সেফালির দেশি ছাগল: একসঙ্গে ৬ বাচ্চা প্রসব, ৭ বছরে দিয়েছে ৪০টি
মোসা. সেফালি বেগম। বগুড়ার শিবগঞ্জ উপজেলার কায়লা দিয়াড় গ্রামের মো. সাদিকুল ইসলামের স্ত্রী। সংসারে একটু ভালো থাকার আশায় ৭ বছর আগে একটি দেশী জাতের ছাগল লালন পালন শুরু করেন। ৭ বছরে ছাগলটি ৪০ বাচ্চা প্রসব করে। প্রতি ৬-৭ মাস পর পর ছাগলটি বাচ্চা দিতে থাকে। প্রথমে ছাগলটি তিনটি বাচ্চা প্রসব করলেও দিন দিন বাড়