নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
সরকারি একটি পুকুরের নাম চাতরাপুকুর। এর নামেই গ্রামের নামকরণ। অপেক্ষাকৃত ছোট আরেকটি খাসপুকুরের নাম তেতোসাল্লা। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এই দুটি সরকারি পুকুরই তিন বছরের জন্য লিজ দেওয়া হয়েছে একটি মৎস্যজীবী সমিতিকে। তবে দুই পুকুরের মাঝের জমির মালিক তিন ভাই মিলে পুকুর দুটি ভরাট করে চলেছেন।
দুই পুকুরের মাঝের জমির মালিক আপন তিন ভাই—হাবিল হোসেন, কাবিল হোসেন ও মজিবর রহমান। তাঁরা ধীরে ধীরে পুকুরপাড়ে মাটি ফেলে নিজেদের জমির পরিধি বাড়াচ্ছেন বলে অভিযোগ লিজগ্রহীতা ও মৎস্যজীবীদের। এ বিষয়ে প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাঁদের।
পুকুর দুটি গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের ৭৭ নম্বর পারুলিয়া মৌজার ১ নম্বর খাসখতিয়ানভুক্ত। ৩৮৬ নম্বর দাগে একটি পুকুরের আয়তন ১ দশমিক ৪৯ একর। আর ৩৯১ দাগে আরেকটি পুকুরের আয়তন শূন্য দশমিক ৬১ একর।
চাতরাপুকুর গ্রামের ওই পুকুর দুটি মৎস্যজীবী সমিতির কাছ থেকে নিয়ে মাছ চাষ করছেন আবদুস সামাদ নামের এক ব্যক্তি। স্থানীয়রা বলছেন, সারেংপুর গ্রামের কবির হোসেন নামের এক ব্যক্তি তিন ভাইয়ের হয়ে সবকিছু ‘ম্যানেজ’ করে পুকুর দুটি ভরাটের দায়িত্ব নিয়েছেন।
পুকুর দুটির মাছচাষি আবদুস সামাদ জানান, গত কয়েক দিনে চাতরাপুকুরের এক পাড়ের অন্তত ১০ ফুট করে জায়গায় মাটি ফেলা হয়েছে। আর তেতোসাল্লা পুকুরের তিনপাড় ভরাট করা হচ্ছে। সবদিকেই পুকুরের পানির মধ্যে প্রায় ১০ ফুট করে মাটি ফেলে ভরাট করে ফেলা হয়েছে। এভাবে পুকুর দুটি ভরাট করা হলে মাছ মারা যাবে। এতে তাঁর প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হবে।
গত শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, মাঠের দুই পাশে দুটি পুকুর। মাঝে তিন ভাইয়ের জমি। মাঝের জমিটির পরিধি বাড়াতে দুই পাশে দুটি পুকুরের পাড়েই মাটিভরাট করা হচ্ছে। ছোট পুকুরটির পূর্ব ও উত্তরপ্রান্তের পাড়েও মাটি ফেলা হচ্ছে।
মাছচাষি আবদুস সামাদ জানান, পুকুর ভরাট হয়ে যাচ্ছে দেখে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের তিনি কয়েক দফা ফোন করেন। কিন্তু কর্মকর্তারা গুরুত্ব দেননি। সর্বশেষ গত বৃহস্পতিবার তাঁর ভাই আবদুল মাতিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলামের সঙ্গে দেখা করে বিষয়টি জানান। তারপরও কয়েক দিন এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়নি।
অবশেষে রোববার সকালে সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম একজন তহশিলদারকে পুকুর দুটি পরিদর্শনে পাঠান। কিন্তু তহশিলদার পুকুরের জমি পরিমাপ না করেই ফিরে যান। তিনি চলে যাওয়ার পরই ওই তিন ভাই বাঁশ কাটা শুরু করেন। পানিতে বাঁশ পুঁতে সেখানে মাটি ফেলা হবে।
এ বিষয়ে জানতে চাইলে হাবিল হোসেন দাবি করেন, পাড় ভেঙে ধীরে ধীরে তাঁদের অনেক জমি পুকুরে নেমে গেছে। যে পরিমাণ জমি নেমেছে, এখনো পুরোটা ‘উদ্ধার’ করতে পারেননি। সে জন্য বাঁশ পুঁতেছেন। আরও ১০ ফুট পর্যন্ত পুকুরের পাড় তাঁরা দখল নিতে চান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম বলেন, ‘এক ইঞ্চি সরকারি জমিও তাঁরা দখল করতে পারবেন না। আমি তহশিলদারকে পাঠিয়েছিলাম। কী দেখেছেন সেটা এখনো জানি না। আমরা এ ব্যাপারে পদক্ষেপ নেব। খাসপুকুরে মাটি ফেলা হলে মামলা করা হবে।’
সরকারি একটি পুকুরের নাম চাতরাপুকুর। এর নামেই গ্রামের নামকরণ। অপেক্ষাকৃত ছোট আরেকটি খাসপুকুরের নাম তেতোসাল্লা। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এই দুটি সরকারি পুকুরই তিন বছরের জন্য লিজ দেওয়া হয়েছে একটি মৎস্যজীবী সমিতিকে। তবে দুই পুকুরের মাঝের জমির মালিক তিন ভাই মিলে পুকুর দুটি ভরাট করে চলেছেন।
দুই পুকুরের মাঝের জমির মালিক আপন তিন ভাই—হাবিল হোসেন, কাবিল হোসেন ও মজিবর রহমান। তাঁরা ধীরে ধীরে পুকুরপাড়ে মাটি ফেলে নিজেদের জমির পরিধি বাড়াচ্ছেন বলে অভিযোগ লিজগ্রহীতা ও মৎস্যজীবীদের। এ বিষয়ে প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাঁদের।
পুকুর দুটি গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের ৭৭ নম্বর পারুলিয়া মৌজার ১ নম্বর খাসখতিয়ানভুক্ত। ৩৮৬ নম্বর দাগে একটি পুকুরের আয়তন ১ দশমিক ৪৯ একর। আর ৩৯১ দাগে আরেকটি পুকুরের আয়তন শূন্য দশমিক ৬১ একর।
চাতরাপুকুর গ্রামের ওই পুকুর দুটি মৎস্যজীবী সমিতির কাছ থেকে নিয়ে মাছ চাষ করছেন আবদুস সামাদ নামের এক ব্যক্তি। স্থানীয়রা বলছেন, সারেংপুর গ্রামের কবির হোসেন নামের এক ব্যক্তি তিন ভাইয়ের হয়ে সবকিছু ‘ম্যানেজ’ করে পুকুর দুটি ভরাটের দায়িত্ব নিয়েছেন।
পুকুর দুটির মাছচাষি আবদুস সামাদ জানান, গত কয়েক দিনে চাতরাপুকুরের এক পাড়ের অন্তত ১০ ফুট করে জায়গায় মাটি ফেলা হয়েছে। আর তেতোসাল্লা পুকুরের তিনপাড় ভরাট করা হচ্ছে। সবদিকেই পুকুরের পানির মধ্যে প্রায় ১০ ফুট করে মাটি ফেলে ভরাট করে ফেলা হয়েছে। এভাবে পুকুর দুটি ভরাট করা হলে মাছ মারা যাবে। এতে তাঁর প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হবে।
গত শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, মাঠের দুই পাশে দুটি পুকুর। মাঝে তিন ভাইয়ের জমি। মাঝের জমিটির পরিধি বাড়াতে দুই পাশে দুটি পুকুরের পাড়েই মাটিভরাট করা হচ্ছে। ছোট পুকুরটির পূর্ব ও উত্তরপ্রান্তের পাড়েও মাটি ফেলা হচ্ছে।
মাছচাষি আবদুস সামাদ জানান, পুকুর ভরাট হয়ে যাচ্ছে দেখে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের তিনি কয়েক দফা ফোন করেন। কিন্তু কর্মকর্তারা গুরুত্ব দেননি। সর্বশেষ গত বৃহস্পতিবার তাঁর ভাই আবদুল মাতিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলামের সঙ্গে দেখা করে বিষয়টি জানান। তারপরও কয়েক দিন এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়নি।
অবশেষে রোববার সকালে সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম একজন তহশিলদারকে পুকুর দুটি পরিদর্শনে পাঠান। কিন্তু তহশিলদার পুকুরের জমি পরিমাপ না করেই ফিরে যান। তিনি চলে যাওয়ার পরই ওই তিন ভাই বাঁশ কাটা শুরু করেন। পানিতে বাঁশ পুঁতে সেখানে মাটি ফেলা হবে।
এ বিষয়ে জানতে চাইলে হাবিল হোসেন দাবি করেন, পাড় ভেঙে ধীরে ধীরে তাঁদের অনেক জমি পুকুরে নেমে গেছে। যে পরিমাণ জমি নেমেছে, এখনো পুরোটা ‘উদ্ধার’ করতে পারেননি। সে জন্য বাঁশ পুঁতেছেন। আরও ১০ ফুট পর্যন্ত পুকুরের পাড় তাঁরা দখল নিতে চান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম বলেন, ‘এক ইঞ্চি সরকারি জমিও তাঁরা দখল করতে পারবেন না। আমি তহশিলদারকে পাঠিয়েছিলাম। কী দেখেছেন সেটা এখনো জানি না। আমরা এ ব্যাপারে পদক্ষেপ নেব। খাসপুকুরে মাটি ফেলা হলে মামলা করা হবে।’
চাঁদপুর সদরের বাগাদিতে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগাদি চৌরাস্তা মোড় ব্রিজসংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ সেকেন্ড আগেবিভাগ সূত্রে জানা গেছে, অনলাইনে গুগল ফরমের মাধ্যমে ইতিমধ্যে সাবেক ২৬০ জন এবং বর্তমানে অধ্যয়নরত প্রায় ৩০০ জন শিক্ষার্থী পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। দুই দিনব্যাপী এই আয়োজনে চলমান পাঁচটি ব্যাচসহ মোট ২০টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেবেন।
২ মিনিট আগেরাজধানীর উত্তরার বিআরটির (বাস র্যাপিড ট্রানজিট) উড়াল সড়ক থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর, তবে পরিচয় জানা যায়নি।
২১ মিনিট আগেআসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করে রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেন। দুই পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
৩৫ মিনিট আগে