বাংলা টাইগার্সের দরকার ১৮ বলে ৭৩ রান। সেই মুহূর্তে স্কোরবোর্ডে দেখা গেল অধিনায়ক সাকিব আল হাসানের রান ৯ বলে ৩ রান। পরবর্তী সময় টেস্টের খোলস ছেড়ে টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করেছেন ঠিকই। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
শেখ জায়েদ স্টেডিয়ামে পড়ন্ত বিকেলে আজ সাকিব ১৯ বলে ২৯ রান করে অপরাজিত থেকেছেন। কিন্তু তাঁর এই স্কোর জয় তো দূরে থাক, আজমান বোল্টসের স্কোরের ধারেকাছেও বাংলা টাইগার্সকে নিয়ে যেতে পারেনি। আবুধাবি টি-টেনের চলতি মৌসুমে এবার সাকিবের দল হেরেছে ৩১ রানে।
১৩৪ রানের লক্ষ্যে নামা বাংলা টাইগার্সের স্কোর একপর্যায়ে হয়ে যায় ৭ ওভারে ৫ উইকেটে ৬১ রান। হাত থেকে ম্যাচ প্রায় ফস্কে যাওয়ার পর ঘুম ভাঙল সাকিবের দলের। শেষ তিন ওভারে ১ উইকেট হারিয়ে ৪১ রান যোগ করে বাংলা টাইগার্স। নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে ১০২ রানে থেমে যায় দলটির ইনিংস। বাংলা টাইগার্সের ইনিংস সর্বোচ্চ ২৯ রান করে অপরাজিত থাকেন সাকিব। ১৯ বলের ইনিংসে ৪ চার ও ১ ছক্কা মারেন তিনি। আজমান বোল্টসের মুহাম্মদ মোহসিন নিয়েছেন ২ উইকেট। ২ ওভার বোলিং করে খরচ করেন ২৪ রান।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা টাইগার্স। প্রথমে ব্যাটিং পাওয়া আজমান বোল্টস নির্ধারিত ১০ ওভারে ১ উইকেটে ১৩৩ রান করেছে। ইনিংস সর্বোচ্চ ৭৫ রান করেন অ্যালেক্স হেলস। ৩০ বলের ইনিংসে ৬টি করে চার ও ছক্কা মারেন তিনি। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন। একমাত্র উইকেটটি পেয়েছেন সাকিব। আজমানের ওপেনার শেভন দানিয়েলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন সাকিব। বাংলা টাইগার্স অধিনায়ক ২ ওভার বোলিংয়ে খরচ করেন ১৭ রান।
প্রথম দুই ম্যাচ হেরে এবারের আবুধাবি টি-টেন শুরু করেছিল বাংলা টাইগার্স। সেখান থেকে টানা দুই ম্যাচ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সাকিবের দল। জয়ের ধারায় থাকা টাইগার্স আজ আবার হেরে বসল। ৫ ম্যাচে ২ জয় ও ৩ পরাজয়ে ৪ পয়েন্ট এখন সাকিবের দলের।
বাংলা টাইগার্সের দরকার ১৮ বলে ৭৩ রান। সেই মুহূর্তে স্কোরবোর্ডে দেখা গেল অধিনায়ক সাকিব আল হাসানের রান ৯ বলে ৩ রান। পরবর্তী সময় টেস্টের খোলস ছেড়ে টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করেছেন ঠিকই। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
শেখ জায়েদ স্টেডিয়ামে পড়ন্ত বিকেলে আজ সাকিব ১৯ বলে ২৯ রান করে অপরাজিত থেকেছেন। কিন্তু তাঁর এই স্কোর জয় তো দূরে থাক, আজমান বোল্টসের স্কোরের ধারেকাছেও বাংলা টাইগার্সকে নিয়ে যেতে পারেনি। আবুধাবি টি-টেনের চলতি মৌসুমে এবার সাকিবের দল হেরেছে ৩১ রানে।
১৩৪ রানের লক্ষ্যে নামা বাংলা টাইগার্সের স্কোর একপর্যায়ে হয়ে যায় ৭ ওভারে ৫ উইকেটে ৬১ রান। হাত থেকে ম্যাচ প্রায় ফস্কে যাওয়ার পর ঘুম ভাঙল সাকিবের দলের। শেষ তিন ওভারে ১ উইকেট হারিয়ে ৪১ রান যোগ করে বাংলা টাইগার্স। নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে ১০২ রানে থেমে যায় দলটির ইনিংস। বাংলা টাইগার্সের ইনিংস সর্বোচ্চ ২৯ রান করে অপরাজিত থাকেন সাকিব। ১৯ বলের ইনিংসে ৪ চার ও ১ ছক্কা মারেন তিনি। আজমান বোল্টসের মুহাম্মদ মোহসিন নিয়েছেন ২ উইকেট। ২ ওভার বোলিং করে খরচ করেন ২৪ রান।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা টাইগার্স। প্রথমে ব্যাটিং পাওয়া আজমান বোল্টস নির্ধারিত ১০ ওভারে ১ উইকেটে ১৩৩ রান করেছে। ইনিংস সর্বোচ্চ ৭৫ রান করেন অ্যালেক্স হেলস। ৩০ বলের ইনিংসে ৬টি করে চার ও ছক্কা মারেন তিনি। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন। একমাত্র উইকেটটি পেয়েছেন সাকিব। আজমানের ওপেনার শেভন দানিয়েলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন সাকিব। বাংলা টাইগার্স অধিনায়ক ২ ওভার বোলিংয়ে খরচ করেন ১৭ রান।
প্রথম দুই ম্যাচ হেরে এবারের আবুধাবি টি-টেন শুরু করেছিল বাংলা টাইগার্স। সেখান থেকে টানা দুই ম্যাচ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সাকিবের দল। জয়ের ধারায় থাকা টাইগার্স আজ আবার হেরে বসল। ৫ ম্যাচে ২ জয় ও ৩ পরাজয়ে ৪ পয়েন্ট এখন সাকিবের দলের।
আবুধাবিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ানোর পর গত পরশু শেষ ওয়ানডেতে ২০০ রানের লজ্জার পরাজয়। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমর্থকদের হতাশার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা, ব্যঙ্গ রসিকতা তো হচ্ছেই। আজ দল যখন রাতে ফিরল, বিমানবন্দরে দুয়োও শুনতে হলো তাদের।
৫ ঘণ্টা আগেএশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
৫ ঘণ্টা আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
৭ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
৮ ঘণ্টা আগে