নারীবিষয়ক সংস্কার কমিশন
অর্চি হক, ঢাকা
অন্তর্বর্তী সরকার গঠিত নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে পারিবারিক আইনসহ নারীর প্রতি বৈষম্যমূলক সব আইন পরিবর্তনের সুপারিশ করা হবে। কমিশনের একাধিক সদস্য এ কথা জানিয়ে বলেছেন, বৈষম্যের অবসান ঘটিয়ে যাতে নারীর সমান অধিকার প্রতিষ্ঠা পায়, সেটাই তাঁদের লক্ষ্য। প্রধান উপদেষ্টার কাছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি প্রতিবেদন জমা দেওয়ার কথা এ কমিশনের।
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক আজকের পত্রিকাকে বলেন, ‘কমিশনের লক্ষ্য হচ্ছে নারীর প্রতি বৈষম্য দূর করা। সুতরাং দেশে নারীর প্রতি যত বৈষম্যমূলক আইন রয়েছে, সেগুলো সংস্কারের সুপারিশ করব আমরা। এ জন্য প্রচলিত কোন কোন আইনে নারীর প্রতি বৈষম্যমূলক ধারা রয়েছে, সেগুলো পর্যালোচনা করে দেখা হচ্ছে।’
সংস্কার কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সদস্য বলেন, পারিবারিক আইনে নারীকে সম-অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সে কারণে এই আইন পরিবর্তনের সুপারিশ করা হবে। সম্পত্তির উত্তরাধিকারে নারীর সমান অধিকার দেওয়া এবং সাক্ষ্য আইনসহ বৈষম্যমূলক অন্যান্য আইনেও পরিবর্তনের সুপারিশ করবে কমিশন।
নারী অধিকার সংগঠনগুলো বহু বছর ধরে পারিবারিক আইন পরিবর্তনের দাবি জানিয়ে আসছে। বাংলাদেশ জাতিসংঘের সিডও অর্থাৎ নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদে স্বাক্ষরকারী দেশ হওয়ায় এই আইন পরিবর্তনের বিষয়টি বারবার আলোচনায় এসেছে। তবে ধর্মীয় ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ পর্যন্ত বাংলাদেশ সরকার জাতিসংঘকে জানিয়ে আসছে, দেশের সমাজ এই আইন পরিবর্তনের জন্য প্রস্তুত নয়।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, ‘সম্পত্তির উত্তরাধিকারে সমান অধিকার না থাকা নারীর অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ক্ষমতায়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। বৈষম্যমূলক পারিবারিক আইন নারীর প্রতি সহিংসতারও কারণ হয়ে দাঁড়াচ্ছে। অবিলম্বে অভিন্ন ও সর্বজনীন পারিবারিক আইন প্রণয়ন ও কার্যকর করে নারীর প্রতি বৈষম্য ও নির্যাতন বন্ধ করার পথ সুগম করতে হবে। নারীর আর্থিক ক্ষমতায়নের পাশাপাশি অন্যান্য দিকে ক্ষমতায়নের ওপর দৃষ্টিপাত করতে হবে।’
সংস্কার কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানান, আইন পরিবর্তনের পাশাপাশি তা কার্যকর করায় সম্ভাব্য বাধার বিষয়টিও তাঁদের প্রতিবেদনে উঠে আসবে। এই প্রতিবেদন তৈরির জন্য নারী অধিকারকর্মী, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, সুশীল সমাজের প্রতিনিধি, আইনজ্ঞসহ দেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ সভা করা হচ্ছে।
গত ১৭ অক্টোবর শিরীন পারভিন হককে প্রধান করে নারীবিষয়ক সংস্কার কমিশন গঠনের কথা জানায় অন্তর্বর্তী সরকার। এর এক মাস পর কমিশন গঠন করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
কমিশনের প্রধান ছাড়া অন্য সদস্যরা হলেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাহীন সুলতান, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (অবৈতনিক) নির্বাহী পরিচালক সারা হোসেন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফৌজিয়া করিম ফিরোজ, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার, নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আখতার, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, এশিয়ান উন্নয়ন ব্যাংকের সিনিয়র সামাজিক উন্নয়ন উপদেষ্টা ফেরদৌসী সুলতানা ও শিক্ষার্থী প্রতিনিধি নিশিতা জামান নিহা। তবে কমিশনে নাম থাকলেও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এর কার্যক্রমে যোগ দেননি।
সরকারি তথ্য অনুযায়ী, ‘নারীবিষয়ক সংস্কার কমিশন’ সর্বস্তরে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন বিষয়ে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে কাজ করবে। কমিশন গঠনের পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করার কথা।
অন্তর্বর্তী সরকার গঠিত নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে পারিবারিক আইনসহ নারীর প্রতি বৈষম্যমূলক সব আইন পরিবর্তনের সুপারিশ করা হবে। কমিশনের একাধিক সদস্য এ কথা জানিয়ে বলেছেন, বৈষম্যের অবসান ঘটিয়ে যাতে নারীর সমান অধিকার প্রতিষ্ঠা পায়, সেটাই তাঁদের লক্ষ্য। প্রধান উপদেষ্টার কাছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি প্রতিবেদন জমা দেওয়ার কথা এ কমিশনের।
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক আজকের পত্রিকাকে বলেন, ‘কমিশনের লক্ষ্য হচ্ছে নারীর প্রতি বৈষম্য দূর করা। সুতরাং দেশে নারীর প্রতি যত বৈষম্যমূলক আইন রয়েছে, সেগুলো সংস্কারের সুপারিশ করব আমরা। এ জন্য প্রচলিত কোন কোন আইনে নারীর প্রতি বৈষম্যমূলক ধারা রয়েছে, সেগুলো পর্যালোচনা করে দেখা হচ্ছে।’
সংস্কার কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সদস্য বলেন, পারিবারিক আইনে নারীকে সম-অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সে কারণে এই আইন পরিবর্তনের সুপারিশ করা হবে। সম্পত্তির উত্তরাধিকারে নারীর সমান অধিকার দেওয়া এবং সাক্ষ্য আইনসহ বৈষম্যমূলক অন্যান্য আইনেও পরিবর্তনের সুপারিশ করবে কমিশন।
নারী অধিকার সংগঠনগুলো বহু বছর ধরে পারিবারিক আইন পরিবর্তনের দাবি জানিয়ে আসছে। বাংলাদেশ জাতিসংঘের সিডও অর্থাৎ নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদে স্বাক্ষরকারী দেশ হওয়ায় এই আইন পরিবর্তনের বিষয়টি বারবার আলোচনায় এসেছে। তবে ধর্মীয় ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ পর্যন্ত বাংলাদেশ সরকার জাতিসংঘকে জানিয়ে আসছে, দেশের সমাজ এই আইন পরিবর্তনের জন্য প্রস্তুত নয়।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, ‘সম্পত্তির উত্তরাধিকারে সমান অধিকার না থাকা নারীর অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ক্ষমতায়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। বৈষম্যমূলক পারিবারিক আইন নারীর প্রতি সহিংসতারও কারণ হয়ে দাঁড়াচ্ছে। অবিলম্বে অভিন্ন ও সর্বজনীন পারিবারিক আইন প্রণয়ন ও কার্যকর করে নারীর প্রতি বৈষম্য ও নির্যাতন বন্ধ করার পথ সুগম করতে হবে। নারীর আর্থিক ক্ষমতায়নের পাশাপাশি অন্যান্য দিকে ক্ষমতায়নের ওপর দৃষ্টিপাত করতে হবে।’
সংস্কার কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানান, আইন পরিবর্তনের পাশাপাশি তা কার্যকর করায় সম্ভাব্য বাধার বিষয়টিও তাঁদের প্রতিবেদনে উঠে আসবে। এই প্রতিবেদন তৈরির জন্য নারী অধিকারকর্মী, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, সুশীল সমাজের প্রতিনিধি, আইনজ্ঞসহ দেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ সভা করা হচ্ছে।
গত ১৭ অক্টোবর শিরীন পারভিন হককে প্রধান করে নারীবিষয়ক সংস্কার কমিশন গঠনের কথা জানায় অন্তর্বর্তী সরকার। এর এক মাস পর কমিশন গঠন করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
কমিশনের প্রধান ছাড়া অন্য সদস্যরা হলেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাহীন সুলতান, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (অবৈতনিক) নির্বাহী পরিচালক সারা হোসেন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফৌজিয়া করিম ফিরোজ, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার, নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আখতার, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, এশিয়ান উন্নয়ন ব্যাংকের সিনিয়র সামাজিক উন্নয়ন উপদেষ্টা ফেরদৌসী সুলতানা ও শিক্ষার্থী প্রতিনিধি নিশিতা জামান নিহা। তবে কমিশনে নাম থাকলেও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এর কার্যক্রমে যোগ দেননি।
সরকারি তথ্য অনুযায়ী, ‘নারীবিষয়ক সংস্কার কমিশন’ সর্বস্তরে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন বিষয়ে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে কাজ করবে। কমিশন গঠনের পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করার কথা।
প্রতিবন্ধী নারীদের জন্য সহজলভ্য ও নিরাপদ স্যানিটারি পণ্য উদ্ভাবনে সরকারি-বেসরকারি অংশীদারত্বের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে আয়োজিত ‘প্রতিবন্ধী নারীদের জন্য স্যানিটারি পণ্য উদ্ভাবন’ শীর্ষক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা
২ দিন আগেনারীর সংজ্ঞা জৈবিক লিঙ্গের ভিত্তিতে নির্ধারিত হবে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। ট্রান্সজেন্ডারদের লৈঙ্গিকভিত্তিক সুরক্ষার আবেদন খারিজ করে আদালত জানিয়েছেন, লিঙ্গ একটি দ্বৈত ধারণা—নারী অথবা পুরুষ। তবে ট্রান্সজেন্ডার ব্যক্তিরা বিদ্যমান আইনে বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষা পান।
৩ দিন আগেমধ্যবিত্ত এক পরিবারে বেড়ে ওঠা মানুষের গন্তব্য লেখাপড়া শেষ করে চাকরি পাওয়া। তারপর নিজেকে গুছিয়ে নেওয়া। কিন্তু কখনো কখনো কিছু মানুষ এই বৃত্ত ভেঙে ফেলার চেষ্টা করেন। সে এক বিশাল লড়াই। তেমনই লড়াই করে চলেছেন এক তরুণ উদ্যোক্তা ইফ্ফাত আলম জেসিকা। নিজের তো বটেই, কর্মসংস্থান করেছেন আরও প্রায় ৩২ জন নারীর।
৩ দিন আগেআমি কোর্টের মাধ্যমে স্বামীকে তালাক দিই। সে জন্য তিনটি নোটিশ পাঠাই তাকে। কিন্তু সে প্রবাসে থাকে বলে স্বাক্ষর নেই। এখন অনেক জায়গা থেকে শুনছি, এই তালাক নাকি হয়নি। আমার বিয়ের বয়স চার বছর। বিয়ের প্রথম সপ্তাহেই আমার স্বামী প্রবাসে চলে যায়। প্রথম এক বছর আমার সঙ্গে তার যোগাযোগ ছিল।
৩ দিন আগে