ম্যাজিস্ট্রেটের নির্দেশ না মেনে পোড়াদহের মেলা
করোনা সংক্রমণের এই সময়ে বগুড়ায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশ অমান্য করে গতকাল বুধবার আয়োজিত হয়েছে ঐতিহ্যবাহী পোড়াদহের মেলা। এতে দেশের নানা প্রান্ত থেকে বড় বড় মাছ, আসবাবপত্র, বাহারি পিঠা-মিষ্টান্ন নিয়ে হাজির হন ব্যবসায়ীরা। সাজানো হয় মেলার প্যান্ডেল, বসে চরকি-নাগরদোলা।