Ajker Patrika

অলরাউন্ড পারফরম্যান্সের পরও বাংলা টাইগার্সকে জেতাতে পারলেন না সাকিব

ক্রীড়া ডেস্ক    
১ ওভারে ২ উইকেট নিয়েছেন সাকিব। ছবি: সংগৃহীত
১ ওভারে ২ উইকেট নিয়েছেন সাকিব। ছবি: সংগৃহীত

ব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।

আবুধাবিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলা টাইগার্স নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেটে করে ৬৬ রান। দাসুন শানকা (২২) ও অধিনায়ক সাকিব (১৯) ছাড়া আর কেউ দুই অঙ্কের রান ছুঁতে পারেনি দলটির। নিউইয়র্কের হয়ে ২টি করে উইকেট ভাগাভাগি করেছেন আকিল হোসেন, রিস টপলি ও মোহাম্মদ আমির।

লক্ষ্য তাড়ায় ২৭ বল হাতে রেখে ৩ উইকেটে ৭০ রান করে নিউইয়র্ক। দলীয় সর্বোচ্চ অপরাজিত ২১ রান করেছেন উইকেটরক্ষক ডনোভান ফেরেইরা। সাকিবের বলে ফেরা ওপেনার ডেওয়াল্ড ব্রেভিস করেছেন ১৯ রান।

এই হারে ১০ দলের টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় তলানিতে থাকল বাংলা টাইগার্স। ২ ম্যাচ খেলেও এখনো পয়েন্টের খাতা খুলতে পারেননি সাকিবরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত