ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
করোনা সংক্রমণের বিধিনিষেধ অমান্য করে দিনাজপুরের ফুলবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে নিয়মিত শিক্ষা কার্যক্রম। এতে শিক্ষার্থীদের সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে।
এর আগে করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় চলতি বছরের গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় সরকার। পরে পরিস্থিতি বিবেচনায় ৭ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ বাড়িয়ে ৩ ফেব্রুয়ারি আরেকটি প্রজ্ঞাপন জারি করেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভুইয়া।
গতকাল বুধবার উপজেলার বেতদিঘি ইউনিয়নের মাদিলাহাট এলাকার ভোরের আলো বিদ্যানিকেতনে গিয়ে দেখা যায়, ক্লাসরুমগুলোতে ছাত্র-ছাত্রীরা গাদাগাদি করে বসে ক্লাস করছে। শিক্ষক ও শিক্ষার্থীদের কারো মুখেই মাস্ক নেই। বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে ১৮, চতুর্থ শ্রেণিতে ২২ এবং পঞ্চম শ্রেণিতে ২৩ জন শিক্ষার্থী ক্লাস করছে।
কথা হয় বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা জেবা ফারিয়া জুঁই, শিক্ষক মো. মিলন হোসেন ও তিথি মহন্তের সঙ্গে। তাঁরা বলেন, ‘যেহেতু এটি একটি গ্রাম এলাকা, তাই আমরা স্বল্প পরিসরে কিছু ছাত্র-ছাত্রীকে পড়াচ্ছি।’ সরকারি বিধিনিষেধ সম্পর্কে অবগত আছেন কি না—প্রশ্নের জবাবে তাঁরা বলেন, ‘জানি, তবে এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন, তাঁর নির্দেশেই বিদ্যালয় পরিচালনা হয়।’
পরে প্রধান শিক্ষক মাসুদ রানার সঙ্গে কথা বলার জন্য খোঁজ করলে তাঁকে পাওয়া যায়নি।
একই চিত্র দেখা মেলে ওই ইউনিয়নের দামারপাড় এলাকার মালঞ্চা বেসিক স্কুলে ৩১ জন এবং মাদিলা হাটবাজারের সান হিয়া সেমি ইংলিশ মিডিয়াম স্কুলে ৭০ জন শিক্ষার্থী রয়েছে। সেখানেও গাদাগাদি করে মাস্ক ছাড়াই ক্লাস করছে শিক্ষার্থীরা।
সান হিয়া সেমি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান শিক্ষক আবু হেলাল বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকায় স্কুলের ঘর ভাড়া দিতে হিমশিম খেতে হয়েছে। আয়-রোজগার বন্ধ থাকায় চরম সমস্যায় কাটাতে হয়েছে, তাই ক্ষতি পুষিয়ে নিতে স্বল্পপরিসরে বিদ্যালয়টি চালাচ্ছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন জানান, যদি কেউ বিধিনিষেধ অমান্য করেন, তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি সরেজমিন তদন্ত করে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।
করোনা সংক্রমণের বিধিনিষেধ অমান্য করে দিনাজপুরের ফুলবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে নিয়মিত শিক্ষা কার্যক্রম। এতে শিক্ষার্থীদের সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে।
এর আগে করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় চলতি বছরের গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় সরকার। পরে পরিস্থিতি বিবেচনায় ৭ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ বাড়িয়ে ৩ ফেব্রুয়ারি আরেকটি প্রজ্ঞাপন জারি করেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভুইয়া।
গতকাল বুধবার উপজেলার বেতদিঘি ইউনিয়নের মাদিলাহাট এলাকার ভোরের আলো বিদ্যানিকেতনে গিয়ে দেখা যায়, ক্লাসরুমগুলোতে ছাত্র-ছাত্রীরা গাদাগাদি করে বসে ক্লাস করছে। শিক্ষক ও শিক্ষার্থীদের কারো মুখেই মাস্ক নেই। বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে ১৮, চতুর্থ শ্রেণিতে ২২ এবং পঞ্চম শ্রেণিতে ২৩ জন শিক্ষার্থী ক্লাস করছে।
কথা হয় বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা জেবা ফারিয়া জুঁই, শিক্ষক মো. মিলন হোসেন ও তিথি মহন্তের সঙ্গে। তাঁরা বলেন, ‘যেহেতু এটি একটি গ্রাম এলাকা, তাই আমরা স্বল্প পরিসরে কিছু ছাত্র-ছাত্রীকে পড়াচ্ছি।’ সরকারি বিধিনিষেধ সম্পর্কে অবগত আছেন কি না—প্রশ্নের জবাবে তাঁরা বলেন, ‘জানি, তবে এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন, তাঁর নির্দেশেই বিদ্যালয় পরিচালনা হয়।’
পরে প্রধান শিক্ষক মাসুদ রানার সঙ্গে কথা বলার জন্য খোঁজ করলে তাঁকে পাওয়া যায়নি।
একই চিত্র দেখা মেলে ওই ইউনিয়নের দামারপাড় এলাকার মালঞ্চা বেসিক স্কুলে ৩১ জন এবং মাদিলা হাটবাজারের সান হিয়া সেমি ইংলিশ মিডিয়াম স্কুলে ৭০ জন শিক্ষার্থী রয়েছে। সেখানেও গাদাগাদি করে মাস্ক ছাড়াই ক্লাস করছে শিক্ষার্থীরা।
সান হিয়া সেমি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান শিক্ষক আবু হেলাল বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকায় স্কুলের ঘর ভাড়া দিতে হিমশিম খেতে হয়েছে। আয়-রোজগার বন্ধ থাকায় চরম সমস্যায় কাটাতে হয়েছে, তাই ক্ষতি পুষিয়ে নিতে স্বল্পপরিসরে বিদ্যালয়টি চালাচ্ছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন জানান, যদি কেউ বিধিনিষেধ অমান্য করেন, তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি সরেজমিন তদন্ত করে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
১১ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪