Ajker Patrika

বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৫২
বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

হঠাৎ করেই ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হওয়ায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১টা থেকে নৌরুটের সব লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ওঠে এবং ১টার দিকে হঠাৎ করেই ঝোড়ো বাতাস বইতে শুরু করে। এ সময় উত্তাল হয়ে ওঠে পদ্মা নদী। দুর্ঘটনা এড়াতে নৌ-রুটের সব লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়।

এদিকে ফেরিঘাট সূত্র জানিয়েছে, হঠাৎ করে ঝোড়ো বাতাস শুরু হওয়ায় চলাচলরত ফেরিগুলো নৌপথের বিভিন্ন স্থানে নিরাপদে রয়েছে। এ ছাড়া পরিবহন লোড করে ঘাটে অবস্থান করছে অন্যান্য ফেরি।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘দুপুর ১টা থেকে বৈরী আবহাওয়ার কারণে সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘাটে যাত্রীরা ঝোড়ো বাতাস ও বৃষ্টি থামার অপেক্ষায় রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত