বলিউডে সত্যজিতের তারিণীখুড়ো
সত্যজিৎ রায়ের আইকনিক চরিত্র তারিণীখুড়ো এবার বলিউডে। বয়স্ক ব্যাচেলর। কলেজ স্ট্রিটের বেনিয়াটোলা লেনে বাস। খুড়োর কাছে গল্পের যা সম্ভার, তা আরব্য রজনীকেও হার মানাবে। গল্প করার ফাঁকে তার একটাই আবদার—চা চাই। এমন চরিত্রকে ভুলতে পারে, বাঙালি সাহিত্যপ্রেমীদের মধ্যে খুঁজে পাওয়া ভার।