Ajker Patrika

টি–টেন ম্যাচে সাকিব খেললেন ‘টেস্ট’

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১২: ৪১
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ইনিংসের প্রথম ১২ বলেই বাংলা টাইগার্স হারিয়ে ফেলেছিল ৩ উইকেট। ২.২ ওভারে তাদের স্কোর দাঁড়ায়—২৩/৪। দলের প্রয়োজনে উইকেটে টিকে থাকার দরকার ছিল সাকিব আল হাসানের। সেটিই করেছেন বাংলাদেশি অলরাউন্ডার। ২২ বলে করলেন ১৫ রান। স্ট্রাইকরেট—৬৮.১৮।

ম্যাচটি আবুধাবির টি-টেন লিগে। যেখানে ব্যাটারদের দেখা যায় ধুমধাড়াক্কা ব্যাটিং করতে। তবে ডেকান গ্ল্যাডিয়টর্সের বিপক্ষে আজ সাকিব ছিলেন পুরো ‘টেস্ট’ মেজাজে। ৩৫ মিনিটে উইকেটে ছিলেন তিনি। ইনিংসে ছিল না কোনো বাউন্ডারি।

৬০ বলের ম্যাচটিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলা টাইগার্স ৬ উইকেটে করে ৭২ রান। পঞ্চম উইকেটে ইফতিখার আহমেদের (১৯) সঙ্গে সাকিবের ২৮ বলে ২৭ রানের জুটিতে এই স্কোর পায় তারা। মামুলি এই রান তাড়া করে সহজেই জিতেছে গ্ল্যাডিয়েটর্স। ১ উইকেটে করে ৭৪ রান। গ্ল্যাডিয়েটর্স জিতেছে ২৯ বল ও ৯ উইকেট হাতে রেখে।

বোলিংয়ে এসে সাকিব হাত ঘুরিয়েছেন মাত্র ১ বার। ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিং হাতে নেন তিনি। প্রথম বলেই সাকিবকে ছয় মেরে গ্ল্যাডিয়েটর্সের জয় নিশ্চিত করেন নিকোলাস পুরান (৩৬)। তাঁর সঙ্গে ২৯ রানে অপরাজিত ছিলেন জস বাটলার।

এই জয়ে টি-টেন লিগের তালিকায় ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে গ্ল্যাডিয়েটর্স। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে সাকিবের বাংলা টাইগার্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত