Ajker Patrika

সংক্রমণ কমায় উঠে গেল রাতের বিধিনিষেধ

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪৪
সংক্রমণ কমায়  উঠে গেল রাতের বিধিনিষেধ

করোনাভাইরাসের উদ্বেগজনক সংক্রমণ প্রতিরোধে রাজশাহী জেলায় রাতে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসক আবদুল জলিলের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এ আদেশ আজ সোমবার থেকে কার্যকর হবে।

এর আগে গত ২৮ জানুয়ারি এক গণবিজ্ঞপ্তিতে রাত ৮টার পর সব দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও শপিং মল বন্ধের নির্দেশনা দেওয়া হয়। সে সময় জেলায় করোনা সংক্রমণের হার ৭৫ শতাংশে উঠেছিল। সেই সংক্রমণ এখন কমে ১০-১২ শতাংশে নেমেছে।

সংক্রমণের হার এখন নিম্নমুখী হওয়ায় দুই সপ্তাহ পর রাতের বিধি-নিষেধ সাময়িকভাবে স্থগিত করা হলো।

করোনা শনাক্ত ২৪৮

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ২৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল রোববার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় বিভাগের আট জেলায় করোনা শনাক্ত হয় তাদের।

বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. নাজমা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় বিভাগের রাজশাহীতে ৪৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ২৬ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে ৪৪ জন, জয়পুরহাটে ৮ জন, বগুড়ায় ৩৩ জন, সিরাজগঞ্জে ২৮ জন এবং পাবনায় ৪৩ জন নতুন রোগী শনাক্ত হয়।

ওই ২৪ ঘণ্টায় বিভাগে করোনা পজিটিভ অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে ৭২৩ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত