Ajker Patrika

এবার রানও করেননি, উইকেটও পাননি সাকিব

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১৭: ৪৭
হারের পর প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে এভাবেই হাসিমুখে ছবি তুললেন সাকিব। ছবি: বাংলা টাইগার্স
হারের পর প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে এভাবেই হাসিমুখে ছবি তুললেন সাকিব। ছবি: বাংলা টাইগার্স

আগের ম্যাচে দলের চাপের মুখে ২২ বলে অপরাজিত ১৫ রান করেছিলেন সাকিব আল হাসান। এবারও অপরাজিত থাকলেন বাংলাদেশি অলরাউন্ডার। ১ বল খেললেও খুলতে পারেননি রানের খাতা।

আজ শূন্য হাতেই দিন কাটল সাকিবের। বল করেছেন ২ ওভার। ১২ রান দিলেও পাননি উইকেট। তাঁর দল বাংলা টাইগার্সও হেরেছে আবার। টানা তিন হারে ৪ পয়েন্ট নিয়ে এবারের আবুধাবি টি-১০ লিগের তালিকায় ৯ নম্বরে নেমে গেছে তারা।

ইউপি নওয়াবসের বিপক্ষে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ১০ দলের এই লিগে আজ টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ৮৭ রান করে বাংলা টাইগার্স। সর্বোচ্চ ২৭ রান করেন ইফতিখার আহমেদ। এর আগে দলকে ওপেনিংয়ে ৪৫ রান এনে দেন দুই আফগান হজরতউল্লাহ জাজাই (২৪) ও মোহাম্মদ শেহজাদ (২৩*)। নওয়াবসের হয়ে ২ ওভারে ৯ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন টাইমল মিলস।

লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেটে ৮৮ রান করে ইউপি নওয়াবস। ১২ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় তারা। আভিষ্কা ফার্নান্দো করেন দলীয় সর্বোচ্চ ৩৬ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন

‘চাঁদা না পেয়ে’ ১০ দোকানে তালা, জামায়াত নেতা ও বিএনপির কর্মীসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত