Ajker Patrika

সুনিধি নায়েকের প্রথম অ্যালবাম ‘আড়ালে’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
সুনিধি নায়েকের প্রথম অ্যালবাম ‘আড়ালে’

রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবেই বেশি পরিচিত সুনিধি নায়েক। ভারতের আসানসোলের মেয়ে তিনি। তবে বাংলাদেশেও তাঁর ভক্তের সংখ্যা কম নয়। শিল্পী শায়ান চৌধুরী অর্ণবের জীবনসঙ্গিনী হওয়ায় তিনি এখন বাংলাদেশের বাসিন্দা। এ দেশের শ্রোতারাও সুনিধিকে আপন করে নিয়েছেন। তরুণ প্রজন্মের কাছে প্রশংসিত এই শিল্পী মনোযোগী হয়েছেন মৌলিক গানে। দেড় বছর ধরে কাজ করছেন নিজের প্রথম মৌলিক গানের অ্যালবাম নিয়ে। এরই মধ্যে প্রস্তুত করেছেন পাঁচটি গান। গানগুলো নিয়ে প্রকাশ করছেন ‘আড়ালে’ নামের অ্যালবাম।

২ ফেব্রুয়ারি প্রকাশ পাবে অ্যালবামের প্রথম গান ‘আড়ালে’। শিল্পীর ইউটিউব চ্যানেল, স্পটিফাই, আমাজন মিউজিক, অ্যাপল মিউজিক, আইটিউনসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে শোনা যাবে গানগুলো। সুনিধি নায়েক জানিয়েছেন, প্রথম গান প্রকাশের এক সপ্তাহ পরপর আসবে বাকি চারটি গান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি তিনটি গানের সুরও করেছেন তিনি। এ ছাড়া গান লেখা ও সংগীতায়োজনে যুক্ত হয়েছেন তাঁর শান্তিনিকেতনের কয়েকজন বন্ধু।

সুনিধি বলেন, ‘অনেক বছর ধরে ইচ্ছা ছিল নিজের মৌলিক গানের অ্যালবাম করার। আমি ইতিমধ্যে রবীন্দ্রসংগীতের একটি অ্যালবাম রেডি করে রেখেছি। কিন্তু চেয়েছিলাম প্রথম অ্যালবামটি মৌলিক গান নিয়ে করতে। সে কারণে অপেক্ষা করেছি। আড়ালে অ্যালবামের প্রতিটি গান তৈরির অভিজ্ঞতা আমার সারা জীবন মনে থাকবে। দেড় বছর ধরে আড়ালে অ্যালবাম নিয়ে কাজ করছি আমরা। অ্যালবামে ৫টি গান পাঁচ রকমের হয়েছে। যে সময়ের মধ্য দিয়ে আমার জীবনযাপন, সে সময়টাকে গানের মধ্য দিয়ে ধরতে চেয়েছি।’

সুনিধি রবীন্দ্রসংগীতের পাঠ নিয়েছেন বিশ্বভারতী থেকে। পণ্ডিত অজয় চক্রবর্তীসহ বেশ কয়েকজন ওস্তাদের কাছে দেড় যুগের বেশি সময় ধরে শিখেছেন শাস্ত্রীয় সংগীত। ‘ছায়া ঘনাইছে বনে বনে’, ‘আমি রূপে তোমায় ভোলাব না’, ‘বহে নিরন্তর অনন্ত আনন্দধারা’, ‘এই তো তোমার আলোকধেনু’, ‘ও যে মানে না মানা’, ‘যদি তারে নাই চিনি’র মতো রবীন্দ্রসংগীত দিয়ে প্রশংসা পেয়েছেন সুনিধি। কোক স্টুডিও বাংলার দুই সিজনেও ছিল তাঁর সরব উপস্থিতি। এই প্ল্যাটফর্মে তাঁর কণ্ঠে শোনা গেছে ‘সন্ধ্যাতারা’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত