Ajker Patrika

পদ্মায় অবৈধভাবে বালু তোলায় চারজনকে কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
পদ্মায় অবৈধভাবে বালু তোলায় চারজনকে কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে চারজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পদ্মা নদীর তীরে এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকার ওসিম (২৮), নরেন্দ্রপুর গ্রামের সাহাবুল হোসেন (২৭), শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর গ্রামের রাজু (৩৪) ও নারায়ণপুর গ্রামের মেহেদী হোসেন (২৩)।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, পদ্মা নদীর তীর থেকে অবৈধভাবে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর বালু উত্তোলনের সংবাদ পেয়ে সকালে পদ্মা নদীর ৬ নম্বর বাঁধ এলাকায় অভিযান চালিয়ে বালুবোঝাই ট্রাক্টরসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।  জুবায়ের হোসেন আরও জানান, জনস্বার্থে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত