Ajker Patrika

৪ মাস ধরে খোঁজ নেননি মা-বাবা, সমাজসেবার আওতায় ১৯ মাসের যমজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২২: ৪৯
৪ মাস ধরে খোঁজ নেননি মা-বাবা, সমাজসেবার আওতায় ১৯ মাসের যমজ

১৯ মাসের যমজ শিশু আরিশা ও আনিশাকে শ্বশুরবাড়িতে রেখে তাদের মা চার মাস আগে চলে যান বাবার বাড়ি। এর পর থেকে তাদের বাবাও নিরুদ্দেশ। এমন পরিস্থিতিতে চার মাস শিশুদের দেখভাল করার একপর্যায়ে সমাজসেবা অধিদপ্তরের অধীনে শিশু সুরক্ষার জরুরি নম্বর ১০৯৮ কল দিয়ে সহায়তা চান শিশুদের দাদি রুমালী বেগম (৫৮)। 

অবশেষে আজ সোমবার ওই যমজ শিশুদের সমাজসেবা পরিচালিত সিএসপিবি প্রকল্পের কেস ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসা হয়েছে। সেই সঙ্গে শিশুদের জন্য বিভিন্ন উপহারসামগ্রীসহ নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়। 

এ ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বালুচর গ্রামে। 

শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুদের সুরক্ষা নিশ্চিতে প্রতি মাসে দুই হাজার টাকা দেওয়া হবে। এ ছাড়া শুকনো খাবার সরবরাহ করা হবে। তাদের সেবা নিশ্চিতে সমাজসেবা মাঠ সুপারভাইজার তদারকি করবেন।’

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে উপজেলার চককীর্তি ইউনিয়নের কানসাট বালুচর গ্রামের আবদুল আওয়ালের সঙ্গে চক নাধড়া গ্রামের তাজরিন খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। চার মাস আগে পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়ির লোকজনের অগোচরে যমজ শিশু রেখে বাবার বাড়ি চলে যান মা তাজরিন বেগম। এর পর থেকে সন্তানদের আর কোনো খোঁজ নেননি তাজরিন বেগম। ওই ঘটনার পর থেকে শিশুদের বাবা আবদুল আওয়ালও নিরুদ্দেশ। পরে যমজ শিশুদের নিয়ে বিপাকে পড়েন দাদি রুমালী বেগম। 

গত বৃহস্পতিবার ১০৯৮ নম্বরে কল দিয়ে সহায়তা চাইলে গতকাল রোববার সমাজকর্মী সেনাউল ইসলাম ওই বাড়িতে গিয়ে বিভিন্ন খোঁজখবর নিয়ে সমাজসেবা কার্যালয়ে ডেকে নেন। আজ শিশুদের সার্বিক বিষয়াবলি বিবেচনা করে সমাজসেবা পরিচালিত সিএসপিবি প্রকল্পের কেস ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসা হয়। 

পরে বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে যমজ শিশুদের (আরিশা ও আনিশা) দাদির দায়িত্বে রাখেন ইউএনও এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা। সঙ্গে দেওয়া হয় বিভিন্ন উপহারসামগ্রী ও নগদ অর্থ। একই সঙ্গে আরিশা ও আনিশার দেখভালের জন্য প্রতি মাসে দুই হাজার টাকা দেওয়া হবে বলে জানানো হয়। 

ইউএনও আবুল হায়াত বলেন, ‘পারিবারিক কলহের কারণে যমজ শিশুরা সেবাযত্ন থেকে বঞ্চিত ছিল। বর্তমানে কিছুটা হলেও শিশুদের সেবা নিশ্চিত হবে। পরিবারই হোক তাদের নিরাপদ আশ্রয়স্থল।’ 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক আহসান হাবিব প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত