শিবচরে সরিষাখেতে মুধ চাষে সাফল্য তরুণের
মাদারীপুরের শিবচর উপজেলায় মাঠের পর মাঠ সরিষার হলুদ ফুলে ভরে উঠেছে। সঙ্গে কালিজিরার ফুল। আর এ ফুলে ফুলে গুনগুনিয়ে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করছে মৌমাছি। অপর দিকে দূর-দূরান্ত থেকে আসা চাষিরা উপজেলার দত্তপাড়া, নিলখী, দ্বিতীয়াখণ্ড, বহেরাতলা ও সন্ন্যাসীরচর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ফসলের খেতে বাক্স পদ্ধতিতে মধ