Ajker Patrika

ভাসানো হলো ১০৮ হাত লম্বা নৌকা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২২, ১০: ৪৯
ভাসানো হলো ১০৮ হাত লম্বা নৌকা

মাদারীপুরের শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদে ভাসানো হলো ১০৮ হাত লম্বা নৌকা। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে গতকাল বিকেলে নৌকাটি ভাসানো হয়। নৌকা ভাসানো দেখতে শত শত মানুষ ভিড় করেন নদের পাড়ে।

জানা যায়, উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের চর বহেরাতলা গ্রামে আড়িয়াল খাঁ নদের পাড়ে প্রায় ৬ মাস আগে ১০৮ হাতের একটি বাইচের নৌকা তৈরির কাজ শুরু করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন হায়দারের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের তত্ত্বাবধানে নৌকা তৈরির কাজ শুরু হয়। নৌকাটি তৈরিতে ১০ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে বলে উদ্যোক্তারা জানান। নির্মাণকাজ শেষে গত বৃহস্পতিবার বিকেলে দীর্ঘ এই নৌকাটি আড়িয়াল খাঁ নদে ভাসানো হয়। নৌকা ভাসানো দেখতে উত্তর বহেরাতলা ইউনিয়ন, দক্ষিণ বহেরাতলা, শিরুয়াইল, নিলখীসহ আশপাশের বেশ কয়েকটি ইউনিয়ন থেকে নারী, পুরুষ, শিশুসহ হাজার হাজার মানুষ আড়িয়াল খাঁ নদের উভয় পাড়ে ভিড় করেন। গ্রামবাংলার ঐতিহ্য বাইচ প্রতিযোগিতায় এই নৌকা অংশ নেবে বলে জানা গাছে।

এ সময় উপস্থিত ছিলেন বহেরাতলা দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. বারী উকিল, আওয়ামী লীগ নেতা মো. লোকমান সিপাই, মো. হেমায়েত হোসেন মিলন হাওলদার প্রমুখ।

আব্দুল কাশেম নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘নৌকাটি বিশাল বড়! এটি নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেবে বলে জানতে পেরেছি। এত বড় নৌকা নদে নামানো দেখতে এখানে এসেছি।’

বহেরাতলা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন হায়দার বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিনে বিশাল নৌকাটি নদে নামিয়েছি। “শিবচর এক্সপ্রেস” নামের এই নৌকাটি বিভিন্ন বাইচ প্রতিযোগিতায় অংশ নেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় নতুন ৩ ব্যাটালিয়ন, দুই হাজার ২৫৮ পদ সৃষ্টি

সন্তান জন্মের ৪ মাস পর বিয়ের খবর দিলেন জেমস

কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় নারীকে ২৪ হাজার টাকা জরিমানা

এনসিপিকে ‘নাস্তিকদের সংগঠন’ বলে আমাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে: মুফতি আমিনীর নাতি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদ আখতারকে একহাত নিলেন লাকি আলী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ