রাতের ঢাকায় সাহ্রি পার্টি
মধ্যরাত পেরিয়ে গেছে। রাজধানীর বেশির ভাগ এলাকায় রাতের নীরবতা। পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডে তখন যেন সন্ধ্যা। রেস্তোরাঁ আর বিরিয়ানির দোকানগুলোতে দিনের কর্মব্যস্ততা। পাশের নাজিরাবাজার, নাজিমউদ্দিন রোডেও একই চিত্র। কিছুটা দূরে বংশালে নর্থ সাউথ রোডের আল রাজ্জাক হোটেলও যেন প্রস্তুতি নিচ্ছে। কে বলবে, ঘড়ি