‘শাকিব খান আইসা গেলো, ঢাকার শহর দেখেন ভালো’
‘কী চমৎকার দেখা গেলো, এইবারেতে আইসা গেলো, শাকিব খান আইসা গেলো, ঢাকার শহর দেখেন ভালো। কী চমৎকার দেখা গেলো।’ সুরে সুরে এমন বর্ণনা শুনে থমকে যান যে কেউ। দেখেন, কিছু শিশু-কিশোর একটি বাক্সে লাগানো কাচে চোখ গুঁজে আছে। আগ্রহ নিয়ে জানার চেষ্টা ওই বাক্স সম্পর্কে।