ক্রীড়া ডেস্ক
ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
২০২৪-২৫ মৌসুমের আবুধাবি টি-টেন শুরু হয়েছে আজ। শেখ জায়েদ স্টেডিয়ামে মৌসুম শুরুর প্রথম ম্যাচই বাংলা টাইগার্স খেলেছে স্যাম্প আর্মির বিপক্ষে। ব্যাটিংয়ে নামতে না পারা সাকিব বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট। করেছেন একটি রানআউটও। তবে বাংলাদেশের তারকা অলরাউন্ডারের এমন পারফরম্যান্স ভেস্তে গেছে বাংলা টাইগার্সের ৬ উইকেটের হারে।
১০৬ রানের লক্ষ্যে নেমে দলীয় ৮ রানেই স্যাম্প আর্মি হারায় প্রথম উইকেট। প্রথম ওভারের শেষ বলে শারজিল খানকে ফেরান জশ লিটল। থার্ড ম্যান থেকে দৌঁড়ে এসে দুর্দান্ত ক্যাচ ধরেন দাসুন শানাকা। ২ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি শারজিল।দ্বিতীয় উইকেটে ১৫ বলে ২৬ রানের জুটি গড়ে ফাফ ডু প্লেসি ও আন্দ্রিয়েস গাউস সামাল দেন প্রাথমিক ধাক্কা। চতুর্থ ওভারের তৃতীয় বলে ডু প্লেসিকে ফিরিয়ে জুটি ভাঙলেন সাকিব। লং অনে ক্যাচটি ধরেন লিয়াম লিভিংস্টোন। ১৪ বলে ২টি করে চার ও ছক্কায় ২৯ রান করেন ডু প্লেসি।
এক ওভার বিরতিতে এসে সাকিব ফিরিয়েছেন রোহান মুস্তাফাকে। ষষ্ঠ ওভারের শেষ বলে ডাউন দ্য উইকেটে খেলতে যান রোহান। উইকেটরক্ষক মোহাম্মদ শেহজাদ সহজেই স্টাম্পিং করেছেন। সপ্তম ওভারের প্রথম বলে রানআউট করেন সাকিব। রশিদ খানের বল জ্যাক টেলর অফসাইডে ঠেলে রান নেওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকেন। এই সুযোগে সাকিব নন স্ট্রাইকপ্রান্তে রশিদের হাতে বল তুলে দেন। গাউসকে তখন সহজেই রানআউট করেন রশিদ।
দ্রুত ২ উইকেট হারিয়ে স্যাম্প আর্মির স্কোর হয়ে যায় ৬.১ ওভারে ৪ উইকেটে ৬৫ রান। এমন পরিস্থিতিতে ঝড় তোলা শুরু করেন টেলর ও করিম জানাত। পঞ্চম উইকেটে ২০ বলে ৪৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন টেলর ও জানাত। যেখানে দশম ওভারের তৃতীয় বলে ডেভিড পেইনকে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে স্যাম্প আর্মিকে জয়ের বন্দরে নিয়ে যান জানাত। ৩ বল হাতে রেখে ৬ উইকেটে জয়ী স্যাম্প আর্মির সর্বোচ্চ রানসংগ্রাহক ২৯ রান করা ডু প্লেসিই। ২ ওভারে ১৫ রানে ২ উইকেট নেওয়া অধিনায়ক সাকিব বাংলা টাইগার্সের সেরা বোলার।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্যাম্প আর্মি অধিনায়ক রোহান। নির্ধারিত ১০ ওভারে ১ উইকেটে ১০৬ রান করে বাংলা টাইগার্স। ইনিংস সর্বোচ্চ ৬৫ রান করে অপরাজিত থাকেন শানাকা। ২৭ বলের ইনিংসে ৬ ছক্কা ও ৪ চার মারেন লঙ্কান এই অলরাউন্ডার। দ্বিতীয় উইকেটে শানাকার সঙ্গে হজরতউল্লাহ জাজাই ৪৩ বলে ৮৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। একমাত্র উইকেটটি নিয়েছেন আমির হামজা।
ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
২০২৪-২৫ মৌসুমের আবুধাবি টি-টেন শুরু হয়েছে আজ। শেখ জায়েদ স্টেডিয়ামে মৌসুম শুরুর প্রথম ম্যাচই বাংলা টাইগার্স খেলেছে স্যাম্প আর্মির বিপক্ষে। ব্যাটিংয়ে নামতে না পারা সাকিব বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট। করেছেন একটি রানআউটও। তবে বাংলাদেশের তারকা অলরাউন্ডারের এমন পারফরম্যান্স ভেস্তে গেছে বাংলা টাইগার্সের ৬ উইকেটের হারে।
১০৬ রানের লক্ষ্যে নেমে দলীয় ৮ রানেই স্যাম্প আর্মি হারায় প্রথম উইকেট। প্রথম ওভারের শেষ বলে শারজিল খানকে ফেরান জশ লিটল। থার্ড ম্যান থেকে দৌঁড়ে এসে দুর্দান্ত ক্যাচ ধরেন দাসুন শানাকা। ২ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি শারজিল।দ্বিতীয় উইকেটে ১৫ বলে ২৬ রানের জুটি গড়ে ফাফ ডু প্লেসি ও আন্দ্রিয়েস গাউস সামাল দেন প্রাথমিক ধাক্কা। চতুর্থ ওভারের তৃতীয় বলে ডু প্লেসিকে ফিরিয়ে জুটি ভাঙলেন সাকিব। লং অনে ক্যাচটি ধরেন লিয়াম লিভিংস্টোন। ১৪ বলে ২টি করে চার ও ছক্কায় ২৯ রান করেন ডু প্লেসি।
এক ওভার বিরতিতে এসে সাকিব ফিরিয়েছেন রোহান মুস্তাফাকে। ষষ্ঠ ওভারের শেষ বলে ডাউন দ্য উইকেটে খেলতে যান রোহান। উইকেটরক্ষক মোহাম্মদ শেহজাদ সহজেই স্টাম্পিং করেছেন। সপ্তম ওভারের প্রথম বলে রানআউট করেন সাকিব। রশিদ খানের বল জ্যাক টেলর অফসাইডে ঠেলে রান নেওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকেন। এই সুযোগে সাকিব নন স্ট্রাইকপ্রান্তে রশিদের হাতে বল তুলে দেন। গাউসকে তখন সহজেই রানআউট করেন রশিদ।
দ্রুত ২ উইকেট হারিয়ে স্যাম্প আর্মির স্কোর হয়ে যায় ৬.১ ওভারে ৪ উইকেটে ৬৫ রান। এমন পরিস্থিতিতে ঝড় তোলা শুরু করেন টেলর ও করিম জানাত। পঞ্চম উইকেটে ২০ বলে ৪৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন টেলর ও জানাত। যেখানে দশম ওভারের তৃতীয় বলে ডেভিড পেইনকে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে স্যাম্প আর্মিকে জয়ের বন্দরে নিয়ে যান জানাত। ৩ বল হাতে রেখে ৬ উইকেটে জয়ী স্যাম্প আর্মির সর্বোচ্চ রানসংগ্রাহক ২৯ রান করা ডু প্লেসিই। ২ ওভারে ১৫ রানে ২ উইকেট নেওয়া অধিনায়ক সাকিব বাংলা টাইগার্সের সেরা বোলার।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্যাম্প আর্মি অধিনায়ক রোহান। নির্ধারিত ১০ ওভারে ১ উইকেটে ১০৬ রান করে বাংলা টাইগার্স। ইনিংস সর্বোচ্চ ৬৫ রান করে অপরাজিত থাকেন শানাকা। ২৭ বলের ইনিংসে ৬ ছক্কা ও ৪ চার মারেন লঙ্কান এই অলরাউন্ডার। দ্বিতীয় উইকেটে শানাকার সঙ্গে হজরতউল্লাহ জাজাই ৪৩ বলে ৮৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। একমাত্র উইকেটটি নিয়েছেন আমির হামজা।
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
৩৪ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
১ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১৩ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১৩ ঘণ্টা আগে