Ajker Patrika

সত্যজিতের প্রয়াণ দিবসে মুক্তি পাচ্ছে ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমার ট্রেলার

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১৫: ৫৭
Thumbnail image

আজ ২৩ এপ্রিল উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ৩১তম প্রয়াণ দিবস। কিংবদন্তি এই চলচ্চিত্রকারের জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশের নির্মাতা প্রসূন রহমান নির্মাণ করেছেন ট্রিবিউট ফিল্ম ‘প্রিয় সত্যজিৎ’। আজ সন্ধ্যা ৭টায় সত্যজিৎ রায়ের প্রয়াণ দিবসে অবমুক্ত করা হবে ছবিটির ট্রেলার। চলচ্চিত্রটির নির্মাতা প্রসূন রহমান বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছেন।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘আজ চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ৩১তম প্রয়াণ দিবস। স্মরণ করছি শ্রদ্ধায় ও ভালোবাসায়। তাঁর জন্মশতবর্ষ উপলক্ষে নির্মিত আমাদের ট্রিবিউট ফিল্ম ‘প্রিয় সত্যজিৎ’ নিয়ে পরিকল্পনা ছিল গত জন্মদিনে মুক্তি দেওয়ার। প্রস্তুতিও ছিল। কিন্তু গত বছর একই সময়ে ঈদ হওয়ায় পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়। এ বছরও কাছাকাছি অবস্থা। কখন সম্ভব হবে ঠিক করে বলা যাচ্ছে না। আজ প্রয়াণ দিবসে সত্যজিৎ স্মরণে অবমুক্ত করা হচ্ছে ছবিটির ট্রেলার। আসবে সন্ধ্যা ৭টায়। এবারের জন্মদিনে চলচ্চিত্রটির একটি বিশেষ প্রদর্শনী এবং বাকি রয়ে যাওয়া জন্মশতবর্ষের উদ্‌যাপনী আয়োজন সম্ভব হবে বলে আশা করছি। সবার জন্য অনেক শুভকামনা।’

গেল বছরের নভেম্বরে এর আন্তর্জাতিক প্রিমিয়ার হয় কানাডার ভ্যাংকুবার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। এরপর এটি প্রদর্শিত হয় ইতালির ফ্লোরেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ও ভারতের কেরালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। এর মধ্যে ফ্লোরেন্স উৎসবে ‘প্রিয় সত্যজিৎ’ বিশেষ পুরস্কার পায়। এ ছাড়া ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমায় অনবদ্য অভিনয়ের সুবাদে ‘জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩ ’-এর ফিচার ফিল্ম বিভাগে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন অভিনেতা আহমেদ রুবেল। শুধু তাই নয়, সিনেমাটোগ্রাফি এবং সম্পাদনা বিভাগেও দুটি বিশেষ পুরস্কার পেয়েছে ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমাটি।

এই সিনেমায় একজন প্রবীণ নির্মাতার ভূমিকায় অভিনয় করেছেন আহমেদ রুবেল। তার সঙ্গে আরও আছেন মৌটুসী বিশ্বাস, সাইদ বাবু, সংগীতা চৌধুরী, লাবণ্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী, পংকজ মজুমদার প্রমুখ। ইমেশন ক্রিয়েটরের ব্যানারে এটি প্রযোজনাও করেছেন নির্মাতা প্রসূন রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত