আবুধাবিতে গতকাল একটা সময় পাকিস্তানকে বেশ চাপেই রেখেছিল প্রথমবারের মতো বিশ্বকাপে এসে আলোড়ন তোলা নামিবিয়া। এই দলের বোলাররা প্রথম ১০ ওভারে ৫০ রানের বেশি তুলতে দেননি বাবর আজম ও মোহাম্মদ রিজোয়ানকে। অবশ্য শেষ পর্যন্ত সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তাঁরা। শেষ ১০ ওভারের ঝড়ে এভারেস্ট উচ্চতার রানই সংগ্রহ করে পাকিস্তান।
অবশ্য ১৯০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে খেই হারায়নি নামিবিয়াও। বেশ ইতিবাচক ব্যাটিংই করেছে দলটি। যদিও শেষে ৪৫ রানের বড় ব্যবধানেই হারতে হয়েছে তাদের।
এমন লড়াইয়ের পরও বড় হার—এ জন্যই কিনা ড্রেসিংরুমে মুষড়ে পড়েছিলেন ডেভিড ভিসারা। কিন্তু সেই মলিন মুখে হাসি ফুটতে দেরি হলো না। আর ভিসাদের মুখে হাসি ফোটানোর সেই দায়িত্বটা নিলেন একটু আগে যাঁদের কাছে হেরেছেন সেই মোহাম্মদ হাফিজ–শাহিন শাহ আফ্রিদিরা।
ম্যাচ শেষে করা একটি ভিডিও নিজেদের ফেসবুক পেজে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে দেখা যাচ্ছে পিসিবির এক কর্মকর্তার নেতৃত্বে নামিবিয়ার ড্রেসিংরুমে প্রবেশ করছেন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, হাসান আলি, ফখর জামান, শাদাব খানরা। তাঁরা নামিবিয়ার অধিনায়ক জেরহার্ড এরাসমাস, ভিসাদের বুকে জড়িয়ে নেন। সঙ্গে দুর্দান্ত ক্রিকেট খেলে বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা করে নেওয়ার জন্য নামিবিয়ার ক্রিকেটারদের অভিনন্দনও জানান হাফিজরা। হাফিজদের উষ্ণ আলিঙ্গনে হাসি ফুটে নামিবিয়া দলের ক্রিকেটারদের মুখে। পরে দুই দলের খেলোয়াড়দের ছবি তুলতেও দেখা গেছে।
এই ভিডিও ফেসবুকে ভাইরাল হতে সময় নেয়নি। অনেকেই মন্তব্য করে পাকিস্তান ক্রিকেট দলকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘এই আন্তরিকতাই হোক ক্রিকেটের প্রকৃত শক্তি।’
আবুধাবিতে গতকাল একটা সময় পাকিস্তানকে বেশ চাপেই রেখেছিল প্রথমবারের মতো বিশ্বকাপে এসে আলোড়ন তোলা নামিবিয়া। এই দলের বোলাররা প্রথম ১০ ওভারে ৫০ রানের বেশি তুলতে দেননি বাবর আজম ও মোহাম্মদ রিজোয়ানকে। অবশ্য শেষ পর্যন্ত সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তাঁরা। শেষ ১০ ওভারের ঝড়ে এভারেস্ট উচ্চতার রানই সংগ্রহ করে পাকিস্তান।
অবশ্য ১৯০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে খেই হারায়নি নামিবিয়াও। বেশ ইতিবাচক ব্যাটিংই করেছে দলটি। যদিও শেষে ৪৫ রানের বড় ব্যবধানেই হারতে হয়েছে তাদের।
এমন লড়াইয়ের পরও বড় হার—এ জন্যই কিনা ড্রেসিংরুমে মুষড়ে পড়েছিলেন ডেভিড ভিসারা। কিন্তু সেই মলিন মুখে হাসি ফুটতে দেরি হলো না। আর ভিসাদের মুখে হাসি ফোটানোর সেই দায়িত্বটা নিলেন একটু আগে যাঁদের কাছে হেরেছেন সেই মোহাম্মদ হাফিজ–শাহিন শাহ আফ্রিদিরা।
ম্যাচ শেষে করা একটি ভিডিও নিজেদের ফেসবুক পেজে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে দেখা যাচ্ছে পিসিবির এক কর্মকর্তার নেতৃত্বে নামিবিয়ার ড্রেসিংরুমে প্রবেশ করছেন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, হাসান আলি, ফখর জামান, শাদাব খানরা। তাঁরা নামিবিয়ার অধিনায়ক জেরহার্ড এরাসমাস, ভিসাদের বুকে জড়িয়ে নেন। সঙ্গে দুর্দান্ত ক্রিকেট খেলে বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা করে নেওয়ার জন্য নামিবিয়ার ক্রিকেটারদের অভিনন্দনও জানান হাফিজরা। হাফিজদের উষ্ণ আলিঙ্গনে হাসি ফুটে নামিবিয়া দলের ক্রিকেটারদের মুখে। পরে দুই দলের খেলোয়াড়দের ছবি তুলতেও দেখা গেছে।
এই ভিডিও ফেসবুকে ভাইরাল হতে সময় নেয়নি। অনেকেই মন্তব্য করে পাকিস্তান ক্রিকেট দলকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘এই আন্তরিকতাই হোক ক্রিকেটের প্রকৃত শক্তি।’
মেয়েদের ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আজ ২০২৫ মেয়েদের ইউরোর ফাইনালও জিতলে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ ও ইউরোর শিরোপা জিতবে তারা। মেয়েদের ফুটবলে বিরল এই কীর্তি আছে কেবল জার্মান মেয়েদেরই। ২০০৭ ও ২০০৯ সালে টানা এই দুটি শিরোপা জিতেছিল তারা। আজ মেয়েদের ইউরোর ফাইনালে ডিফেন্ডিং
৪০ মিনিট আগেহেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
২ ঘণ্টা আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
২ ঘণ্টা আগে