বিনোদন ডেস্ক
শত কষ্ট, মনে ঝড় নিয়ে হাসিমুখে পারফর্ম করতে হয় শিল্পীদের। জীবনে সমস্যার মাঝেও হাসিমুখে স্টেজে ওঠেন, ক্যামেরায় পোজ দেন। সম্প্রতি তেমনই যন্ত্রণার কথা জানালেন ভারতীয় সংগীতশিল্পী শান। আর তাঁর এই যন্ত্রণা প্রয়াত ওস্তাদ রশিদ খানের সঙ্গে শেষবার না দেখা হওয়ার। তাঁর অকালেই চলে যাওয়ার। মনে থেকে যাওয়া সেই কষ্ট যন্ত্রণার কথায় ইনস্টাগ্রামে লিখেছেন শান।
গত ৯ জানুয়ারি কলকাতায় ওস্তাদ রশিদ খানের মৃত্যু হয়। আর সেদিন সেসময় শান শো করতে গিয়েছিলেন বেঙ্গালুরুতে। আচমকা রশিদ খানের মৃত্যুর কথা জেনে ভারাক্রান্ত মন নিয়েই সেদিন স্টেজে গান গেয়েছিলেন তিনি। তাঁর গলায় শোনা গিয়েছিল ‘আওগে যাব তুম সাজনা’। যে গানটি ‘যাব উই মেট’ সিনেমার জন্য গেয়েছিলেন ওস্তাদ রশিদ খান। সেদিন অগ্রজ রশিদ খানকে শ্রদ্ধা জানিয়ে, তাঁর আত্মার শান্তি কামনা করে গানটি গেয়েছিলেন শিল্পী। তবে বুকে কান্না চেপে গান গাওয়াটা মোটেও সহজ নয়।
শান ইনস্টাগ্রামে রশিদ খানের কিছু মুহূর্তের ছবি, সেই সঙ্গে সেদিন ওস্তাদকে শ্রদ্ধা জানিয়ে তাঁর সেই গানের কোলাজ ভিডিও শেয়ার করেছেন। লিখেছেন, ‘অনেক সময় মনে দুঃখ চেপে রেখে শিল্পীদের গান গাইতে হয়, তবে দর্শকদের সঙ্গে সেই দুঃখ ভাগ করে নিলে অনেক সময় সেই কষ্ট কিছুটা লাঘব হয়। এরপর হয়তো আপনি গান চালিয়ে যেতে পারবেন। গত ৯ই জানুয়ারি বেঙ্গালুরু থেকে একটি মুহূর্ত শেয়ার করছি, ওস্তাদ রশিদ খান সাহেবের আত্মা শান্তিতে থাকুক। তবে তাঁর সংগীতের উত্তরাধিকার বয়ে চলবে এবং লাখ লাখ মানুষের হৃদয়কে প্রশমিত করবে।’
উল্লেখ্য, বহুদিন ধরেই অসুস্থ ছিলেন ওস্তাদ রশিদ খান। প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি, চিকিৎসা চলছিল। তারপর কিছুদিন আগে তাঁর মস্তিষ্কের রক্তক্ষরণ হয়। এরপর গত ৯ জানুয়ারি মৃত্যু হয় তাঁর। কলকাতায় গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানানো হয় ওস্তাদকে। এরপর তাঁর জন্মভিটা উত্তর প্রদেশের বদায়ূঁতে নিয়ে যাওয়া হয় রশিদ খানকে। সেখানেই তাঁকে দাফন করা হয়।
শত কষ্ট, মনে ঝড় নিয়ে হাসিমুখে পারফর্ম করতে হয় শিল্পীদের। জীবনে সমস্যার মাঝেও হাসিমুখে স্টেজে ওঠেন, ক্যামেরায় পোজ দেন। সম্প্রতি তেমনই যন্ত্রণার কথা জানালেন ভারতীয় সংগীতশিল্পী শান। আর তাঁর এই যন্ত্রণা প্রয়াত ওস্তাদ রশিদ খানের সঙ্গে শেষবার না দেখা হওয়ার। তাঁর অকালেই চলে যাওয়ার। মনে থেকে যাওয়া সেই কষ্ট যন্ত্রণার কথায় ইনস্টাগ্রামে লিখেছেন শান।
গত ৯ জানুয়ারি কলকাতায় ওস্তাদ রশিদ খানের মৃত্যু হয়। আর সেদিন সেসময় শান শো করতে গিয়েছিলেন বেঙ্গালুরুতে। আচমকা রশিদ খানের মৃত্যুর কথা জেনে ভারাক্রান্ত মন নিয়েই সেদিন স্টেজে গান গেয়েছিলেন তিনি। তাঁর গলায় শোনা গিয়েছিল ‘আওগে যাব তুম সাজনা’। যে গানটি ‘যাব উই মেট’ সিনেমার জন্য গেয়েছিলেন ওস্তাদ রশিদ খান। সেদিন অগ্রজ রশিদ খানকে শ্রদ্ধা জানিয়ে, তাঁর আত্মার শান্তি কামনা করে গানটি গেয়েছিলেন শিল্পী। তবে বুকে কান্না চেপে গান গাওয়াটা মোটেও সহজ নয়।
শান ইনস্টাগ্রামে রশিদ খানের কিছু মুহূর্তের ছবি, সেই সঙ্গে সেদিন ওস্তাদকে শ্রদ্ধা জানিয়ে তাঁর সেই গানের কোলাজ ভিডিও শেয়ার করেছেন। লিখেছেন, ‘অনেক সময় মনে দুঃখ চেপে রেখে শিল্পীদের গান গাইতে হয়, তবে দর্শকদের সঙ্গে সেই দুঃখ ভাগ করে নিলে অনেক সময় সেই কষ্ট কিছুটা লাঘব হয়। এরপর হয়তো আপনি গান চালিয়ে যেতে পারবেন। গত ৯ই জানুয়ারি বেঙ্গালুরু থেকে একটি মুহূর্ত শেয়ার করছি, ওস্তাদ রশিদ খান সাহেবের আত্মা শান্তিতে থাকুক। তবে তাঁর সংগীতের উত্তরাধিকার বয়ে চলবে এবং লাখ লাখ মানুষের হৃদয়কে প্রশমিত করবে।’
উল্লেখ্য, বহুদিন ধরেই অসুস্থ ছিলেন ওস্তাদ রশিদ খান। প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি, চিকিৎসা চলছিল। তারপর কিছুদিন আগে তাঁর মস্তিষ্কের রক্তক্ষরণ হয়। এরপর গত ৯ জানুয়ারি মৃত্যু হয় তাঁর। কলকাতায় গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানানো হয় ওস্তাদকে। এরপর তাঁর জন্মভিটা উত্তর প্রদেশের বদায়ূঁতে নিয়ে যাওয়া হয় রশিদ খানকে। সেখানেই তাঁকে দাফন করা হয়।
ঈদের সিনেমার পরীক্ষিত নায়ক শাকিব খান। প্রতি ঈদেই তাঁর সিনেমা থাকে আলোচনার কেন্দ্রে। শাকিবও মনোযোগ দিয়েছেন শুধু ঈদকেন্দ্রিক সিনেমায়। গত বছর ঈদ ছাড়া মুক্তি পাওয়া ‘দরদ’ সিনেমার ভরাডুবি জানান দিয়েছে কেন শাকিব ঈদের সিনেমা নিয়েই ব্যস্ত।
৭ ঘণ্টা আগে২০১২ সালে টিকিট কেটে মা, বাবা ও বড় বোনের সঙ্গে সংগীতবিষয়ক রিয়েলিটি শো সারেগামাপার গ্র্যান্ড ফিনালে দেখতে গিয়েছিলেন দেয়াশিনী রায়। ১৩ বছর পর সেই দেয়াশিনী জিতলেন সারেগামাপার মুকুট। গত রোববার শেষ হলো ‘সারেগামাপা’র এবারের সফর।
৭ ঘণ্টা আগেফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
১ দিন আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
১ দিন আগে