বিনোদন প্রতিবেদক
গত বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা কণ্ঠশিল্পী আতিয়া আনিসা এবং গীতিকার রবিউল ইসলাম জীবন উপহার দিলেন নতুন গান ‘আমি তোমারই সাথে’। জীবনের কথায় রোমান্টিক ধাঁচের গানটির সুর-সংগীত করেছেন মাহাবুবুল হক তন্ময়। গানটি ‘তোমারই সাথে’ নামের একটি নাটকের টাইটেল গান হিসেবে ব্যবহৃত হয়েছে।
নতুন এই গান নিয়ে জীবন বলেন, ‘আনিসার সঙ্গে আমার চেনাজানা অনেক দিনের। তাঁর ক্যারিয়ারের প্রথম মৌলিক গান ‘মেঘেরই খামে’ আমার লেখা। এ বছর এটি আমাদের প্রথম কাজ। প্রকাশের পর থেকে শ্রোতাদের যে ভালোবাসা পাচ্ছি, তাতে মনে হচ্ছে, চেষ্টা বৃথা যায়নি।’
আনিসা বলেন, ‘এই গান আমার খুব পছন্দের। কথা-সুর ও গায়কিতে ভিন্নতা আছে। যাঁরাই শুনছেন ভালো বলছেন। আশা করি ধীরে ধীরে গানটি শ্রোতাদের মাঝে ছড়িয়ে যাবে।’
প্রসঙ্গত, এল আর সোহেল নির্মিত ‘তোমারই সাথে’ নাটকটিতে অভিনয় করেছেন খায়রুল বাসার ও প্রিয়ন্তী উর্বী। সম্প্রতি নাটকের পাশাপাশি গানটিও প্রকাশিত হয়েছে কেএস এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে।
উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এ ‘পরাণ’ সিনেমার ‘ফিরে ফিরে’ গানের জন্য শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পেয়েছেন জীবন। আর আনিসা পেয়েছেন ‘পায়ের ছাপ’ সিনেমার ‘এই শহরের পথে পথে’ গানের জন্য।
গত বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা কণ্ঠশিল্পী আতিয়া আনিসা এবং গীতিকার রবিউল ইসলাম জীবন উপহার দিলেন নতুন গান ‘আমি তোমারই সাথে’। জীবনের কথায় রোমান্টিক ধাঁচের গানটির সুর-সংগীত করেছেন মাহাবুবুল হক তন্ময়। গানটি ‘তোমারই সাথে’ নামের একটি নাটকের টাইটেল গান হিসেবে ব্যবহৃত হয়েছে।
নতুন এই গান নিয়ে জীবন বলেন, ‘আনিসার সঙ্গে আমার চেনাজানা অনেক দিনের। তাঁর ক্যারিয়ারের প্রথম মৌলিক গান ‘মেঘেরই খামে’ আমার লেখা। এ বছর এটি আমাদের প্রথম কাজ। প্রকাশের পর থেকে শ্রোতাদের যে ভালোবাসা পাচ্ছি, তাতে মনে হচ্ছে, চেষ্টা বৃথা যায়নি।’
আনিসা বলেন, ‘এই গান আমার খুব পছন্দের। কথা-সুর ও গায়কিতে ভিন্নতা আছে। যাঁরাই শুনছেন ভালো বলছেন। আশা করি ধীরে ধীরে গানটি শ্রোতাদের মাঝে ছড়িয়ে যাবে।’
প্রসঙ্গত, এল আর সোহেল নির্মিত ‘তোমারই সাথে’ নাটকটিতে অভিনয় করেছেন খায়রুল বাসার ও প্রিয়ন্তী উর্বী। সম্প্রতি নাটকের পাশাপাশি গানটিও প্রকাশিত হয়েছে কেএস এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে।
উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এ ‘পরাণ’ সিনেমার ‘ফিরে ফিরে’ গানের জন্য শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পেয়েছেন জীবন। আর আনিসা পেয়েছেন ‘পায়ের ছাপ’ সিনেমার ‘এই শহরের পথে পথে’ গানের জন্য।
শুটিং বন্ধের নির্দেশনার জন্য প্রতিবাদ জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাবেক সভাপতি আহসান হাবিব নাসিম। পাশাপাশি তিনি জানান আবাসিক এলাকায় বন্ধ করতে হবে শুটিং। পরামর্শ দেন বাণিজ্যিক শুটিং জোন গড়ে তোলার।
৩ ঘণ্টা আগেএসব ওটিটি প্ল্যাটফর্মের অনেক কনটেন্টে যৌন ইঙ্গিতসূচক বিষয় দেখানো হয়েছে। অনেকক্ষেত্রে সরাসরি যৌন দৃশ্যও প্রচারিত হয়েছে। অশ্লীলতা ছড়িয়ে দর্শক টানাই এদের প্রধান উদ্দেশ্য। তাই এসব ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
৪ ঘণ্টা আগেপ্রথমবারের মতো বাংলা সিনেমায় কাজ করতে চলেছেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত বলিউড অভিনেতা শরমন জোশী। একই সিনেমায় তাঁর সঙ্গে দেখা যাবে খায়রুল বাসার ও তানজিন তিশাকে। এই সিনেমার জন্য বাংলা ভাষা শিখছেন শরমন।
৭ ঘণ্টা আগেএবার সিনেমা হলের ব্যবসাতেও নেমে পড়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ১০০টি সিনেমা হল তৈরি হচ্ছে তাঁর উদ্যোগে। বেশি দর্শক নয়, ৪০-৫০ জন ধারণক্ষমতাসম্পন্ন হল বানাচ্ছেন তিনি।
৯ ঘণ্টা আগে