ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে হাসান মাহমুদের পথচলা শুরু ২০২০ সালের মার্চে। তবে টেস্টে তাঁর অভিষেক ২০২৪ সালেই। ক্রিকেটের রাজকীয় সংস্করণে মাত্র ৮ মাসেই গড়েছেন একের পর এক রেকর্ড। নিয়মিত উইকেট নেওয়া হাসান এবার তাড়া করছেন সাকিব আল হাসানকে।
বাংলাদেশের পেসারদের মধ্যে এক বছরে টেস্টে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড হাসান করেছেন গতকাল অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনে। ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন হাসান। ২৫ বছর বয়সী পেসারের ৮ টেস্টের ক্যারিয়ারে উইকেট এখন ২৬। এর আগে ২০০৮ সালে বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বোচ্চ ২৩ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন শাহাদাত হোসেন রাজীব। এছাড়া সাকিব ২০১০ ও ২০১৪ সালে টেস্টে নিয়েছিলেন ২৭টি করে উইকেট।
টেস্টে যে হাসান রাজত্ব করতে এসেছেন, সেটার প্রমাণ মিলেছে চট্টগ্রামে তাঁর অভিষেক টেস্টেই। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে নিয়েছিলেন ৬ উইকেট। যার মধ্যে ৪টিই দ্বিতীয় ইনিংসে। তবে ঘরের চেয়ে ঘরের বাইরেই তিনি স্বচ্ছন্দ বোধ করেন। এখন পর্যন্ত বাংলাদেশের মাঠে টেস্টে তাঁর উইকেট ৭। ক্রিকেটের রাজকীয় সংস্করণে বিদেশে ২৪ বছর বয়সী বাংলাদেশি পেসার নিয়েছেন ১৭ উইকেট।
৮ টেস্টের ক্যারিয়ারে এক ইনিংসে দুইবার ৫ উইকেট নিয়েছেন এবং দুটিই দেশের বাইরে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে নাম লেখান রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে। এরপর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে নিয়েছেন ৫ উইকেট। শুবমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্ত-ভারতের প্রথম সারির চার ব্যাটারের পর জসপ্রীত বুমরার উইকেট নিয়ে ভারতের ইনিংসের ইতি টেনেছিলন।
টেস্টে উইকেটের জন্য যখন হাপিত্যেশ করতে থাকে বাংলাদেশ, তখনই মঞ্চে আবির্ভূত হন হাসান। এ বছরের অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার সপ্তম উইকেটে কাইল ভেরেইন ও উইয়ান মুলডারের জুটি যখন ভাঙতে ব্যর্থ সবাই, তখন অধিনায়কের মুখে হাসি ফোটান হাসান। অ্যান্টিগায় চলমান বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের কথাই ধরে নেওয়া যাক। গতকাল দ্বিতীয় দিনে নিজের প্রথম দুই ওভারের মধ্যেই হাসান নিয়েছেন ২ উইকেট। এরপর অষ্টম উইকেটে কেমার রোচ ও জাস্টিন গ্রিভসের জমে যাওয়া ১৪০ রানের জুটিটাও ভেঙেছেন হাসান।
২০১০ ও ২০১৪ সালে সাকিব যে মুড়ি মুড়কির মতো উইকেট নিয়েছিলেন, সেখানে প্রতিপক্ষ জিম্বাবুয়েও ছিল। তবে হাসান এখনো টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেননি। ২৫ বছর বয়সী বাংলাদেশের পেসার ৮ উইকেট নিয়েছেন পাকিস্তানের বিপক্ষে। ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে নিয়েছেন ৬টি করে উইকেট। যেভাবে দুরন্ত গতিতে ছুটে চলেছেন, তাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজেই হাসান ভেঙে দেবেন সাকিবের পুরোনো রেকর্ড। যদি অ্যান্টিগায় না হয়, জ্যামাইকা তো রয়েছেই। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট ৩০ নভেম্বর শুরু হবে জ্যামাইকায়। ২ উইকেট নিয়ে হাসান কবে, কোথায় সাকিবের রেকর্ড ভেঙে দেন, সেটার উত্তর সময়ই বলে দেবে।
টেস্ট থেকে সাকিব অবসর নেওয়াতে কিছুটা ‘উপকার’ই হয়েছে হাসানের। বোলিংয়ে ধার তেমন না থাকলেও প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠতে জানেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। সেক্ষেত্রে হয়তো হাসানের উইকেট সংখ্যা আরও একটু কমে যেত। এ বছর ৫ টেস্টে সাকিব নিয়েছেন ১৩ উইকেট। যার মধ্যে কানপুরে দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম ইনিংসে পেয়েছেন ৪ উইকেট। তার আগে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বোলিংয়ে ভেলকি দেখান তিনি। ২ ম্যাচে তাঁর ঝুলিতে এসেছিল ৫ উইকেট।
এক বছরে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড কিন্তু সাকিবের নয়। ২০১৮ সালে ৭ টেস্টে ৪৩ উইকেট নিয়ে বাংলাদেশের মধ্যে এক বছরে ক্রিকেটর রাজকীয় সংস্করণে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি তাইজুল ইসলামের।
আন্তর্জাতিক ক্রিকেটে হাসান মাহমুদের পথচলা শুরু ২০২০ সালের মার্চে। তবে টেস্টে তাঁর অভিষেক ২০২৪ সালেই। ক্রিকেটের রাজকীয় সংস্করণে মাত্র ৮ মাসেই গড়েছেন একের পর এক রেকর্ড। নিয়মিত উইকেট নেওয়া হাসান এবার তাড়া করছেন সাকিব আল হাসানকে।
বাংলাদেশের পেসারদের মধ্যে এক বছরে টেস্টে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড হাসান করেছেন গতকাল অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনে। ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন হাসান। ২৫ বছর বয়সী পেসারের ৮ টেস্টের ক্যারিয়ারে উইকেট এখন ২৬। এর আগে ২০০৮ সালে বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বোচ্চ ২৩ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন শাহাদাত হোসেন রাজীব। এছাড়া সাকিব ২০১০ ও ২০১৪ সালে টেস্টে নিয়েছিলেন ২৭টি করে উইকেট।
টেস্টে যে হাসান রাজত্ব করতে এসেছেন, সেটার প্রমাণ মিলেছে চট্টগ্রামে তাঁর অভিষেক টেস্টেই। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে নিয়েছিলেন ৬ উইকেট। যার মধ্যে ৪টিই দ্বিতীয় ইনিংসে। তবে ঘরের চেয়ে ঘরের বাইরেই তিনি স্বচ্ছন্দ বোধ করেন। এখন পর্যন্ত বাংলাদেশের মাঠে টেস্টে তাঁর উইকেট ৭। ক্রিকেটের রাজকীয় সংস্করণে বিদেশে ২৪ বছর বয়সী বাংলাদেশি পেসার নিয়েছেন ১৭ উইকেট।
৮ টেস্টের ক্যারিয়ারে এক ইনিংসে দুইবার ৫ উইকেট নিয়েছেন এবং দুটিই দেশের বাইরে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে নাম লেখান রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে। এরপর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে নিয়েছেন ৫ উইকেট। শুবমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্ত-ভারতের প্রথম সারির চার ব্যাটারের পর জসপ্রীত বুমরার উইকেট নিয়ে ভারতের ইনিংসের ইতি টেনেছিলন।
টেস্টে উইকেটের জন্য যখন হাপিত্যেশ করতে থাকে বাংলাদেশ, তখনই মঞ্চে আবির্ভূত হন হাসান। এ বছরের অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার সপ্তম উইকেটে কাইল ভেরেইন ও উইয়ান মুলডারের জুটি যখন ভাঙতে ব্যর্থ সবাই, তখন অধিনায়কের মুখে হাসি ফোটান হাসান। অ্যান্টিগায় চলমান বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের কথাই ধরে নেওয়া যাক। গতকাল দ্বিতীয় দিনে নিজের প্রথম দুই ওভারের মধ্যেই হাসান নিয়েছেন ২ উইকেট। এরপর অষ্টম উইকেটে কেমার রোচ ও জাস্টিন গ্রিভসের জমে যাওয়া ১৪০ রানের জুটিটাও ভেঙেছেন হাসান।
২০১০ ও ২০১৪ সালে সাকিব যে মুড়ি মুড়কির মতো উইকেট নিয়েছিলেন, সেখানে প্রতিপক্ষ জিম্বাবুয়েও ছিল। তবে হাসান এখনো টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেননি। ২৫ বছর বয়সী বাংলাদেশের পেসার ৮ উইকেট নিয়েছেন পাকিস্তানের বিপক্ষে। ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে নিয়েছেন ৬টি করে উইকেট। যেভাবে দুরন্ত গতিতে ছুটে চলেছেন, তাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজেই হাসান ভেঙে দেবেন সাকিবের পুরোনো রেকর্ড। যদি অ্যান্টিগায় না হয়, জ্যামাইকা তো রয়েছেই। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট ৩০ নভেম্বর শুরু হবে জ্যামাইকায়। ২ উইকেট নিয়ে হাসান কবে, কোথায় সাকিবের রেকর্ড ভেঙে দেন, সেটার উত্তর সময়ই বলে দেবে।
টেস্ট থেকে সাকিব অবসর নেওয়াতে কিছুটা ‘উপকার’ই হয়েছে হাসানের। বোলিংয়ে ধার তেমন না থাকলেও প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠতে জানেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। সেক্ষেত্রে হয়তো হাসানের উইকেট সংখ্যা আরও একটু কমে যেত। এ বছর ৫ টেস্টে সাকিব নিয়েছেন ১৩ উইকেট। যার মধ্যে কানপুরে দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম ইনিংসে পেয়েছেন ৪ উইকেট। তার আগে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বোলিংয়ে ভেলকি দেখান তিনি। ২ ম্যাচে তাঁর ঝুলিতে এসেছিল ৫ উইকেট।
এক বছরে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড কিন্তু সাকিবের নয়। ২০১৮ সালে ৭ টেস্টে ৪৩ উইকেট নিয়ে বাংলাদেশের মধ্যে এক বছরে ক্রিকেটর রাজকীয় সংস্করণে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি তাইজুল ইসলামের।
শর্ট বলের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের চিরায়ত দুর্বলতা দেখা গেছে জিম্বাবুয়ের বিপক্ষেও। সিলেটে প্রথম টেস্টে ব্লেসিং মুজারাবানি, ভিক্টর নিয়াউচির মতো জিম্বাবুয়ের পেসাররা সেই লেংথেই বোলিং করে যাচ্ছেন। হঠাৎ করে তাঁদের বল লাফিয়ে উঠছে একটু বেশি। তাতেই ধরা খাচ্ছে বাংলাদেশ।
৭ মিনিট আগেবিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগেলাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
২ ঘণ্টা আগেআইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
৩ ঘণ্টা আগে