Ajker Patrika

শিবচরে বাহুবলী টমেটোতে তাক লাগালেন লুৎফর

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১১: ৫০
শিবচরে বাহুবলী টমেটোতে তাক লাগালেন লুৎফর

মাদারীপুরের শিবচর উপজেলায় টমেটো চাষে দিনবদলের স্বপ্ন দেখছেন তরুণ কৃষক মো. লুৎফর রহমান। হাইব্রিড জাতের ‘বাহুবলী’ টমেটো চাষ করে তিনি তাক লাগিয়ে দিয়েছেন স্থানীয়দের। এ জাতের টমেটোর ফলনও বেশ। এ ছাড়া অন্য জাতের টমেটোর তুলনায় উৎপাদন খরচ তুলনায় কম। প্রত্যাশিত দাম পাওয়ায় অনেকে ঝুঁকছেন বাহুবলী টমেটো চাষে।

সরেজমিন দেখা গেছে, উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর মোল্লাকান্দি গ্রামের কৃষক মো. লুৎফর রহমানের খেতে সারিবদ্ধভাবে রোপণ করা টমেটোগাছে ঝুলছে অসংখ্য টমেটো। প্রায় প্রতিদিনই তিনি তুলছেন টমেটো। প্রায় দেড় একর জমিতে আগাম জাতের বাহুবলী টমেটোর চাষ করেছেন তিনি। টমেটোর বেশির ভাগই স্থানীয় পাইকারি বাজারে বিক্রি করেন তিনি। চলতি মৌসুমে এ পর্যন্ত প্রায় দেড় লাখ টাকা লাভ হয়েছে তাঁর।

কৃষক মো. লুৎফর রহমান বলেন, ‘এই জাতের টমেটোর ফলন বেশি। আগামীতে আরও বেশি পরিমাণ জমিতে টমেটো চাষ করব বলে ভাবছি। তবে ভালো ফলনের জন্য পরিচর্যার বিকল্প নেই। টমেটোখেতে সার ও ওষুধের বেশি প্রয়োজন হয় না। খেতের পোকা দমনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়। এ বিষয়ে উপজেলার কৃষি অফিস থেকে সেক্স ফেরোমন ট্র্যাপ ও ইয়োলো ট্র্যাপসহ সব ধরনের পরামর্শ পেয়েছি। এ পদ্ধতিতে সহজেই পোকা দমন করা যাচ্ছে। এতে করে ফলনও বেশ ভালো হচ্ছে।’

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, শিবচর উপজেলা চলতি মৌসুমে ৪০ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। গত বছর টমেটো চাষ হয়েছিল ৩৫ হেক্টর জমিতে। টমেটোর পাশাপাশি স্থানীয় চাষিরা ফুলকপি, বাঁধাকপি, শিম, তরমুজসহ নানা ধরনের সবজিও চাষ করেছেন। শীতকালীন সবজি চাষের জন্য কৃষি অফিস সব সময় চাষিদের উদ্বুদ্ধ করার পাশাপাশি সব ধরনের পরামর্শ দিচ্ছে।

সন্যাসীরচর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা পার্থ প্রতীম হীরা বলেন, ‘গত বছর কৃষক লুৎফর রহমান পরীক্ষামূলকভাবে বাহুবলী হাইব্রিড টমেটো চাষ করেন। সফলতা পাওয়ায় এবারও তিনি দেড় একর জমিতে টমেটোর চাষ করেন। তাঁর দেখাদেখি স্থানীয় অনেকে হাইব্রিড বাহুবলী জাতের টমেটোর চাষ করছেন। আগামীতে আরও বেশি পরিমাণ জমিতে কৃষকেরা যাতে এই জাতের টমেটো চাষ করেন, সে জন্য সব ধরনের সহযোগিতা করা হবে।’

শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা অনুপম রায় বলেন, ‘রোগবালাই থেকে মুক্তির জন্য মাঠপর্যায়ে খোঁজ-খবর রাখা হয়। বাহুবলী জাতের টমেটোতে ভালো ফলন পাওয়া যায়। ভালো দাম পাওয়ায় আগামীতে এ জাতের টমেটোর চাষ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স: রাষ্ট্রীয় অনুষ্ঠানে আসন নেই সাবেক প্রধানমন্ত্রীর

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর: উপদেষ্টা ফারুকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত