কলকাতায় মুক্তি পেয়েছে সত্যজিৎ রায়কে নিয়ে তৈরী সিনেমা ‘অপরাজিত’। প্রশংসা ও ব্যবসা দুটোই সমানতালে মিলেছে এই সিনেমার কপালে। তবে সম্প্রতি সিনেমাটির নামে থিম চুরির অভিযোগ তুলেছেন প্রযোজক কুণাল ঘোষ। তা নিয়ে শুরু হয়েছে আইনি যুদ্ধ। ‘অপরাজিত’র প্রযোজকদের আইনি নোটিশ পাঠিয়েছে ‘সাধু ব্রাদার্স এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউস’। ৫০ লক্ষ টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠানটির দাবি, ২০১২ সালে তারা ‘পথের পাঁচালী’ বানানোর জার্নি নিয়ে সিনেমা বানানোর প্রস্তুতি নিয়েছিল। ওই ভাবনা চুরি করে সিনেমা বানিয়েছেন অনীক দত্ত। যা মুক্তি পাওয়ার পর ক্ষতির মুখে পড়েছে সাধু ব্রাদার্স।
নোটিশে বলা হয়েছে, ‘অনীক দত্ত বা অপরাজিত সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাধু ব্রাদার্স এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউস-এর কাছে ঋণ স্বীকার করা হয়নি। অথচ এই ভাবনাকে কেন্দ্র করে প্রথম সিনেমা তৈরির পরিকল্পনা আমাদের মাথায় এসেছিল। আমাদের সিনেমা ‘বিষয় পথের পাঁচালি’র গল্প অনেককেই শোনানো হয়েছিল ২০১২ সালে প্রযোজক খোঁজার সময়। আর সেই তালিকায় ছিল অপরাজিতর প্রযোজক ফিরদৌসুল হাসানও!’
এর আগে কুণাল ঘোষ টুইট করেছিলেন, ‘২০১২ সালে নথিভুক্ত পথের পাঁচালী তৈরির ঘটনা নিয়ে সিনেমাটির শুটিং চলছে। নানা কারণে দেরি। এক থিমে সিনেমা। জেনে নাকি না জেনে? প্রচারের চাপে আসল টিম কোণঠাসা? তাদের সিনেমার কাজ চলছে। সেই সিনেমাটিও মুক্তি পাবে। টলিউড, থিম কি হাইজ্যাকড হল? তদন্ত হোক।’
কলকাতায় মুক্তি পেয়েছে সত্যজিৎ রায়কে নিয়ে তৈরী সিনেমা ‘অপরাজিত’। প্রশংসা ও ব্যবসা দুটোই সমানতালে মিলেছে এই সিনেমার কপালে। তবে সম্প্রতি সিনেমাটির নামে থিম চুরির অভিযোগ তুলেছেন প্রযোজক কুণাল ঘোষ। তা নিয়ে শুরু হয়েছে আইনি যুদ্ধ। ‘অপরাজিত’র প্রযোজকদের আইনি নোটিশ পাঠিয়েছে ‘সাধু ব্রাদার্স এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউস’। ৫০ লক্ষ টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠানটির দাবি, ২০১২ সালে তারা ‘পথের পাঁচালী’ বানানোর জার্নি নিয়ে সিনেমা বানানোর প্রস্তুতি নিয়েছিল। ওই ভাবনা চুরি করে সিনেমা বানিয়েছেন অনীক দত্ত। যা মুক্তি পাওয়ার পর ক্ষতির মুখে পড়েছে সাধু ব্রাদার্স।
নোটিশে বলা হয়েছে, ‘অনীক দত্ত বা অপরাজিত সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাধু ব্রাদার্স এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউস-এর কাছে ঋণ স্বীকার করা হয়নি। অথচ এই ভাবনাকে কেন্দ্র করে প্রথম সিনেমা তৈরির পরিকল্পনা আমাদের মাথায় এসেছিল। আমাদের সিনেমা ‘বিষয় পথের পাঁচালি’র গল্প অনেককেই শোনানো হয়েছিল ২০১২ সালে প্রযোজক খোঁজার সময়। আর সেই তালিকায় ছিল অপরাজিতর প্রযোজক ফিরদৌসুল হাসানও!’
এর আগে কুণাল ঘোষ টুইট করেছিলেন, ‘২০১২ সালে নথিভুক্ত পথের পাঁচালী তৈরির ঘটনা নিয়ে সিনেমাটির শুটিং চলছে। নানা কারণে দেরি। এক থিমে সিনেমা। জেনে নাকি না জেনে? প্রচারের চাপে আসল টিম কোণঠাসা? তাদের সিনেমার কাজ চলছে। সেই সিনেমাটিও মুক্তি পাবে। টলিউড, থিম কি হাইজ্যাকড হল? তদন্ত হোক।’
উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৫ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
৫ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৬ ঘণ্টা আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
৬ ঘণ্টা আগে