ক্রীড়া ডেস্ক
ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
২০২৪-২৫ মৌসুমের আবুধাবি টি-টেন শুরু হয়েছে আজ। শেখ জায়েদ স্টেডিয়ামে মৌসুম শুরুর প্রথম ম্যাচই বাংলা টাইগার্স খেলেছে স্যাম্প আর্মির বিপক্ষে। ব্যাটিংয়ে নামতে না পারা সাকিব বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট। করেছেন একটি রানআউটও। তবে বাংলাদেশের তারকা অলরাউন্ডারের এমন পারফরম্যান্স ভেস্তে গেছে বাংলা টাইগার্সের ৬ উইকেটের হারে।
১০৬ রানের লক্ষ্যে নেমে দলীয় ৮ রানেই স্যাম্প আর্মি হারায় প্রথম উইকেট। প্রথম ওভারের শেষ বলে শারজিল খানকে ফেরান জশ লিটল। থার্ড ম্যান থেকে দৌঁড়ে এসে দুর্দান্ত ক্যাচ ধরেন দাসুন শানাকা। ২ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি শারজিল।দ্বিতীয় উইকেটে ১৫ বলে ২৬ রানের জুটি গড়ে ফাফ ডু প্লেসি ও আন্দ্রিয়েস গাউস সামাল দেন প্রাথমিক ধাক্কা। চতুর্থ ওভারের তৃতীয় বলে ডু প্লেসিকে ফিরিয়ে জুটি ভাঙলেন সাকিব। লং অনে ক্যাচটি ধরেন লিয়াম লিভিংস্টোন। ১৪ বলে ২টি করে চার ও ছক্কায় ২৯ রান করেন ডু প্লেসি।
এক ওভার বিরতিতে এসে সাকিব ফিরিয়েছেন রোহান মুস্তাফাকে। ষষ্ঠ ওভারের শেষ বলে ডাউন দ্য উইকেটে খেলতে যান রোহান। উইকেটরক্ষক মোহাম্মদ শেহজাদ সহজেই স্টাম্পিং করেছেন। সপ্তম ওভারের প্রথম বলে রানআউট করেন সাকিব। রশিদ খানের বল জ্যাক টেলর অফসাইডে ঠেলে রান নেওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকেন। এই সুযোগে সাকিব নন স্ট্রাইকপ্রান্তে রশিদের হাতে বল তুলে দেন। গাউসকে তখন সহজেই রানআউট করেন রশিদ।
দ্রুত ২ উইকেট হারিয়ে স্যাম্প আর্মির স্কোর হয়ে যায় ৬.১ ওভারে ৪ উইকেটে ৬৫ রান। এমন পরিস্থিতিতে ঝড় তোলা শুরু করেন টেলর ও করিম জানাত। পঞ্চম উইকেটে ২০ বলে ৪৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন টেলর ও জানাত। যেখানে দশম ওভারের তৃতীয় বলে ডেভিড পেইনকে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে স্যাম্প আর্মিকে জয়ের বন্দরে নিয়ে যান জানাত। ৩ বল হাতে রেখে ৬ উইকেটে জয়ী স্যাম্প আর্মির সর্বোচ্চ রানসংগ্রাহক ২৯ রান করা ডু প্লেসিই। ২ ওভারে ১৫ রানে ২ উইকেট নেওয়া অধিনায়ক সাকিব বাংলা টাইগার্সের সেরা বোলার।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্যাম্প আর্মি অধিনায়ক রোহান। নির্ধারিত ১০ ওভারে ১ উইকেটে ১০৬ রান করে বাংলা টাইগার্স। ইনিংস সর্বোচ্চ ৬৫ রান করে অপরাজিত থাকেন শানাকা। ২৭ বলের ইনিংসে ৬ ছক্কা ও ৪ চার মারেন লঙ্কান এই অলরাউন্ডার। দ্বিতীয় উইকেটে শানাকার সঙ্গে হজরতউল্লাহ জাজাই ৪৩ বলে ৮৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। একমাত্র উইকেটটি নিয়েছেন আমির হামজা।
ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
২০২৪-২৫ মৌসুমের আবুধাবি টি-টেন শুরু হয়েছে আজ। শেখ জায়েদ স্টেডিয়ামে মৌসুম শুরুর প্রথম ম্যাচই বাংলা টাইগার্স খেলেছে স্যাম্প আর্মির বিপক্ষে। ব্যাটিংয়ে নামতে না পারা সাকিব বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট। করেছেন একটি রানআউটও। তবে বাংলাদেশের তারকা অলরাউন্ডারের এমন পারফরম্যান্স ভেস্তে গেছে বাংলা টাইগার্সের ৬ উইকেটের হারে।
১০৬ রানের লক্ষ্যে নেমে দলীয় ৮ রানেই স্যাম্প আর্মি হারায় প্রথম উইকেট। প্রথম ওভারের শেষ বলে শারজিল খানকে ফেরান জশ লিটল। থার্ড ম্যান থেকে দৌঁড়ে এসে দুর্দান্ত ক্যাচ ধরেন দাসুন শানাকা। ২ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি শারজিল।দ্বিতীয় উইকেটে ১৫ বলে ২৬ রানের জুটি গড়ে ফাফ ডু প্লেসি ও আন্দ্রিয়েস গাউস সামাল দেন প্রাথমিক ধাক্কা। চতুর্থ ওভারের তৃতীয় বলে ডু প্লেসিকে ফিরিয়ে জুটি ভাঙলেন সাকিব। লং অনে ক্যাচটি ধরেন লিয়াম লিভিংস্টোন। ১৪ বলে ২টি করে চার ও ছক্কায় ২৯ রান করেন ডু প্লেসি।
এক ওভার বিরতিতে এসে সাকিব ফিরিয়েছেন রোহান মুস্তাফাকে। ষষ্ঠ ওভারের শেষ বলে ডাউন দ্য উইকেটে খেলতে যান রোহান। উইকেটরক্ষক মোহাম্মদ শেহজাদ সহজেই স্টাম্পিং করেছেন। সপ্তম ওভারের প্রথম বলে রানআউট করেন সাকিব। রশিদ খানের বল জ্যাক টেলর অফসাইডে ঠেলে রান নেওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকেন। এই সুযোগে সাকিব নন স্ট্রাইকপ্রান্তে রশিদের হাতে বল তুলে দেন। গাউসকে তখন সহজেই রানআউট করেন রশিদ।
দ্রুত ২ উইকেট হারিয়ে স্যাম্প আর্মির স্কোর হয়ে যায় ৬.১ ওভারে ৪ উইকেটে ৬৫ রান। এমন পরিস্থিতিতে ঝড় তোলা শুরু করেন টেলর ও করিম জানাত। পঞ্চম উইকেটে ২০ বলে ৪৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন টেলর ও জানাত। যেখানে দশম ওভারের তৃতীয় বলে ডেভিড পেইনকে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে স্যাম্প আর্মিকে জয়ের বন্দরে নিয়ে যান জানাত। ৩ বল হাতে রেখে ৬ উইকেটে জয়ী স্যাম্প আর্মির সর্বোচ্চ রানসংগ্রাহক ২৯ রান করা ডু প্লেসিই। ২ ওভারে ১৫ রানে ২ উইকেট নেওয়া অধিনায়ক সাকিব বাংলা টাইগার্সের সেরা বোলার।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্যাম্প আর্মি অধিনায়ক রোহান। নির্ধারিত ১০ ওভারে ১ উইকেটে ১০৬ রান করে বাংলা টাইগার্স। ইনিংস সর্বোচ্চ ৬৫ রান করে অপরাজিত থাকেন শানাকা। ২৭ বলের ইনিংসে ৬ ছক্কা ও ৪ চার মারেন লঙ্কান এই অলরাউন্ডার। দ্বিতীয় উইকেটে শানাকার সঙ্গে হজরতউল্লাহ জাজাই ৪৩ বলে ৮৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। একমাত্র উইকেটটি নিয়েছেন আমির হামজা।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অঘোষিত ফাইনালে আবাহনীর কাছে হেরে শিরোপা বঞ্চিত হলো মোহামেডান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে তারা। আবাহনীর হ্যাটট্রিক শিরোপার বিপরীতে ১৫ বছর ধরে শিরোপাহীন থাকল মোহামেডান। ম্যাচ শেষে ঘটে গেল আরেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। হারের পর মেজাজ
৪০ মিনিট আগে১৩ বছরের এক ছেলে করন। গরিব অনাথ আশ্রমে থাকা এই বালকের একটি স্বপ্ন হচ্ছে বড় ক্রিকেটার হওয়া। দৈবভাবে কপিল দেবের একটি ব্যাট হাতে পায় করন। সেই ব্যাটেই ঝড় তোলে সে। মাত্র ১৩ বছর বয়সেই ৩ ইনিংসে ভারতের হয়ে করনের ব্যাটে আসে ৩৩৮ রান। সর্বোচ্চ অপরাজিত ১৭০ রানও করেন করন। এটা ছিল বলিউডের ‘চেইন কুলি কি মেইন কুলি’
১ ঘণ্টা আগেসকাল থেকে চা বিরতি পর্যন্ত আজ সাবলীলভাবেই এগোতে থাকে বাংলাদেশ। কিন্তু শেষ বিকেলে এসে এলোমেলো হয়ে যায় তারা। নাজমুল হোসেন শান্ত, জাকের আলী অনিক, মুশফিকুর রহিম—প্রত্যেকেই উইকেট উপহার দিয়ে এসেছেন জিম্বাবুয়েকে।
১ ঘণ্টা আগেএকই দিনে প্রায় কাছাকাছি সময়ে মুদ্রার এপিঠ-ওপিঠ দেখল আবাহনী লিমিটেড। মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে মোহামেডানকে হারিয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভাসছে আকাশি-নীল জার্সির ক্রিকেটাররা। আর ১২২ কিলোমিটার দূরে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বেদনায় পুড়ছে ধানমন্ডির ক্লাবটির ফুটবল দল। ফেডারে
২ ঘণ্টা আগে