চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সেফালি বেগম। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কায়লা দিয়াড় গ্রামের মো. সাদিকুল ইসলামের স্ত্রী। সংসারে একটু ভালো থাকার আশায় সাত বছর আগে একটি ছাগল লালন পালন শুরু করেন। সাত বছরে ছাগলটি ৪০টি বাচ্চা প্রসব করেছে।
প্রতি ৬-৭ মাস পরপর ছাগলটি বাচ্চা দেয়। প্রথমে একসঙ্গে তিনটি বাচ্চা প্রসব করলেও ধারাবাহিকভাবে এ সংখ্যা বাড়তে থাকে। সর্বশেষ আজ বৃহস্পতিবার দুপুরে ছাগলটি একসঙ্গে ৬টি বাচ্চা প্রসব করেছে।
শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে স্বাভাবিকভাবেই চিকিৎসকদের তত্ত্বাবধানে বাচ্চাগুলো প্রসব করানো হয়।
সেফালি বেগম বলেন, দুই ছেলে-মেয়ে নিয়ে দিনমজুর স্বামীর অভাব অনটনের সংসার আমার। স্বামী ইটভাটা এবং দিনমজুর খেটে কোনো রকমে সংসার চালান। প্রতিদিন না খাটলে সংসার চালানো কষ্টকর হয়ে পড়ে। স্বামীর সংসারে একটু সুখ দিতে আমি ছাগল পালন করার চিন্তা করি। সে চিন্তা থেকেই সাত বছর আগে একটি দেশি জাতের ছাগল কিনে লালন পালন শুরু করি। এরপর ছাগলের বাচ্চাগুলো বড় হলে বিক্রি করি।
সেফালি বেগম আরও বলেন, এখনো কয়েকটি ছাগল বাড়িতে এক সঙ্গেই রয়েছে। গতকাল বুধবার রাতে ছাগলটি হঠাৎ অসুস্থ হলে আজ বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ প্রাণিসম্পদ অফিসে নিয়ে আসি। এরপর চিকিৎসকেরা সিদ্ধান্ত নিয়ে ৬টি বাচ্চা প্রসব করান।
সেফালি বেগমের কথায়, এই ছাগল থেকেই তাঁর দুই ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালিয়ে সংসারে বাড়তি টাকা জমা হয়।
সেফালি বেগমের বোনের স্বামী নূর মোহাম্মদ বলেন, অভাবী সংসার ছিল সেফালি-সাদিকুলের। বাড়িতে ছাগল পালন করে এখন অন্যের কাছে হাত পাততে হয় না তাঁদের।
শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দেশিজাতের ছাগলে একসঙ্গে ৬টি বাচ্চা প্রসব বিরল। এক সঙ্গে পেটে ৬ বাচ্চা থাকায় ছাগলটি অসুস্থ হয়ে পড়ে। সবার চেষ্টায় অপারেশন ছাড়া ৬টি বাচ্চা প্রসব করানো হয়। সবগুলোয় বাচ্চা সুস্থ রয়েছে।’
সেফালি বেগম। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কায়লা দিয়াড় গ্রামের মো. সাদিকুল ইসলামের স্ত্রী। সংসারে একটু ভালো থাকার আশায় সাত বছর আগে একটি ছাগল লালন পালন শুরু করেন। সাত বছরে ছাগলটি ৪০টি বাচ্চা প্রসব করেছে।
প্রতি ৬-৭ মাস পরপর ছাগলটি বাচ্চা দেয়। প্রথমে একসঙ্গে তিনটি বাচ্চা প্রসব করলেও ধারাবাহিকভাবে এ সংখ্যা বাড়তে থাকে। সর্বশেষ আজ বৃহস্পতিবার দুপুরে ছাগলটি একসঙ্গে ৬টি বাচ্চা প্রসব করেছে।
শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে স্বাভাবিকভাবেই চিকিৎসকদের তত্ত্বাবধানে বাচ্চাগুলো প্রসব করানো হয়।
সেফালি বেগম বলেন, দুই ছেলে-মেয়ে নিয়ে দিনমজুর স্বামীর অভাব অনটনের সংসার আমার। স্বামী ইটভাটা এবং দিনমজুর খেটে কোনো রকমে সংসার চালান। প্রতিদিন না খাটলে সংসার চালানো কষ্টকর হয়ে পড়ে। স্বামীর সংসারে একটু সুখ দিতে আমি ছাগল পালন করার চিন্তা করি। সে চিন্তা থেকেই সাত বছর আগে একটি দেশি জাতের ছাগল কিনে লালন পালন শুরু করি। এরপর ছাগলের বাচ্চাগুলো বড় হলে বিক্রি করি।
সেফালি বেগম আরও বলেন, এখনো কয়েকটি ছাগল বাড়িতে এক সঙ্গেই রয়েছে। গতকাল বুধবার রাতে ছাগলটি হঠাৎ অসুস্থ হলে আজ বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ প্রাণিসম্পদ অফিসে নিয়ে আসি। এরপর চিকিৎসকেরা সিদ্ধান্ত নিয়ে ৬টি বাচ্চা প্রসব করান।
সেফালি বেগমের কথায়, এই ছাগল থেকেই তাঁর দুই ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালিয়ে সংসারে বাড়তি টাকা জমা হয়।
সেফালি বেগমের বোনের স্বামী নূর মোহাম্মদ বলেন, অভাবী সংসার ছিল সেফালি-সাদিকুলের। বাড়িতে ছাগল পালন করে এখন অন্যের কাছে হাত পাততে হয় না তাঁদের।
শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দেশিজাতের ছাগলে একসঙ্গে ৬টি বাচ্চা প্রসব বিরল। এক সঙ্গে পেটে ৬ বাচ্চা থাকায় ছাগলটি অসুস্থ হয়ে পড়ে। সবার চেষ্টায় অপারেশন ছাড়া ৬টি বাচ্চা প্রসব করানো হয়। সবগুলোয় বাচ্চা সুস্থ রয়েছে।’
রাজধানীর গেন্ডারিয়াতে পূর্ব শত্রুতার জেরে আরিফুল ইসলাম বাবু (৩৫) নামে এক সিএনজি গ্যারেজের কমর্চারীকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার (২৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে দয়াগঞ্জ রেললাইনের কাছে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সকাল ৮টার দিকে কর্তব্য
৪১ মিনিট আগেদেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি। খনিটি দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখলেও ভাগ্যের উন্নয়ন হয়নি খনি এলাকার বাসিন্দাদের। এ যেন বাতির নিচেই অন্ধকার। খনিতে ২০-২৫ বছর ধরে আউটসোর্সিংয়ের মাধ্যমে ২৭৬ জন কর্মচারী চাকরি করলেও খনি কর্তৃপক্ষের উদাসীনতায় আজও তাঁদের চাকরি স্থায়ী হয়নি...
১ ঘণ্টা আগেবগুড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালাক ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ হয়ে মারা যাওয়া আয়া মাসুমাকে ভোলার বোরহানউদ্দিনে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় নিজ এলাকায় তাঁর জানাজা শেষে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দাফন
১ ঘণ্টা আগে