তিন দেশের তিন শিল্পী গাইবেন এক মঞ্চে
ঢাকা বাংলাদেশের মঞ্চে ভারতের সংগীতশিল্পীদের কনসার্টের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। গত বছর বাংলাদেশে গেয়েছে ব্যান্ড চন্দ্রবিন্দু, ফসিলস, কণ্ঠশিল্পী নচিকেতা, অনুভ জৈন, অঞ্জন দত্ত, লাকি আলি, অনুপম রয় ও রাভালের মতো তারকারা। এবার ঢাকার শ্রোতাদের গান শোনাতে আসছেন জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী জাভেদ আলি।