Ajker Patrika

যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্ত্রীর দাবি হত্যা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্ত্রীর দাবি হত্যা

বগুড়ার শিবগঞ্জে আব্দুল মোমিন খন্দকার (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত যুবকের স্ত্রী শাহানা বেগম অভিযোগ করে বলছেন সম্পত্তির জন্য তাঁর স্বামীর বড়ভাই হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে। 

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক হরিপুর গ্রামের মোজাম্মেল হক খন্দকারের ছেলে। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আব্দুল মমিনকে দেখতে পাননি তাঁরা। গত রোববার তাঁর পরিবারের লোকজন তাঁকে বাড়িতে আনেন। আজ সকালে ছাদের সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। 

নিহতের স্ত্রী শাহানা বেগম বলেন, ‘আমার স্বামী ঠাকুরগাঁও ফায়ার স্টেশনের ড্রাইভার পদে কর্মরত ছিলেন। তাঁর বড় ভাই জয়পুরহাট সদর ফায়ার স্টেশনের ইন্সপেক্টর মহিউদ্দিন মিজান বাবার সম্পত্তি নিজের নামে লিখে নেন। এর প্রতিবাদ করলে তিনি আমার স্বামীকে রংপুর দিনাজপুর চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় আটকে রেখে নির্যাতন করতেন। এমনকি তাঁর বিরুদ্ধে মিথ্যা মাদক মামলা দিয়ে বিভিন্ন মাদকাসক্ত কেন্দ্রে রাখেন।’ শাহানা বেগম আরও বলেন, ‘মিজানের জয়পুরহাটের বাসায় তাঁকে আটক রাখলে আমি সংবাদ পেয়ে সেখানে যাই। আমার স্বামী আটক অবস্থায়

সাংবাদিকদের বলেন, ‘আমার ভাই জোড় করে নানান ওষুধ খাওয়ান। শরীরে ইনজেকশন পুশ করে। সে আমাকে মেরে ফেলবে।’ এর ভিডিও আছে বলে উল্লেখ করে শাহানা বেগম বলেন,

‘আটকের খবর পেয়ে পরে র‍্যাব আমার স্বামীকে উদ্ধার করে। পরে সোমবার বাড়িতে গেলে তাঁর ভাই রাতে গলায় রশি বেঁধে শ্বাস রোধে হত্যা করেন। এ বিষয়ে আমি মামলা করব।’ 

অভিযোগের বিষয় অস্বীকার করে মহিউদ্দিন মিজান বলেন, ‘আমার ভাই একাধিক বিয়ে করেছিল। সে নেশাগ্রস্তও ছিল। তাঁকে ভালো করার জন্য মাদকাসক্ত কেন্দ্রে রেখেছিলাম। মেয়েদের সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে সে আত্মহত্যা করেছে।’ 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, মমিনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত