায় রীতিমতো রিয়াল ছাড়ার হুমকি দিয়ে রেখেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার।

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে হাড্ডাহাড্ডি লড়াই করেছে রিয়াল ও বার্সা। স্বাগতিকদের জয়ের পথে কোনো গোল করতে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ঝলক দেখান ভিনিসিয়ুস। সুযোগ পেলেই বল নিয়ে হানা দিয়েছেন সফরকারী রক্ষণে। জুড বেলিংহামের গোলে অবদানও আছে তাঁর। এরপরও পুরো ৯০ মিনিটে তাঁকে খেলাননি জাবি আলোনসো। ম্যাচের ৭২ মিনিটে ভিনিসিয়ুসকে তুলে রদ্রিগো গোজকে মাঠে নামান রিয়াল মাদ্রিদ। বিষয়টি মেনে নিতে পারেননিন আক্রমণভাগের এই ফুটবলার।

মাঠেই অসন্তোষ প্রকাশ করেন ভিনিসিয়ুস। এমনকি মাঠে ছেড়ে টানেলে হাঁটার পথে রিয়াল ছাড়ার কথা বলতে শোনা যায় তাঁকে। মাদ্রিদের ক্লাবটির একটি সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে স্প্যানিশ প্রচারমাধ্যম মার্কা। এমনকি দলের জয় নিশ্চিত হওয়ার পরও মুখে হাসি দেখা যায়নি ভিনিসিয়ুসের। বিষয়টি প্রাথমিকভাবে ভাবিয়ে তুলেছিল রিয়ালের অন্যান্য ফুটবলার এবং ম্যানেজমেন্টকে। যদিও ম্যাচ শেষে ভিনিসিয়ুসের রিয়াল ছাড়ার হুমকি গুরুত্বের সঙ্গে নেননি আলোনসো।

তিনি বলেন, ‘ভিনিসিয়ুসের সাথে আমার অনেক ভালো স্মৃতি আছে। আমি কী গুরুত্বপূর্ণ তা ভুলে যেতে চাই না। তবে আমরা বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করব। ভিনিসিয়ুস দারুণ পারফর্ম করেছে। বাকিরাও ভালো করেছে। তাই জয়টা আমাদের প্রাপ্য ছিল। এটা ঠিক যে আমরা যেভাবে সুযোগ তৈরি করেছি তার তুলনায় জয়ের ব্যবধান আরও বড় হতে পারতো। আমরা আপাতত এই জয়টা উপভোগ করব এবং পরে ভিনিসিয়ুসের সাথে কথা বলব।’

আলোনসো ভিনিসিয়ুসের হুমকি হালকাভাবে নিলেও এটা শঙ্কার কারণ হতে পারে রিয়ালের জন্য। গত মৌসুম থেকেই সৌদি প্রো লিগের একাধিক ক্লাব থেকে প্রস্তাব পেয়ে আসছেন ভিনিসিয়ুস। গত কয়েক মাস ধরে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে সম্পর্ক ফাটল ধরেছে ব্রাজিলিয়ান তারকার। শোনা যাচ্ছিল স্পেন ছেড়ে সৌদি আরব পাড়ি জমাবেন ভিনিসিয়ুস। মাঝে কিছুদিন থমকে থাকলেও হুমকি দিয়ে এবার রিয়াল ছাড়ার সম্ভাবনাকে নতুন করে উসকে দিলেন এই ফুটবলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মোন্থা’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, আঘাত হানবে কোথায়

দুশ্চিন্তা, হতাশা দূর হবে হাদিসে বর্ণিত এই চার দোয়ায়

হঠাৎ পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার

গায়ে থুতু পড়া নিয়ে ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, অগ্নিসংযোগ

নির্বাচনে যেতে চায় জাপার একাংশ, কৌশল তুলে ধরবে জাতির সামনে

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বাংলাদেশ ম্যাচের পর বড় ধাক্কা খেল ভারত

ক্রীড়া ডেস্ক    
বাংলাদেশ ম্যাচে চোট পেয়ে বিশ্বকাপই শেষ প্রতীকা রাওয়ালের। ছবি: ক্রিকইনফো
বাংলাদেশ ম্যাচে চোট পেয়ে বিশ্বকাপই শেষ প্রতীকা রাওয়ালের। ছবি: ক্রিকইনফো

মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ-ভারত ম্যাচে রাজত্ব করেছে বৃষ্টি। মেয়েদের বিশ্বকাপের লিগ পর্বের শেষ ম্যাচে বারবার বৃষ্টি বাগড়া দিয়েছে। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচ শেষে বড় ধাক্কা খেল ভারত। দলের তারকা এক ক্রিকেটারের বিশ্বকাপই শেষ হয়ে গেল।

বাংলাদেশের বিপক্ষে গতকাল ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে মারাত্মক চোট পেয়েছেন প্রতীকা রাওয়াল। এই চোটই কাল হয়ে দাঁড়িয়েছে রাওয়ালের জন্য।

লিগ পর্ব শেষে ভারত যখন খেলতে যাচ্ছে নকআউট পর্ব, সেখানে খেলতে পারবেন না এই তারকা ক্রিকেটার। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ সেটা নিশ্চিত করেছে। ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে ভারত যে সেমিফাইনালে উঠেছে, সেখানে দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও প্রতীকা রাওয়ালের অবদান অনেক বেশি। ৩৬৫ ও ৩০৮ রান করে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ দুই রানসংগ্রাহক মান্ধানা ও রাওয়াল। দুজনেরই টুর্নামেন্টে একটি করে সেঞ্চুরি রয়েছে। যে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রাওয়াল চোটে পড়েছেন, সেই স্টেডিয়ামে ভারত খেলবে সেমিফাইনাল। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে গতকাল শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-ভারত লিগ পর্বের ম্যাচ। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি দুই ঘণ্টা দেরিতে শুরু হয়েছে। ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৪৩ ওভার করা হয়েছে। কিন্তু টস হেরে আগে ব্যাটিং করা বাংলাদেশের স্কোর যখন ১২.২ ওভারে ২ উইকেট ৩৯ রান, ফের নামে বৃষ্টি। ১৩৫ মিনিট পর যখন আবার খেলা শুরু হয়, তখন ২৭ ওভারে নিয়ে আসা হয়েছে। ২১তম ওভারের শেষ বলে দীপ্তি শর্মাকে তুলে মারেন শারমিন আক্তার সুপ্তা। লং অন থেকে বাঁদিকে দৌড়ানোর সময় তাঁর ডান পায়ের গোড়ালি মচকে যায়। তৎক্ষণাৎ মাঠ ছেড়ে চলে যেতে হয় রাওয়ালকে। ভারতীয় তারকা ক্রিকেটারের তো এরপর বিশ্বকাপই শেষ হয়ে গেল।

বারবার বৃষ্টি বাগড়া দেওয়ার পর খেলা শুরু করে ২৭ ওভারে ৯ উইকেটে ১১৯ রানে বাংলাদেশ ইনিংস শেষ করে। কিন্তু ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন মেথডে (ডিএলএস) সেই লক্ষ্য ভারতের জন্য হয়ে যায় ২৭ ওভারে ১২৬ রান। জয়ের লক্ষ্যে নেমে ৮.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৭ রান করে ফেলে স্বাগতিকেরা। কিন্তু এরপর বৃষ্টি আবার ফিরে আসায় ম্যাচ আর মাঠে গড়ায়নি। বাংলাদেশ-ভারত ম্যাচটা শেষ পর্যন্ত বৃষ্টির পেটে চলে গিয়েছে।

১৩ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া লিগ পর্ব শেষ করেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে। দুই, তিন ও চারে থাকা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারতের পয়েন্ট ১১, ১০ ও ৭। গুয়াহাটিতে পরশু বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে প্রথম সেমিফাইনাল। এই ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় সেমিফাইনাল হবে বৃহস্পতিবার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মোন্থা’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, আঘাত হানবে কোথায়

দুশ্চিন্তা, হতাশা দূর হবে হাদিসে বর্ণিত এই চার দোয়ায়

হঠাৎ পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার

গায়ে থুতু পড়া নিয়ে ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, অগ্নিসংযোগ

নির্বাচনে যেতে চায় জাপার একাংশ, কৌশল তুলে ধরবে জাতির সামনে

এলাকার খবর
Loading...

সম্পর্কিত