এই উপমহাদেশে যাঁরা জীবনঘনিষ্ঠ চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হয়েছেন, তাঁদের বেশির ভাগেরই আদর্শ নির্মাতা সত্যজিৎ রায়। কিংবদন্তি এই নির্মাতার জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁকে ট্রিবিউট করে বাংলাদেশের প্রসূন রহমান নির্মাণ করেছেন ‘প্রিয় সত্যজিৎ’ নামের চলচ্চিত্র। নির্মাণের পর বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। গত বছরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছিলেন নির্মাতা। শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। তবে এ বছর আর এমনটি করতে চান না নির্মাতা। মুক্তি দিতে চান কোরবানির ঈদের আগেই।
প্রসূন রহমান বলেন, ‘আমরা চেষ্টা করছি কোরবানির ঈদের আগেই দর্শকদের সিনেমাটি দেখানোর। তবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। রোজার ঈদের সিনেমাগুলোই হয়তো আরও কয়েক সপ্তাহ চলবে। তারপর বলা যাবে, সিনেমাটি কোরবানির ঈদের আগে মুক্তি দেওয়া যাবে, নাকি পরে। তবে চলতি বছর এটি মুক্তি পাবে, এটুকু বলতে পারি।’
মুক্তি উপলক্ষে ২৩ এপ্রিল সত্যজিৎ রায়ের ৩১তম প্রয়াণবার্ষিকীতে প্রকাশ করা হয় সিনেমাটির ট্রেলার। নির্মাতা জানিয়েছেন, সত্যজিৎ রায়ের জন্মদিনে সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে বাকি রয়ে যাওয়া জন্মশতবর্ষ উদ্যাপন আয়োজনের প্রস্তুতিও চলছে। আগামী ২ মে বিশিষ্ট চলচ্চিত্রজনদের নিয়ে নগরীর একটি মিলনায়তনে সেটি অনুষ্ঠিত হবে।
নির্মাতা আরও জানান, সৃজনশীল প্রক্রিয়ার মাঝে জীবন ও শিল্পকে সমান্তরাল প্রবাহে উপলব্ধি করার সিনেমা ‘প্রিয় সত্যজিৎ’। এতে প্রধান দুটি চরিত্রে দুই প্রজন্মের দুজন চলচ্চিত্র নির্মাতার ভূমিকায় অভিনয় করেছেন আহমেদ রুবেল ও মৌটুসী বিশ্বাস। আরও আছেন সাইদ বাবু, সঙ্গীতা চৌধুরী, লাবণ্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী, পংকজ মজুমদার প্রমুখ।
‘প্রিয় সত্যজিৎ’ সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার হয় গত নভেম্বরে কানাডার ভ্যাংকুভার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। এরপর প্রদর্শিত হয় ইতালির ফ্লোরেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এবং ভারতের কেরালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। বাংলাদেশে এর প্রথম প্রদর্শনী হয় চলতি বছর ঢাকা লিট ফেস্টে।
এই উপমহাদেশে যাঁরা জীবনঘনিষ্ঠ চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হয়েছেন, তাঁদের বেশির ভাগেরই আদর্শ নির্মাতা সত্যজিৎ রায়। কিংবদন্তি এই নির্মাতার জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁকে ট্রিবিউট করে বাংলাদেশের প্রসূন রহমান নির্মাণ করেছেন ‘প্রিয় সত্যজিৎ’ নামের চলচ্চিত্র। নির্মাণের পর বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। গত বছরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছিলেন নির্মাতা। শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। তবে এ বছর আর এমনটি করতে চান না নির্মাতা। মুক্তি দিতে চান কোরবানির ঈদের আগেই।
প্রসূন রহমান বলেন, ‘আমরা চেষ্টা করছি কোরবানির ঈদের আগেই দর্শকদের সিনেমাটি দেখানোর। তবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। রোজার ঈদের সিনেমাগুলোই হয়তো আরও কয়েক সপ্তাহ চলবে। তারপর বলা যাবে, সিনেমাটি কোরবানির ঈদের আগে মুক্তি দেওয়া যাবে, নাকি পরে। তবে চলতি বছর এটি মুক্তি পাবে, এটুকু বলতে পারি।’
মুক্তি উপলক্ষে ২৩ এপ্রিল সত্যজিৎ রায়ের ৩১তম প্রয়াণবার্ষিকীতে প্রকাশ করা হয় সিনেমাটির ট্রেলার। নির্মাতা জানিয়েছেন, সত্যজিৎ রায়ের জন্মদিনে সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে বাকি রয়ে যাওয়া জন্মশতবর্ষ উদ্যাপন আয়োজনের প্রস্তুতিও চলছে। আগামী ২ মে বিশিষ্ট চলচ্চিত্রজনদের নিয়ে নগরীর একটি মিলনায়তনে সেটি অনুষ্ঠিত হবে।
নির্মাতা আরও জানান, সৃজনশীল প্রক্রিয়ার মাঝে জীবন ও শিল্পকে সমান্তরাল প্রবাহে উপলব্ধি করার সিনেমা ‘প্রিয় সত্যজিৎ’। এতে প্রধান দুটি চরিত্রে দুই প্রজন্মের দুজন চলচ্চিত্র নির্মাতার ভূমিকায় অভিনয় করেছেন আহমেদ রুবেল ও মৌটুসী বিশ্বাস। আরও আছেন সাইদ বাবু, সঙ্গীতা চৌধুরী, লাবণ্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী, পংকজ মজুমদার প্রমুখ।
‘প্রিয় সত্যজিৎ’ সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার হয় গত নভেম্বরে কানাডার ভ্যাংকুভার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। এরপর প্রদর্শিত হয় ইতালির ফ্লোরেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এবং ভারতের কেরালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। বাংলাদেশে এর প্রথম প্রদর্শনী হয় চলতি বছর ঢাকা লিট ফেস্টে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫