আফ্রিদিদের সঙ্গে কেন কথা বলতে চান তাসকিন
পাকিস্তান ক্রিকেটের কথা বললে সবার আগে আসে পেসারের কথাই। যুগে যুগে গতি-সুইংয়ে ঝলক দেখানো এত এত কিংবদন্তি পেসারের জন্ম দিয়েছে দেশটি, পাকিস্তানকে তাই বলা হয়ে থাকে পেসার প্রসবিনী। ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস থেকে শোয়েব আখতার, মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি—তালিকাটা কেবল দীর্ঘ হতেই থাকবে।