Ajker Patrika

এবার রানও করেননি, উইকেটও পাননি সাকিব

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১৭: ৪৭
হারের পর প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে এভাবেই হাসিমুখে ছবি তুললেন সাকিব। ছবি: বাংলা টাইগার্স
হারের পর প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে এভাবেই হাসিমুখে ছবি তুললেন সাকিব। ছবি: বাংলা টাইগার্স

আগের ম্যাচে দলের চাপের মুখে ২২ বলে অপরাজিত ১৫ রান করেছিলেন সাকিব আল হাসান। এবারও অপরাজিত থাকলেন বাংলাদেশি অলরাউন্ডার। ১ বল খেললেও খুলতে পারেননি রানের খাতা।

আজ শূন্য হাতেই দিন কাটল সাকিবের। বল করেছেন ২ ওভার। ১২ রান দিলেও পাননি উইকেট। তাঁর দল বাংলা টাইগার্সও হেরেছে আবার। টানা তিন হারে ৪ পয়েন্ট নিয়ে এবারের আবুধাবি টি-১০ লিগের তালিকায় ৯ নম্বরে নেমে গেছে তারা।

ইউপি নওয়াবসের বিপক্ষে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ১০ দলের এই লিগে আজ টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ৮৭ রান করে বাংলা টাইগার্স। সর্বোচ্চ ২৭ রান করেন ইফতিখার আহমেদ। এর আগে দলকে ওপেনিংয়ে ৪৫ রান এনে দেন দুই আফগান হজরতউল্লাহ জাজাই (২৪) ও মোহাম্মদ শেহজাদ (২৩*)। নওয়াবসের হয়ে ২ ওভারে ৯ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন টাইমল মিলস।

লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেটে ৮৮ রান করে ইউপি নওয়াবস। ১২ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় তারা। আভিষ্কা ফার্নান্দো করেন দলীয় সর্বোচ্চ ৩৬ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত