Ajker Patrika

হাবিবের সঙ্গে দেবশ্রী অন্তরার নতুন গান ‘মন বোঝে না’

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৬: ৩৬
হাবিবের সঙ্গে দেবশ্রী অন্তরার নতুন গান ‘মন বোঝে না’

প্রকাশ পেয়েছে দেবশ্রী অন্তরার সঙ্গে হাবিব ওয়াহিদের বছরের প্রথম গান ‘মন বোঝে না’। অমিতা কর্মকারের লেখায় গানটির সংগীত আয়োজন ও সংগীত প্রযোজনা করেছেন হাবিব ওয়াহিদ। গানটি হাবিবের ইউটিউব চ্যানেলে মুক্তির পর থেকে প্রশংসা কুড়াচ্ছে।

গানটি নিয়ে দেবশ্রী অন্তরা বলেন, ‘অনেক বছর ধরে ইন্টারেস্ট ছিল হাবিব ওয়াহিদের সঙ্গে কাজ করার। কারণ উনি বাংলাদেশের একজন টপ আর্টিস্ট। ওনার সঙ্গে গত বছর আমার একটি গান করা হয়। যদিও আমাদের প্রথম গানটি এক্সপেরিমেন্টাল ট্র্যাক ছিল। আর নতুন গানে উনি আমার ডিফারেন্ট একটা ট্র‍্যাকচারের ভয়েস ইন্ট্রিডিউজ করছেন। আমার ভয়েসে যে এমন গানও সুন্দর লাগতে পারে সেটা উনি ডিসকাভার করেছেন। উনি যেভাবে বলেছেন, আমি সেভাবে গাওয়ার চেষ্টা করেছি।’

‘মন বোঝে না’ গানটি নিয়ে হাবিব ওয়াহিদ বলেন, ‘আমার চ্যানেলে গত ২ বছরের ধারাবাহিকতায় নিয়মিতই নতুন গান আসছে। এই গানটি তারই অংশ। গানটি গত বছরে শেষ করা হলেও নতুন বছরে যেহেতু মুক্তি পেয়েছে, তাই এটাকে আমরা নতুন বছরের গান বলছি। আর এই গানের মুডটা আমার অন্য গানগুলো থেকে আলাদা।’

সংগীতশিল্পী দেবশ্রী অন্তরা। ছবি: সংগৃহীতদেবশ্রী অন্তরার সঙ্গে এটি হাবিবের দ্বিতীয় গান। এর আগে অন্তরাকে নিয়ে হাবিব গেয়েছিলেন ‘প্রেমে পড়া মন’ শিরোনামের গান। অন্তরাকে নিয়ে নতুন গান করা প্রসঙ্গে হাবিব বলেন, ‘যেকোনো কণ্ঠশিল্পীকে বোঝার জন্য আমার কাছে প্রথম কাজটা গুরুত্বপূর্ণ। কারণ এতে করে তার ভয়েস নিয়ে আমি প্রপার ইমাজিনেশন করতে পারি। প্রতিটি মানুষের কণ্ঠেই ডিফারেন্ট ও ইউনিক ব্যাপার থাকে। একজন সুরকার ও কম্পোজার হিসেবে আমি সব সময় সেই ভিন্নতাটাকে খোঁজার চেষ্টা করি। দেবশ্রী অন্তরার ভয়েস আমার কাছে বেশ আলাদা মনে হয়েছে। সাম্প্রতিক সময়ে বলিউডে জনপ্রিয়তা পাওয়া শিল্পা রাওয়ের ভয়েসের গঠন যেমন একটু ডিফারেন্ট, আমার কাছে দেবশ্রীর কণ্ঠটা ঠিক তেমন মনে হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত