মহাসড়কে কাদাপানি, ঝুঁকি নিয়ে চলাচল
কোথাও কোথাও বিশাল গর্ত, জমে আছে নোংরা পানি। কোথাও হাঁটুসমান কাদায় একাকার, আবার কোথাও কোথাও দেখে বোঝারই উপায় নেই, এটি পাকা সড়ক! মনে হবে যেন চাষ দেওয়া জমি। যানবাহন চলাচল করলে এসব কাদাপানি ছিটকে পড়ছে পথচারীদের গায়ে। কেউবা জুতা খুলে হাঁটুসমান পরনের কাপড় উঁচিয়ে চলছেন।