এ যেন অবিকল সত্যজিৎ রায়। সেই চাহুনি, হাতে সিগারেট ধরার স্টাইল, এমনকি হাসিটাও যেন পুরোপুরি এক। সম্প্রতি প্রকাশ পাওয়া অনীক দত্তের ‘অপরাজিত’ সিনেমার পোস্টারে অভিনেতা জিতু কামালের লুক ভরকে দেবে যে কাউকে।
ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে জানা যায়, ‘অপরাজিত’ সিনেমায় সত্যজিৎ রায়ের চরিত্রে দেখা যাবে জিতু কামালকে। তবে সত্যজিৎ হয়ে ওঠা তো চাট্টিখানি কথা নয়। এর নেপথ্যে রয়েছে অনেক পরিশ্রমের গল্প।
শুধু শ্রম নয়, জিতুর সত্যজিৎ হয়ে ওঠার নেপথ্যে রয়েছে যন্ত্রণাও। নিজের অঙ্গে বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে অভিনেতাকে। জিতুর সত্যজিৎ হয়ে ওঠার অদম্য ইচ্ছাশক্তির কথা জানালেন তাঁর স্ত্রী অভিনেত্রী নবনীতা দাস।
সামাজিক যোগাযোগমাধ্যমে নবনীতা নিজের অ্যাকাউন্টে লেখেন, ‘একটা লুকিয়ে থাকা খবর আজ না বললেই নয়। সবাই সবার দায়িত্ব পালন করেছেন এবং দারুণভাবে ভালো করেছেন। তবে তুমি শুধু অন্যরা দারুণ কাজ করেছেন, এটাতেই নিজেকে সীমাবদ্ধ রেখেছ। এটা তো কথামৃতের তত্ত্ব।’
নবনীতা আরও লিখেছেন, ‘তবে দাঁত থাকতে দাঁতের মর্ম না দিলে তুমি যে পস্তাবে।’ বিশেষ মানুষের আদল নিজের মধ্যে রপ্ত করতে নিজের দাঁতগুলোকেও ঘষে ঘষে, তার ওপর ক্যাপ পরে, সেই বিখ্যাত মানুষের দাঁতগুলোর সমতুল্য করার চেষ্টাতেও পিছপা হওনি তুমি। যে যন্ত্রণা, যে ব্যথা সহ্য করতে দেখেছি, দাঁতের ব্যথা, কী ব্যথা! সেটা যাদের হয় বা হয়েছে তারা জানে। বহু শিল্পী শিল্পের স্বার্থে বহু আত্মত্যাগ করে এসেছেন। আমার মতে, সেগুলোও সামনে আসা দরকার, খুবই দরকার। তাই এই লুকোনো কথাটা তোমায় না জানিয়েই পোস্ট করলাম, তোমার অনিচ্ছা থাকা সত্ত্বেও...।’
আগামী ১৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অনীক দত্তের ‘অপরাজিত’। জিতুর সত্যজিৎ হয়ে ওঠার আখ্যান কতটা সফল, তা দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
সম্প্রতি পোস্টার প্রকাশের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অপরাজিত’র এক ঝলক শেয়ার করেছিল সিনেমা টিম। এতে দেখা যায়, সাদাকালো ফ্রেম। সঙ্গে কাশবন আর রেলগাড়ি। সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’র স্মৃতি মনে করিয়ে দিল ‘অপরাজিত’ সিনেমার ছোট্ট ঝলক।
এ যেন অবিকল সত্যজিৎ রায়। সেই চাহুনি, হাতে সিগারেট ধরার স্টাইল, এমনকি হাসিটাও যেন পুরোপুরি এক। সম্প্রতি প্রকাশ পাওয়া অনীক দত্তের ‘অপরাজিত’ সিনেমার পোস্টারে অভিনেতা জিতু কামালের লুক ভরকে দেবে যে কাউকে।
ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে জানা যায়, ‘অপরাজিত’ সিনেমায় সত্যজিৎ রায়ের চরিত্রে দেখা যাবে জিতু কামালকে। তবে সত্যজিৎ হয়ে ওঠা তো চাট্টিখানি কথা নয়। এর নেপথ্যে রয়েছে অনেক পরিশ্রমের গল্প।
শুধু শ্রম নয়, জিতুর সত্যজিৎ হয়ে ওঠার নেপথ্যে রয়েছে যন্ত্রণাও। নিজের অঙ্গে বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে অভিনেতাকে। জিতুর সত্যজিৎ হয়ে ওঠার অদম্য ইচ্ছাশক্তির কথা জানালেন তাঁর স্ত্রী অভিনেত্রী নবনীতা দাস।
সামাজিক যোগাযোগমাধ্যমে নবনীতা নিজের অ্যাকাউন্টে লেখেন, ‘একটা লুকিয়ে থাকা খবর আজ না বললেই নয়। সবাই সবার দায়িত্ব পালন করেছেন এবং দারুণভাবে ভালো করেছেন। তবে তুমি শুধু অন্যরা দারুণ কাজ করেছেন, এটাতেই নিজেকে সীমাবদ্ধ রেখেছ। এটা তো কথামৃতের তত্ত্ব।’
নবনীতা আরও লিখেছেন, ‘তবে দাঁত থাকতে দাঁতের মর্ম না দিলে তুমি যে পস্তাবে।’ বিশেষ মানুষের আদল নিজের মধ্যে রপ্ত করতে নিজের দাঁতগুলোকেও ঘষে ঘষে, তার ওপর ক্যাপ পরে, সেই বিখ্যাত মানুষের দাঁতগুলোর সমতুল্য করার চেষ্টাতেও পিছপা হওনি তুমি। যে যন্ত্রণা, যে ব্যথা সহ্য করতে দেখেছি, দাঁতের ব্যথা, কী ব্যথা! সেটা যাদের হয় বা হয়েছে তারা জানে। বহু শিল্পী শিল্পের স্বার্থে বহু আত্মত্যাগ করে এসেছেন। আমার মতে, সেগুলোও সামনে আসা দরকার, খুবই দরকার। তাই এই লুকোনো কথাটা তোমায় না জানিয়েই পোস্ট করলাম, তোমার অনিচ্ছা থাকা সত্ত্বেও...।’
আগামী ১৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অনীক দত্তের ‘অপরাজিত’। জিতুর সত্যজিৎ হয়ে ওঠার আখ্যান কতটা সফল, তা দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
সম্প্রতি পোস্টার প্রকাশের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অপরাজিত’র এক ঝলক শেয়ার করেছিল সিনেমা টিম। এতে দেখা যায়, সাদাকালো ফ্রেম। সঙ্গে কাশবন আর রেলগাড়ি। সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’র স্মৃতি মনে করিয়ে দিল ‘অপরাজিত’ সিনেমার ছোট্ট ঝলক।
উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৫ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
৫ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৬ ঘণ্টা আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
৭ ঘণ্টা আগে