ইনিংসের প্রথম ১২ বলেই বাংলা টাইগার্স হারিয়ে ফেলেছিল ৩ উইকেট। ২.২ ওভারে তাদের স্কোর দাঁড়ায়—২৩/৪। দলের প্রয়োজনে উইকেটে টিকে থাকার দরকার ছিল সাকিব আল হাসানের। সেটিই করেছেন বাংলাদেশি অলরাউন্ডার। ২২ বলে করলেন ১৫ রান। স্ট্রাইকরেট—৬৮.১৮।
ম্যাচটি আবুধাবির টি-টেন লিগে। যেখানে ব্যাটারদের দেখা যায় ধুমধাড়াক্কা ব্যাটিং করতে। তবে ডেকান গ্ল্যাডিয়টর্সের বিপক্ষে আজ সাকিব ছিলেন পুরো ‘টেস্ট’ মেজাজে। ৩৫ মিনিটে উইকেটে ছিলেন তিনি। ইনিংসে ছিল না কোনো বাউন্ডারি।
৬০ বলের ম্যাচটিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলা টাইগার্স ৬ উইকেটে করে ৭২ রান। পঞ্চম উইকেটে ইফতিখার আহমেদের (১৯) সঙ্গে সাকিবের ২৮ বলে ২৭ রানের জুটিতে এই স্কোর পায় তারা। মামুলি এই রান তাড়া করে সহজেই জিতেছে গ্ল্যাডিয়েটর্স। ১ উইকেটে করে ৭৪ রান। গ্ল্যাডিয়েটর্স জিতেছে ২৯ বল ও ৯ উইকেট হাতে রেখে।
বোলিংয়ে এসে সাকিব হাত ঘুরিয়েছেন মাত্র ১ বার। ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিং হাতে নেন তিনি। প্রথম বলেই সাকিবকে ছয় মেরে গ্ল্যাডিয়েটর্সের জয় নিশ্চিত করেন নিকোলাস পুরান (৩৬)। তাঁর সঙ্গে ২৯ রানে অপরাজিত ছিলেন জস বাটলার।
এই জয়ে টি-টেন লিগের তালিকায় ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে গ্ল্যাডিয়েটর্স। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে সাকিবের বাংলা টাইগার্স।
ইনিংসের প্রথম ১২ বলেই বাংলা টাইগার্স হারিয়ে ফেলেছিল ৩ উইকেট। ২.২ ওভারে তাদের স্কোর দাঁড়ায়—২৩/৪। দলের প্রয়োজনে উইকেটে টিকে থাকার দরকার ছিল সাকিব আল হাসানের। সেটিই করেছেন বাংলাদেশি অলরাউন্ডার। ২২ বলে করলেন ১৫ রান। স্ট্রাইকরেট—৬৮.১৮।
ম্যাচটি আবুধাবির টি-টেন লিগে। যেখানে ব্যাটারদের দেখা যায় ধুমধাড়াক্কা ব্যাটিং করতে। তবে ডেকান গ্ল্যাডিয়টর্সের বিপক্ষে আজ সাকিব ছিলেন পুরো ‘টেস্ট’ মেজাজে। ৩৫ মিনিটে উইকেটে ছিলেন তিনি। ইনিংসে ছিল না কোনো বাউন্ডারি।
৬০ বলের ম্যাচটিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলা টাইগার্স ৬ উইকেটে করে ৭২ রান। পঞ্চম উইকেটে ইফতিখার আহমেদের (১৯) সঙ্গে সাকিবের ২৮ বলে ২৭ রানের জুটিতে এই স্কোর পায় তারা। মামুলি এই রান তাড়া করে সহজেই জিতেছে গ্ল্যাডিয়েটর্স। ১ উইকেটে করে ৭৪ রান। গ্ল্যাডিয়েটর্স জিতেছে ২৯ বল ও ৯ উইকেট হাতে রেখে।
বোলিংয়ে এসে সাকিব হাত ঘুরিয়েছেন মাত্র ১ বার। ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিং হাতে নেন তিনি। প্রথম বলেই সাকিবকে ছয় মেরে গ্ল্যাডিয়েটর্সের জয় নিশ্চিত করেন নিকোলাস পুরান (৩৬)। তাঁর সঙ্গে ২৯ রানে অপরাজিত ছিলেন জস বাটলার।
এই জয়ে টি-টেন লিগের তালিকায় ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে গ্ল্যাডিয়েটর্স। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে সাকিবের বাংলা টাইগার্স।
দারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
২ মিনিট আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
৪৪ মিনিট আগেখেলা হবে ৯০ মিনিট। অতিরিক্ত সময়টুকু আমলে নিলে প্রায় ১০০ মিনিটই বলা যায়। তবে বাফুফে প্রস্তুতি নিচ্ছে আটঘাট বেঁধে। শুধু একটি ম্যাচকে ঘিরে দেশের ফুটবলে এমন আয়োজনের পরিকল্পনা শেষ কবে দেখা গেছে, তা বলা মুশকিল।
১ ঘণ্টা আগেজিতলেই শিরোপা জয়ের উদ্যাপন করার সুযোগ, এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগেই সমীকরণটা বুঝে নিয়েছে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে কাতালানরা। পায়নি কোনো গোলও। শিরোপার অপেক্ষা কি তাহলে বাড়ছে? সমর্থকদের মনে যখন মলিন ছায়া—তখনই ইয়ামালের চোখ ধাঁধানো গোল।
১ ঘণ্টা আগে